ডেভেলপার : একেলা
পাবলিশার : স্ট্র্যাটেজি ফাস্ট
ইঞ্জিন : ভার্চুয়াল ড্রিম
ক্যাটেগরি : টার্ন-বেইজড স্ট্র্যাটেজি
মোড : সিঙ্গেল/মাল্টিপ্লেয়ার
গেমের পটভূমি হচ্ছে নেভেনডার নামের কাল্পনিক গ্রহ। গেমটিতে মোট তিনটি আলাদা জাতি রয়েছে। এগুলো হচ্ছে- হিউম্যান, এলভ ও ডেমন। গ্রহটিকে কেন্দ্র করেই বিভিন্ন জাতির মধ্যে যুদ্ধ চলে আসছে বহুদিন ধরে। গেমের শুরুতেই দেখানো হবে গ্রহের হাইফাদার গ্রহের রক্ষণাবেক্ষণ ও ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত। এরই মধ্যে হিউম্যানদের রাজ্যের খুব কাছাকাছি আকাশ থেকে একটি বড় ধরনের উল্কাপাত হয়। উল্কাপাতের ঘটনাটি গ্রহের মিথোলজিতে আগেই ভবিষ্যদ্বাণী করা ছিলো এবং এই উল্কার সাথে অসাধারণ ক্ষমতা ও রহস্যময় কিছুর আভাসও দেয়া হয়েছিলো। তাই সব জাতি সেই ক্ষমতা পাবার আশায় মরিয়া হয়ে উঠবে। প্রতি জাতি হতে একটি করে হিরো সেই উল্কাপাতের ক্ষমতার সন্ধানে বের হবে।
গেমারকে যেকোনো এক জাতির হিরোর ভূমিকায় খেলতে হবে। ক্যাম্পেইন শুরুর আগে হিরো বাছাই করে নিজের পছন্দমতো হিরোকে পরিবর্তন করে নিতে হবে। হিরো সিলেক্ট করার সময় তাদের শ্রেণী বা ক্লাস নির্ধারণ করে দেয়া লাগে। নতুন এই গেমে চারটি আলাদা ক্লাস রাখা হয়েছে। এগুলো হচ্ছে- মেইজ, ওয়ারিয়র, স্কাউট ও থিপ। গেমার মেইজ ক্লাস বাছাই করলে তার হিরো জাদুবিদ্যায় পারদর্শী হবে। যদি ওয়ারিয়র ক্লাসের হিরো নিয়ে খেলা শুরু করা হয় তাহলে হিরো বিভিন্ন অস্ত্র ব্যবহার ও মুখোমুখি যুদ্ধে পারদর্শী হবে। স্কাউট ক্লাসের হিরো দূর থেকে যুদ্ধ করতে পটু এবং সে দ্রুতগতিতে এক স্থান থেকে অন্য স্থানে যেতে সক্ষম। এছাড়া থিপ ক্লাসের হিরোর শত্রুপক্ষকে দুর্বল ও তাদের সংখ্যা যাচাই করার ক্ষমতা এবং শত্রুপক্ষের অবস্থান নির্ণয়ের ক্ষমতা রয়েছে। যার ফলে যুদ্ধের আগেই শত্রুপক্ষের শক্তিমত্তা সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং সেই মোতাবেক আক্রমণ পরিচালনা করা সম্ভব হয়।
গেমে প্রতিটি জাতির ঘাঁটি বা গ্রাম একজন গার্ডিয়ান অ্যাঞ্জেল দিয়ে সুরক্ষিত, ফলে অন্য জাতির হিরো বা সৈন্যরা গেমারের গ্রামে আক্রমণ করলে গার্ডিয়ান অ্যাঞ্জেল তাদের মেরে ফেলবে। ঠিক একইভাবে যখন গেমারের হিরো অন্য জাতির গ্রামে আক্রমণ করবে তাদের গার্ডিয়ান অ্যাঞ্জেলের সাথে মোকাবেলা করতে হবে। তবে গার্ডিয়ান অ্যাঞ্জেল খুবই শক্তিশালী এবং গেমারের হিরো যদি যথেষ্ট ক্ষমতাবান না হয় তাহলে তার সাথে যুদ্ধে জেতা অসম্ভব কাজ।
গেমে বিভিন্ন ম্যাজিক ও আর্টিফ্যাক্ট ব্যবহার করা হয়েছে। এসব ম্যাজিক ও আর্টিফ্যাক্ট ম্যাজিক শপে কিনতে পাওয়া যাবে। আবার গার্ডিয়ান অ্যাঞ্জেল ও অন্য জাতির হিরোকে পরাজিত করেও এই সব আইটেম পাওয়া যাবে। এগুলো ব্যবহার করলে হিরো ও সৈন্যদলের যুদ্ধ করার ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। গেমের গ্রাফিক্স বেশ চোখ ধাঁধানো। গেমে ম্যাজিক স্পেল ব্যবহার করার সময় বিভিন্ন বর্ণের আলোকছটার ব্যবহার খুবই আকর্ষণীয়। এছাড়া গেমের সাউন্ড কোয়ালিটি অসাধারণ। গেমটি খেলতে গেলে রূপকথার গল্পের মতো লাগবে। তাই গেমটি খেলা শুরু করে রূপকথার দুনিয়ায় হারিয়ে যেতে তৈরি হয়ে যান।
সিস্টেম রিকোয়ারমেন্ট
প্রসেসর : পেন্টিয়াম ৪, ২ গিগাহার্টজ,
মেমরি : ৫১২ মেগাবাইট,
ভিডিও : ১২৮ মেগাবাইট (জিফোর্স ৬৬০০জিটি/এটিআই রাডেওন ৯৬০০),
হার্ডডিস্ক স্পেস : ৪ গিগাবাইট