• ভাষা:
  • English
  • বাংলা
হোম > রয়্যাল এনভয়
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১০ - নভেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গেম
তথ্যসূত্র:
গেমের জগৎ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
রয়্যাল এনভয়
ডেভেলপার : প্লেরিক্স গেমস
পাবলিশার : প্লেরিক্স গেমস
ক্যাটেগরি : স্ট্র্যাটেজি

জটিল কাহিনীর মায়াজালে বানানো গেমগুলো খেলতে খেলতে যারা হাঁপিয়ে উঠেছেন তাদের জন্য খুব সহজ-সরল কাহিনী কিন্তু বেশ চমৎকার গেমপ্লের একটি গেমের সাথে পরিচয় করিয়ে দেয়া যাক। এটি মিনি গেমের তালিকায় যেমন পড়ে না তেমনি পড়ে না বড় গেমের তালিকায়ও অর্থাৎ এটি মাঝারি আকারের গেম। গেমটির নাম রয়্যাল এনভয়।

গেমটিতে গেমারের ভূমিকা হবে একজন আর্কিটেক্ট হিসেবে এক রাজার চ্যালেঞ্জ গ্রহণ করে কিছু দ্বীপের বসতি পুনরায় স্থাপন করা। গেমের শুরুতে দেখা যাবে সেডরিক নামের এক আর্কিটেক্ট আইল্যান্ডশায়ার নামের এক সুন্দর রাজ্যের রাজদরবারে হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছে। সেখানে সিংহাসনে উপবিষ্ট রাজার কাছে সে জানায় তাদের রাজ্যের দ্বীপগুলোর বাড়িঘরের অবস্থা ভালো নয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে সেসবের অবস্থা করুণ হয়ে দাঁড়িয়েছে এবং প্রজারা তাদের জীবনযাত্রার নিম্নমানের জন্য রাজার প্রতি অসন্তোষ প্রকাশ করছে। রাজা চিন্তায় পড়ে যায় এবং তার মাথায় এক বুদ্ধি খেলে যায়। সে ভাবে দ্বীপগুলোর অবকাঠামো ঠিক করে দিতে পারলে এবং প্রজাদের চাওয়া-পাওয়া পূরণ করার কাজ হাতে নিলেই এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। শহর ও দ্বীপকে নতুন রূপে সাজানোর দায়ভার পড়বে গেমারের ওপরে। সেডরিক বুড়িয়ে গেছে তাই তার এ দায়িত্ব নিয়ে কাজ করার পণ করতে হবে তরুণ আর্কিটেক্ট হিসেবে গেমারকে এবং নিজেকে আইল্যান্ডশায়ারের চিফ সিটি প্ল্যানার হিসেবে অধিষ্ঠিত করতে হবে।



জাহাজ ও বেলুনে চড়ে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে পাড়ি জমাতে হবে। পথে বাদ সাধবে জলদস্যু। জলদস্যুদের চাঁদা দিয়ে কাজ হাসিল করতে হবে এবং খুঁজে বের করতে হবে গুপ্তধন। প্রজাদের জন্য বানিয়ে দেয়া ঘর থেকে খাজনা আদায় করে সেই অর্থ দিয়ে কাঠের ব্যবস্থা করে বানাতে হবে ঘরবাড়ি, কল-কারখানা, বাগান, মূর্তি, ব্রিজ, প্রাসাদসহ আরো অনেক কিছু। গেমে রয়েছে প্রায় ৯০টির মতো মিশন এবং সেই সাথে রয়েছে আটটি বাড়তি (বোনাস) মিশন। এতে প্রায় চার ধরনের বাড়ি রয়েছে, যেমন-কেবিন, চ্যালেট, ভিলা ও ম্যানসন। এছাড়াও রয়েছে অনেক ধরনের স্থাপনা। এতে গেমারকে বিচরণ করতে হবে নয়টি দ্বীপ এবং সেই সব স্থানের আবাসন সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। বেঁধে দেয়া সময়ের মধ্যে কাজ শেষ করতে পারলে রয়েছে সোনার মেডেল এবং সব মিশনে মেডেল পাবার পর পুরো দ্বীপের কাজ শেষে পাওয়া যাবে ট্রফি ও সার্টিফিকেট।

গেমটিতে ম্যানেজমেন্ট ও স্ট্র্যাটেজির দারুণ সমন্বয় করা হয়েছে যা না খেলে বোঝা কঠিন। গেমের ঝকমকে গ্রাফিক্স ও রঙের বাহার গেমারের মন মাতিয়ে তুলবে। অসাধারণ কিছু সাউন্ড ট্র্যাক ও শব্দশৈলী গেমারকে নিয়ে যাবে আলাদা এক জগতে। গেমের সাথে দেয়া নজরকাড়া হাই রেজ্যুলেশনের ডেস্কটপ ওয়ালপেপার ও স্ক্রিনসেভারের অ্যাকটিভেট করে হারিয়ে যেতে পারেন স্বপ্নিল এক ভুবনে।

কজ ওয়েব
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস