বিদেশের ওয়ান স্টপ শপগুলোর মতো সুন্দর করে তাকে তাকে সাজানো রকমারি জিনিসপত্রের দোকান এখন আমাদের দেশেও বেশ লক্ষণীয়। ব্যস্ত এ শহুরে জীবনে মুদি দোকান, জেনারেল স্টোর, কাঁচাবাজার ঘুরে ঘুরে দৈনন্দিন জিনিসপত্র কেনার সময় মেলা ভার। তাই এক দোকানেই যদি সব ধরনের সদাইপাতি কিনতে পারা যায় তবে তো কথাই নেই- মুক্তি মেলে গাধার খাটুনি থেকে ও বেঁচে যায় অমূল্য সময়। সুপার মার্কেট ম্যানিয়া গেমটি ওয়ান স্টপ শপ ম্যানেজমেন্ট ধাঁচের একটি গেম। গেমটির দুটি পর্ব বের হয়েছে। বিগ ফিশ গেমস নামের প্রতিষ্ঠানের এ মিনি গেম তাদের বানানো অন্যান্য টাইম ম্যানেজমেন্ট গেমের মতোই। তবে এতে রয়েছে ভিন্ন স্বাদ।
মিনি গেম বানানোর দিক থেকে বিগ ফিশ গেমস বেশ নামকরা একটি প্রতিষ্ঠান। তাদের ওয়েবসাইটে রয়েছে অনেক ধরনের গেম, যার ডেমো ভার্সন বিনামূল্যে ডাউনলোড করা যায়। পুরো ভার্সন পেতে হলে কিছুটা গাঁটের পয়সা খরচ করতে হবে। গেমের মূল চরিত্র নিক্কি নামের এক সোনালি কেশবতী সুন্দরী। গেমের প্রথম পর্বে নিক্কি শহরের নামকরা এক প্রতিষ্ঠানের রোবট দিয়ে পরিচালিত এক সুপার শপে কাজের নিমন্ত্রণ পায়। সেখানে তার কাজ হচ্ছে তাকগুলো জিনিসপত্র দিয়ে সাজিয়ে রাখা এবং দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। শহরের অন্যান্য সুপার শপের মালিকের সাথে টেক্কা দিয়ে নিজেদের দোকানের উন্নতি করাটাই ছিল গেমের মূল লক্ষ্য। প্রথম গেমটিতে ছিল ৫০টি লেভেল। কিন্তু নতুন পর্বে রাখা হয়েছে প্রায় ৮০টির মতো লেভেল, যা ৬টি আলাদা শহরে ভাগ করা হয়েছে এবং সেই সাথে প্রায় ২০০টির মতো আপগ্রেড। গেমে নিক্কিকে মোট ৪৮টি লক্ষ্য পূরণ করতে হবে সাফল্যের শিখরে পৌঁছানোর জন্য। এবার মালিকের জন্য নয়, টিনসেলটাউন নামের শহরে নিজের চাচার ব্যবসার কাজে সাহায্য করতে হবে নিক্কিকে।
নতুন গেমে নিক্কির কাজ হবে খালি তাক দ্রুত ভরে দেয়া, দোকানের মেঝে পরিষ্কার রাখা, দোকান ডেকোরেশন করা, তাকগুলো আপগ্রেড করা, তাকের গায়ে ডিজাইন করা, টাকা তোলা, ট্রে সাজিয়ে রাখা, দোকানে হারিয়ে যাওয়া বাচ্চাকে মায়ের কোলে ফিরিয়ে দেয়া ইত্যাদি। গেমে কঠিন কিছু কাজের মধ্যে রয়েছে কফি, মিল্ক শেক, ফলের জুস, পিজা ইত্যাদি বানানো, যা বেশ সময় নষ্ট করবে। কাস্টমারদের চাহিদা ও সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে, তা না হলে ক্রেতা রাগ করে চলে যাবে। নতুন গেমের সুবিধার মধ্যে রয়েছে স্টাইলিশ গ্রাফিক্স আর্ট, কমিক আর্টের স্টোরি মোড, বেশ সুন্দর করে সাজানো গোছানো দোকান, অনেক লম্বা গেমপ্লে টাইম, মজার কাজ ইত্যাদি। কিন্তু নতুন গেমটির কিছু নেতিবাচক দিক হলো এর গেমপ্লে পুরনো গেমের মতোই এবং আরো অনেক ধরনের জিনিসপত্র থাকার প্রয়োজন ছিল, যা একটি সুপার শপে থাকে।
গেমটি ছোট গেম বটে, কিন্তু অনেক সময় ধরে গেমটি খেলতে পারবেন। গেমের গ্রাফিক্স কোয়ালিটি এবং সাউন্ড সিস্টেম অনেক ভালোমানের। গেমে চোরের চুরি ও দুষ্ট বাচ্চাদের উৎপাত ঠেকানোর জন্য সিকিউরিটি গার্ডের প্রয়োগ করা যাবে যা বেশ মজার একটি ব্যাপার। ১ গিগাহার্টজের প্রসেসর, ২৫৬ মেগাবাইট র্যা ম ও সাধারণ গ্রাফিক্সকার্ডের সাহায্যেই গেমটি খেলা যাবে।
কজ ওয়েব