• ভাষা:
  • English
  • বাংলা
হোম > মিস্টেরি অব মর্টলেক ম্যানসন
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১১ - মার্চ
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গেম
তথ্যসূত্র:
গেমের জগৎ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
মিস্টেরি অব মর্টলেক ম্যানসন

আপনার কাছে অজানা ব্যক্তির এক চিঠি এসে পৌঁছালো। সেখানে লেখা মর্টলেকের ম্যানসনে যাওয়াটা বেশ জরুরি তা না হলে আপনার জন্য অপেক্ষা করছে অভিশপ্ত জীবন এবং করুণ মৃত্যু। অভিশাপ থেকে বাঁচার জন্য আপনাকে দেখানে গিয়ে তা কাটিয়ে আসতে হবে। একদিন সময় করে রওনা হয়ে গেলেন। মর্টলেকে এসে দাঁড়ালেন। বিরাট এক অট্টালিকা সামনে ঠিক যেন তা এক রাজপ্রাসাদ। প্রাসাদের ধারে লাগানো কিছু কিম্ভূতকিমাকার জীবজন্তুর মূর্তি। হঠাৎ করেই কোথা থেকে ভেসে আসলো দমকা হাওয়া যা শরীরে কাঁপুনি ধরিয়ে দিয়ে গেল। গা ছমছমে পরিবেশ এবং মনে উঁকি দিচ্ছে নানা প্রশ্ন। কেউ নেই কোথাও, প্রাসাদের বিরাট সদর দরজা বন্ধ। দরজায় আজব এক তালা। তাতে খোদাই করে আঁকা পাঁচটি জীবজন্তুর ছবি, কিন্তু খোলার কোনো ব্যবস্থা নেই। দরজা খোলার জন্য প্রাসাদের আশপাশে খোঁজ করতে গিয়ে পেয়ে গেলেন ছোট কিছু মূর্তি, যা সেই খোদাই করা স্থানে বসে যায়। সেগুলো বসাতেই দরজা খুলে গেল, ঠিক যেনো জাদু। ভেতরে ঢুকতেই ধড়াম করে দরজা বন্ধ হয়ে গেল আর আপনি বন্দি হয়ে গেলেন সে ঘরে। পুরনো ভাঙ্গাচোরা ঘর থেকে আপনি কিভাবে বের হবেন এবং ঘরের রহস্যের মায়াজাল থেকে পর্দা কি করে সরাবেন তা নিয়েই শুরু হবে গেমের যাত্রা।



মিস্টেরি অব মর্টলেক ম্যানসন গেমটির নির্মাতা স্টেলা গেমস এবং পাবলিশার হচ্ছে প্লেরিক্স গেমস। প্লেরিক্স গেমের আরো কয়েকটি নামকরা গেমসের তালিকায় রয়েছে- গার্ডেনস্কেপস, ফিশডম, ইলেমেন্টালস, রয়াল এনভয়, এনসিয়েন্ট সিক্রেটস, বিগ সিটি অ্যাডভেঞ্চারস ইত্যাদি। যারা আগে এ গেমগুলো খেলেছেন তাদের কাছে নতুন করে গেমগুলোর মাহাত্ম তুলে ধরার দরকার নেই। কিন্তু যারা এসব গেমসের সাথে নতুন পরিচিত হচ্ছেন তাদের জন্য বলা যে- এ গেমগুলো সময় কাটানো এবং মজা উপভোগ করার জন্য অসাধারণ গেমস। একবার খেলা শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত তা ছেড়ে উঠতে ইচ্ছে করবে না। আজকের আলোচ্য গেমটি একটি অ্যাডভেঞ্চার ও পাজল সলভ ধাঁচের গেম। মর্টলেক ম্যানসনের রহস্যের অবসান ঘটিয়ে গেমারকে নিতে হবে প্রাসাদের দায়ভার। অন্ধকারাচ্ছন্ন কামরা, কথা বলা দাঁড়কাক, অতৃপ্ত আত্মা, প্রাসাদের কারুকাজ, গেমের ভুতুড়ে পরিবেশ, অসাধারণ গেমপ্লে, ইন্টার্যা ক্টিভ অ্যানিমেশন, সাউন্ড সিস্টেম সবকিছু মিলিয়ে গেমটি বেশ চমকপ্রদ ও ভিন্নমাত্রার।

কজ ওয়েব
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস