ইন্টারনেটের ব্যাপক প্রসারের কারণে অনলাইন গেমিং বেশ জনপ্রিয় হয়ে উঠছে। আমাদের দেশের গেমিং ক্যাফেগুলোতেও দেখা যাচ্ছে বেশ কিছু ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন রোল প্লেয়িং গেম (MMORPG)। যাদের ইন্টারনেট স্পিড বেশি এবং নিরবচ্ছিন ইন্টারনেট সংযোগের সুবিধা রয়েছে, সেসব গেমার এখন অনলাইন গেমের প্রতি আসক্ত হচ্ছেন। ওয়ার্ল্ড অব ওয়ারক্রাফট, এয়ন, ফাইনাল ফ্যান্টাসি, এজ অব কোনান, ব্যাটলস্টার গ্যালাকটিকা অনলাইন, সিটি অব হিরোস, সিটি অব ভিলেনস, ডিসি ইউনিভার্স অনলাইন, ড্রাগনবল অনলাইন, ডানজিওনস অ্যান্ড ড্রাগন অনলাইন, ডাইন্যাস্টি ওয়ারিওর অনলাইন, এভারকোয়েস্ট, গিল্ড ওয়ারস, হিরো অনলাইনসহ আরো অনেক নামকরা গেম রয়েছে যা অনলাইন রোল প্লেয়িং গেম হিসেবে বেশ জনপ্রিয়। নামকরা গেমগুলোর অনলাইন ভার্সন বের করার ব্যাপারে গেম নির্মাতারা বেশ সচেতন। অফলাইন গেমের পাশাপাশি তারা অনলাইন গেমও বানাচ্ছে যাতে গেমগুলো আরো জনপ্রিয় হয়ে ওঠে। পারফেক্ট ওয়ার্ল্ড নামের নতুন একটি গেম বের হয়েছে, যা বেশ রেটিং অর্জন করতে সক্ষম হয়েছে।
পারফেক্ট ওয়ার্ল্ড গেমটি বানানো হয়েছে চীনা বা চাইনিজ মিথোলজিকে কেন্দ্র করে। তলোয়ারবাজ, জাদুকর, তীরন্দাজ, তান্ত্রিক, পিশাচ ইত্যাদি নানারকম রূপ থেকে নিজের পছন্দমতো প্লেয়ার সিলেক্ট করে তাকে নিজের মতো করে সাজিয়ে নিয়ে গেম শুরু করতে হবে। ধীরে ধীরে গেমের অগ্রগতির সাথে প্লেয়ারের দক্ষতা ও ক্ষমতা বাড়তে থাকবে। প্লেয়ারকে মোকাবেলা করতে হবে অসংখ্য দৈত্য-দানব, রাক্ষস, পিশাচ, শয়তান জাদুকর, ডাইনি, ভয়ঙ্কর জীবজন্তু ছাড়াও আরো অনেক কিছুর সাথে। গেমারকে বিচরণ করতে হবে কাল্পনিক এক জগতে, যার নাম পাঙ্গু। পাঙ্গু নামের জগৎ সাজানো হয়েছে চাইনিজ সভ্যতা ও তাদের সংস্কৃতির ওপর নির্ভর করে। গেমে জাতি বা ক্লাসের মধ্যে রয়েছে- হিউম্যান (ব্লেডমাস্টার ও উইজার্ড), দ্য আনটেমড (বারবারিয়ান ও ভেনোম্যানসার), উইংড এলভস (আর্চার ও ক্লেরিক), টাইডেবর্ন (এসাসিন ও সাইকিক) এবং আর্থগার্ড (সিকার ও মিস্টিক)।
অনলাইন রোল প্লেয়িং গেমগুলো খেলার জন্য পিসিতে ইনস্টল করে নিতে হবে অন্যান্য গেমের মতো। তারপর গেম সার্ভারে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে গেমের সিরিয়াল কী এন্টার করে। তারপর ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে অনলাইন গেমের জগতে। তারপর নিজের প্লেয়ার বানিয়ে খেলা শুরু করতে হবে। গেম চলাকালীন তা অনলাইনে সেভ হতে থাকবে। বেশিরভাগ গেমই ইন্টারনেট সংযোগ ছাড়া খেলা সম্ভব নয়। পারফেক্ট ওয়ার্ল্ড গেমটি চালানোর জন্য ৮০০ মেগাহার্টজের প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যা্ম, পিক্সেল শেডার ২.০ সাপোর্টেড ১২৮ মেগাবাইটের গ্রাফিক্স কার্ড, ২.৬ গিগাবাইট হার্ডডিস্ক স্পেস এবং মোটামুটি গতিসম্পন্ন ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়বে। গেমটির সিস্টেম রিকোয়ারমেন্ট বেশ কম চাওয়া, তাই গেমটি মাদারবোর্ডের সাথে থাকা বিল্ট-ইন গ্রাফিক্সকার্ডের সাহায্যের অনায়াসে চালানো যাবে। যাদের পিসি তেমন একটা ভালো কনফিগারেশনের নয় এবং ইন্টারনেট স্পিডও বেশি নয় তাদের জন্য এটি আদর্শ অনলাইন রোল প্লেয়িং গেম। অন্য অনলাইন রোল প্লেয়িং গেমগুলো বেশ ভারি, কিন্তু এ গেমটি বেশ হালকা এবং সুন্দর। অনলাইন গেমগুলো একদিক থেকে গেমারদের আনন্দ দিচ্ছে, আবার অন্যদিক থেকে তাদের মাঝে সম্পর্কের সেতু গড়ে দিচ্ছে। তাই সুযোগ পেলে এ ধরনের গেম খেলা উচিত।
কজ ওয়েব