• ভাষা:
  • English
  • বাংলা
হোম > মানডে নাইট কমব্যাট
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১১ - মার্চ
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গেম
তথ্যসূত্র:
গেমের জগৎ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
মানডে নাইট কমব্যাট
অনলাইন প্লে এবং সিঙ্গেল প্লে উভয়ভাবে খেলা যাবে এমন একটি থার্ড পারসন শূটার গেম হচ্ছে মানডে নাইট কমব্যাট। গেমটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে খেলা যাবে। তবে গেমটির মূল স্বাদ পাওয়া যাবে ল্যানে বা অনলাইনে খেলতে পারলে। সিঙ্গেল প্লেয়ারের চেয়ে মাল্টিপ্লেয়ার মোডের দিকেই বেশি জোর দেয়া হয়েছে গেমটিতে। গেমটি ডেভেলপ ও পিসি ভার্সন পাবলিশ করেছে উবের এন্টারটেইনমেন্ট এবং এক্সবক্সের ৩৬০ কনসোলের জন্য গেমটি পাবলিশ করেছে মাইক্রোসফট গেমস স্টুডিওস।

ওয়ারক্রাফট সিরিজের ডাটা বা ডিফেন্স অব দ্য এনসিয়েন্ট গেমটির মতো টাওয়ার ডিফেন্স ধাঁচের গেম খুব কমই আছে। টিম বেজড অ্যাকশন গেমগুলোর মাঝে জনপ্রিয় কিছু হচ্ছে আনরিয়েল টুর্নামেন্ট, কোয়েক, টিম ফোর্ট্রেস ও পোর্টাল। এ দুই ধাঁচের গেম একসাথে মিলিয়ে বানানো হয়েছে মানডে নাইট কমব্যাট- যাতে টাওয়ার ডিফেন্স করতে হবে অত্যাধুনিক অস্ত্র ও ডিফেন্স সিস্টেমের সাহায্যে। এতে দুটি পক্ষ একে অপরের সাথে যুদ্ধ করবে অর্থের জন্য। গেমে দুটি আলাদা মোড রয়েছে। এগুলো হচ্ছে- ক্রসফায়ার ও ব্লিটজ। ক্রসফায়ার মোডে দুটি টিমকে তাদের নির্দিষ্ট মানিবল নামের একটি সুরক্ষিত গোলক পাহারা দিতে হবে। নিজ টিমের মানিবল সুরক্ষিত রেখে অপরপক্ষের গোলক ধ্বংস করাটাই হবে গেমের লক্ষ্য। ব্লিটজ মোডে চারজন একসাথে বা একা মানিবল পাহারা দিতে হবে এবং মোকাবেলা করতে হবে পর্যায়ক্রমে আসতে থাকা বিভিন্ন ধরনের রোবটের সাথে।



প্লেয়ার হিসেবে বেছে নেয়া যাবে ৬টি ক্লাস থেকে একটি। ক্লাসগুলো হচ্ছে- অ্যাসল্ট, ট্যাঙ্ক, সাপোর্ট, গানার, স্নাইপার ও এসাসিন। অ্যাসল্ট ক্লাস হচ্ছে অন্যান্য গেমের স্ট্যান্ডার্ড সোলজারের মতো যাতে অফেন্স, ডিফেন্স ও অ্যাবিলিটির মাঝে সামঞ্জস্য থাকে। ট্যাঙ্ক ও গানার ক্লাস হচ্ছে ভারি অস্ত্র ও গোলাবারুদ ব্যবহারে পটু। সাপোর্ট ক্লাস টিম ফোর্ট্রেস ২ গেমের মেডিক ও ইঞ্জিনিয়ার ক্লাসের মতো, যারা টিমমেটদের হিল বা জীবনীশক্তি দান করতে পারে এবং নষ্ট রোবট ও টারেট ঠিক করতে পারে। স্নাইপার ক্লাস নিয়ে অনেক দূর থেকেই শত্রুকে ঘায়েল করা যাবে এবং সামনাসামনি লড়াই করার ব্যাপারেও তারা পিছিয়ে নেই। এসাসিন ক্লাসের গতি অন্যদের তুলনায় বেশি, তারা অদৃশ্য হয়ে শত্রুপক্ষকে ফাঁকি দিতে পারে এবং সামনাসামনি লড়াইয়ে এরা ভয়ঙ্কর। তবে দূর থেকে সুরিকেন (তারকার মতো চাকতি) দিয়েও তারা শত্রুকে ঘায়েল করতে পারবে।

গেমে শত্রুপক্ষ বা রোবটদের মারতে পারলে কয়েন পাওয়া যাবে যা দিয়ে ব্যাটল এরেনাতে টারেট বসানো যাবে এবং প্লেয়ারের ক্ষমতা আরো বাড়ানো যাবে। কয়েন ছাড়াও পাওয়া যাবে কিছু পাওয়ার-অ্যাপস ও খাবার, যা দিয়ে কিছু বাড়তি ক্ষমতা পাওয়া যাবে ও জীবনীশক্তি বাড়ানো যাবে। গেমে বিভিন্ন ক্যারেক্টারের জন্য অস্ত্রের তালিকায় রয়েছে- অ্যাসল্ট রাইফেল, গ্রেনেড লঞ্চার, জেট ইঞ্জিনগান, লেজার রেইলগান, স্নাইপার রাইফেল, এসএমজি, ফ্ল্যাক গ্রেনেড, স্মোক বম্ব, ট্র্যাপ, হিলগান, শটগান, মিনিগান, মর্টারস, ড্যাগার, সুরিকেন ইত্যাদি।

গেমটি অনলাইনে খেলার জন্য প্লাটফর্ম দিয়েছে স্টিম। গেমটি স্পিট স্ক্রিনে কো-অপ মোডে দুইজন এবং অনলাইন মাল্টিপ্লেয়ার মোডে চারজন একসাথে খেলতে পারবে। গেমটি খেলার জন্য ২ গিগাহার্টজের প্রসেসর, ১ গিগাবাইট র্যা।ম, ৫১২ মেগাবাইট মেমরির পিক্সেল শেডার ৩.০ সমর্থিত গ্রাফিক্স কার্ড (এনভিডিয়া জিফোর্স ৭৮০০ বা এটিআই রাডেওন এক্স১৯০০) এবং ২ গিগাবাইট হার্ডডিস্ক স্পেস। আকারে ছোট হলেও গেমটি খেলে বেশ মজা পাবেন।

কজ ওয়েব
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস