অনেক আগে বিটিভিতে দেখানো হতো টিনেজ মিউটেন্ট নিনজা টারটেলস, মনে আছে কি সবার? সাধারণ কচ্ছপের ছানা থেকে অদ্ভুত এক কেমিক্যালের প্রভাবে জিনগতভাবে পরিবর্তিত হয়ে মানবাকৃতির কচ্ছপ হয়ে ওঠে চার ভাই। যারা নানা রকম যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছিল তাদের সেন্সেই বা শিক্ষক মিউটেটেড ইঁদুর মাস্টার স্প্লিন্টারের ছত্রছায়ায়। চার ভাই চার রকম অস্ত্রে পারদর্শী ও তাদের মধ্যে নেতা হচ্ছে তাদের বড় ভাই লিওনার্দো। ১৯৮৪ সালে প্রথম কমিক আকারে প্রকাশ ঘটে টিনেজ মিউটেন্ট নিনজা টারটেলসের। তার পর দারুণ জনপ্রিয়তার ফলে একে একে বের হতে থাকে কার্টুন, টিভি সিরিজ, গেম ইত্যাদি। ২০০৮ সালে বের হওয়া গেমটি ডেভেলপ ও পাবলিশ করেছে ইউবিসফট। গেমটির নাম সংক্ষেপে রাখা হয়েছে টিএমএনটি (TMNT)।
টারটেলদের চিরশত্রু শ্রেডারকে হারানোর পর যোগ্য নেতার আসন টিকিয়ে রাখার জন্য লিওনার্দো সেন্ট্রাল আমেরিকায় যাত্রা করে মার্শাল আর্টের কৌশল আরো ভালো করে রপ্ত করতে। আর এদিকে বাকি তিন ভাই ভিন্ন ভিন্ন কাজে নিজেদের ব্যস্ত করে তোলে। অহঙ্কারী রাফায়েল হয়ে উঠে শহরের অপরাধ দমনকারী হিরো নাইটওয়াচার, মাইকেল এঞ্জেলো কাজ করে ছোটদের জন্মদিনের অনুষ্ঠানের এন্টারটেইনার হিসেবে এবং ডোনাটেলো টেলিফোন অপারেটরের চাকরি নেয়। লিওনার্দো ফিরে আসার পরে তার সাথে নেতার আসন নিয়ে রাফায়েলের সম্পর্ক খারাপ হয়ে ওঠে। মাস্টার স্প্লিলন্টার তাদের সম্পর্কের যাতে অবনতি না হয়, সেজন্য তাদের মিলে থাকার পরামর্শ দেন। লিওনার্দোকে বলেন ধৈর্য ধরতে আর রাফায়েলকে বলেন তার অহঙ্কার ত্যাগ করতে। হঠাৎ শহরে কিছু অসীম শক্তিশালী ঐতিহাসিক দৈত্য-দানবের আগমন ঘটে। তাদের সাথে তুমুল লড়াই করতে করতে চার ভাই বুঝে নেয় একতাই বল, তাদের কেউই কাউকে ছাড়া সম্পূর্ণ নয়। এতে তাদের মাঝে আবার ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়ে ওঠে। তারপর তারা সবাই মিলে সেই দৈত্যগুলোকে মেরে তারা যে স্থান থেকে এসেছিল সেখানে আবার পাঠিয়ে দেয়।
গেমটিতে রয়েছে ৩২টি লেভেল, ১২টি স্টোরি লেভেল ও ১২টি আনলকেবল চ্যালেঞ্জ লেভেল। গেমটিতে ৫টি চরিত্র নিয়ে খেলার সুবিধা রয়েছে। প্রত্যেক ভাইয়ের জন্য রয়েছে আলাদা মিশন ও মারামারি করার কৌশল। সময় ও পয়েন্ট অর্জনের মাধ্যমে বিচার করে আপনার খেলার মান বিচার করা হবে গ্রেড দেয়ার মাধ্যমে। বারবার একই লেভেলে খেলে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভালো গ্রেড অর্জন করা যাবে। ভালো পয়েন্ট প্রাপ্তির ভিত্তিতে পরের বোনাস লেভেলগুলো আনলক হবে। গেমটি দারুণ সব অ্যাভেঞ্চার ও অ্যাকশনে ভরপুর। কখনো আপনাকে ছেড়ে দেয়া হবে গহীন অরণ্যে, কখনো পাতালে, আবার কখনোবা বাড়ির ছাদে। একেক টারটেল একেক স্টেজে খেলবে। চমৎকার সব অ্যাক্রোবেট স্টাইল ও কম্বো অ্যাকশন খেলার মাঝে এনে দিয়েছে দারুণ উত্তেজনা।
গেমটির গ্রাফিক্স ভালোমানের বলা যায়। প্রত্যেক টারটেলের মডেল খুবই নিখুঁত করা হয়েছে, যাতে তাদের আলাদা করে চেনা যায়। চোখে নীল ফিতা পরিহিত টারটেল লিওনার্দোর অস্ত্র তলোয়ার, লাল ফিতার রাফায়েলের হাতে ছোট ত্রিশূল বা সাই নামক অস্ত্র, কমলা ফিতার মাইকেল এঞ্জেলোর অস্ত্র নানচাকু ও বেগুনি ফিতা পরিহিত ডোনাটেলোর অস্ত্র বো (এক ধরনের লাঠি)। সবাইকে যার যার নিজস্ব বৈশিষ্ট্যদানের পাশাপাশি তাদের গলার স্বরের পার্থক্য করা হয়েছে। গেমটি চালাতে লাগবে ১.৫ গিগাহার্টজের পেন্টিয়াম ৪ মানের প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যা ম, ৬৪ মেগাবাইট মেমরির গ্রাফিক্স কার্ড (পিক্সেল শেডার ২.০ সাপোর্টেড) এবং ১.৬ গিগাবাইট হার্ডডিস্ক
কজ ওয়েব
ফিডব্যাক : shmt_21@yahoo.com