• ভাষা:
  • English
  • বাংলা
হোম > টেস্ট ড্রাইভ আনলিমিটেড ২
লেখক পরিচিতি
লেখকের নাম: সৈয়দ হাসান মাহমুদ
মোট লেখা:১৪৪
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১১ - জুন
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গেম
তথ্যসূত্র:
গেমের জগৎ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
টেস্ট ড্রাইভ আনলিমিটেড ২

সিমুলেশন রেসিং গেমগুলো খেলে বোর হয়ে থাকলে ড্রাইভিং স্যান্ডবক্স টাইপের গেম খেলার সুযোগ নিয়ে এসেছে টেস্ট ড্রাইভ আনলিমিটেড ২। রেসিং গেমগুলোতে নির্দিষ্টসংখ্যক রেস খেলা ছাড়া আর কোনো সাইড মিশন সাধারণত থাকে না। কিন্তু টেস্ট ড্রাইভ নামের গেমে রেস খেলার পাশাপাশি আরো অনেক কাজ করতে হবে। জিটিএ (গ্র্যান্ড থেফট অটো) সিরিজের গেমের সাথে কিছুটা সাদৃশ্য রয়েছে এ গেমের। তবে মারামারি, গোলাগুলি বা লুটপাট করার ব্যবস্থা নেই। গেমটি ডেভেলপ করেছে ইডেন গেমস এবং পাবলিশ করেছে আটারি। গেমটি পূর্ববর্তী গেম টেস্ট ড্রাইভ আনলিমিটেডের সিক্যুয়াল এবং টেস্ট ড্রাইভ সিরিজের দশম গেম। এ সিরিজের কিছু গেমের মধ্যে রয়েছে দ্য ডুয়াল, দ্য প্যাশন, ওভারড্রাইভ, ইভ অব ডেস্ট্রাকশন, অফ-রোড, ওয়াইড ওপেন, লে ম্যানস ২৪ আওয়ারস ইত্যাদি। মূল সিরিজের বাইরেও আরো ৮টি গেম রয়েছে এ সিরিজের ওপর ভিত্তি করে। গেমটি বানাতে ব্যবহার করা হয়েছে ইন-হাউস ইঞ্জিন ও হ্যাভক নামের গেম ইঞ্জিন। গেমটি যখন বাজারে ছাড়া হয়েছিল তখন গেমটিতে অনেক সমস্যা ছিল কিন্তু সম্প্রতি একটি আপডেট প্যাচ দিয়ে সে সমস্যাগুলো দূর করা হয়েছে।



গেমের পটভূমি রচিত হয়েছে ইবিজা ও ওহাউ নামের দুটি দ্বীপকে ঘিরে। স্যাটেলাইট ইমেজকে ভিত্তি করে এলাকার দুটির ম্যাপ নিখুঁতভাবে বানানো হয়েছে, যা প্রায় ৩০০০ কিলোমিটার বিস্তৃত। গেমের শুরুতেই বেছে নিতে হবে গেমিং ক্যারেক্টার। তাকে দিয়েই শুরু হবে গেমের যাত্রা। মোট কথা, গেম ক্যারেক্টারের ড্রাইভিং ক্যারিয়ার নিয়েই গড়ে উঠেছে গেমের কাহিনী। গেমটিতে গেমারের লেভেল ৬৩ পর্যন্ত উন্নীত করা যাবে। তবে যারা TDU2 Casino Online DLC/Pre-order Bonus ভার্সনটি অর্ডার করেছেন তারা ১০ লেভেল বাড়তি পাবেন। পয়েন্ট অর্জন করে লেভেল উন্নীত করার ও গেমটি সম্পন্ন করার ব্যাপারটি চারটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে কম্পিটিশন, যাতে লাইসেন্স পেয়ে, রেস খেলে এবং চ্যালেঞ্জ স্বীকার করে পয়েন্ট অর্জন করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে সোশ্যাল, এখানে বন্ধুর সংখ্যা বাড়াতে হবে, রেসিং ক্লাবে জয়েন করতে হবে ও বন্ধুদের সাথে রেস খেলতে হবে। তৃতীয়টি হচ্ছে ডিসকভারি। এ অপশনে শহরের সব রাস্তা এক্সপ্লোর করতে হবে, নির্দিষ্ট স্থানগুলোর ছবি তুলতে হবে ও দুর্ঘটনাকবলিত স্থানগুলো খুঁজে বের করতে হবে। শেষ অপশনটি হচ্ছে কালেকশন, এতে নানা ধরনের গাড়ি কিনে গ্যারেজ সাজাতে হবে, রেসের টাকা দিয়ে রাজকীয় বাড়ি কিনতে হবে, ফার্নিচার কিনে ঘর সাজাতে হবে ও পোশাক-আশাকসহ আরো নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনতে হবে। গেমে স্টান্ট দেখাতে হবে, ডিফ্রট, ড্রাফট, জাম্প ইত্যাদি অনেক কিছু করে এক্সট্রা পয়েন্ট অর্জন করতে হবে। ট্রাফিক ভায়োলেশন করলে পুলিশ তাড়া করবে, তাই সাবধানে গাড়ি চালাতে হবে। গেমটিতে জিটিএ, সিমস ও মিডনাইট ক্লাব রেসার গেমগুলোর আভা রয়েছে। তাই গেমটি হয়ে উঠেছে ব্যতিক্রমধর্মী রেসিং গেম। গেমটি মাল্টিপ্লেয়ার মোডেও খেলার ব্যবস্থা রয়েছে। আবহাওয়ার পরিবর্তন, দিন-রাতের অদলবদল, গেমের পরিবেশ, ভেহিকেল ড্যামেজ সবকিছুই বেশ সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে গেমটিতে।

গেমের গ্রাফিক্স বেশ ভালো, তবে কন্ট্রোলিং মোটামুটি। গেমপ্লে আলাদা ধরনের, তাই বেশ ভালোই লাগবে সবার। গেমটি ভালোভাবে চালাতে লাগবে কোর টু ডুয়ো ২.২ গিগাহার্টজের প্রসেসর, ২ গিগাবাইট র্যাচম, ১৪ গিগাবাইট হার্ডডিস্ক স্পেস, পিক্সেল শেডার ৩.০ সাপোর্টেড গ্রাফিক্স কার্ড (এনভিডিয়া জিফোর্স ৮৮০০ বা এটিআই রাডেওন এইচডি ৩৮৭০)।

কজ ওয়েব

ফিডব্যাক : shmt_21@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস