রেসিং গেমের জগতে এনএফএস বা নিড ফর স্পিড সিরিজ বরাবরের মতো জনপ্রিয়। মাঝখানে দুয়েকটি সমালোচিত গেম ছাড়া সিরিজের বাকি গেমগুলো বেশ ভালোভাবেই গ্রহণ করেছে গেমাররা। ইলেকট্রনিক আর্টসের নিড ফর স্পিডের সাথে টেক্কা দেয়ার জন্য আরেকটি প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়িয়েছে, যার নাম কোডমাস্টারস। কোডমাস্টারের ডেভেলপ করা গেমগুলোতে রয়েছে প্রণবন্ততা ও বাস্তবধর্মী গেমপ্লে, যা অন্যান্য গেমে খুব কমই দেখা যায়। তবে এনএফএস সিরিজের নতুন গেমগুলোর মধ্যে এখন দেখা যাচ্ছে এ ধরনের গেমপ্লে। কলিন ম্যাকরে ডার্ট সিরিজের তৃতীয় সংযোজন হিসেবে যোগ হয়েছে ডার্ট ৩। গেমটি র্যাডলি রেস ধাঁচের গেম। নিড ফর স্পিড সিরিজের শিফট ও শিফট ২ গেমের মতোই একটি গেম। তবে গেম সিরিজ দুটির মাঝে বেশ তফাৎ রয়েছে। রিয়ালিটি বেইজড রেসিং গেমগুলো বানানো হয় প্রফেশনাল রেসিং গেমারদের জন্য, তাই তাতে গেম কন্ট্রোলিং কিছুটা কঠিন হয়ে থাকে। রেসিং গেমের জগতে যারা নতুন তাদের কাছে এ ধরনের গেমগুলো একটি কঠিন মনে হতে পারে। তবে তারা যাতে এ গেমগুলো খেলতে পারে সেজন্য কিছু বিশেষ ব্যবস্থা রাখা হয় এ ধরনের গেমগুলোতে। গাড়ি চালনা সহজ করার লক্ষ্যে অটোমেটিক ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট যোগ করা হয় গেমগুলোতে। ডার্ট ৩ গেমটি ডেভেলপ ও পাবলিশ করেছে কোডমাস্টারস এবং তা প্লেস্টেশন ৩, এক্সবক্স ৩৬০ ও উইন্ডোজ প্লাটফর্মের জন্য অবমুক্ত করা হয়েছে। গেমটি বানাতে ব্যবহার করা হয়েছে ইগো ইঞ্জিন ২.০ ভার্সন।
নতুন এ গেমে যোগ করা হয়েছে আরো নতুন গাড়ি, লোকেশন, রাস্তা এবং ইভেন্ট, যা অন্যান্য গেমের চেয়ে বেশ আকর্ষণীয়। গেমে প্রায় ৫০টির মতো র্যা লি কার ব্যবহার করা হয়েছে। শুধু একটি নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে নয়, পৃথিবীর বিভিন্ন দেশের নামকরা সব রেসিং ট্র্যাকে অংশগ্রহণ করতে হবে গেমারকে। গেমারের রেপুটেশন অনুযায়ী সে বিভিন্ন কোম্পানির স্পন্সর পাবে এবং সাথে নতুন গাড়ি। রেস খেলার মাধ্যমে প্রফেশনাল রেসিং ড্রাইভারদের মধ্যে শীর্ষের দিকে নিজের স্থান দখল করে নিতে হবে। টেস্ট ড্রাইভ আনলিমিটেড নামের গেমে রেস ড্রাইভার হিসেবে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে হবে আর এখানে প্রফেশনাল রেসারদের সাথে লড়াই করে নিজেকে সেরাদের সেরা হিসেবে প্রমাণ করতে হবে। গেমে বেশ কিছু ট্রিকস দেখিয়ে অর্জন করতে হবে পয়েন্ট, যার ভিত্তিতে টানা হবে ফলাফল। নানা রকমের ইভেন্ট যোগ করা হয়েছে গেমটিতে, যার মধ্যে পুরনো ডার্ট ২ গেমের ইভেন্টসহ আরো নতুন কিছু ইভেন্ট রয়েছে। গেমে পুরনো গেম থেকে ফ্ল্যাশব্যাক অপশন আবার যোগ করা হয়েছে, যা গেমের একটি অসাধারণ বৈশিষ্ট্য। ফ্ল্যাশব্যাক অপশনটি রিওয়াইন অপশনের মতো, যাতে গেমে ভুল করলে তা কিছুটা পিছিয়ে নিয়ে আবার শুরু করা যায়।
গেমটি বিভিন্ন গেম সমালোচক ও গেমিং সাইটের চোখে বেশ ভালো রেটিং প্রাপ্ত গেম। প্রফেশনাল গেমারদের দক্ষতা যাচাইয়ের জন্য মাল্টিপ্লেয়ার অপশনও রাখা হয়েছে গেমে, যা দিয়ে বিশ্বের নামকরা রেসিং গেমারদের সাথে রেস খেলে নিজের দক্ষতা যাচাই করে নেয়া যাবে। গেমটি চালাতে লাগবে ইন্টেল পেন্টিয়াম ডি ২.৮ গিগাহার্টজ প্রসেসর, ২ গিগাবাইট র্যা ম, ১৫ গিগাবাইট হার্ডডিস্ক স্পেস ও পিক্সেল শেডার ৩.০ সাপোর্টেড ২৫৬০ মেগাবাইট মেমরির গ্রাফিক্স কার্ড (এটিআই রাডেওন এইচডি ২০০০ সিরিজ বা এনভিডিয়া জিফোর্স ৮০০০ সিরিজ)। একেবারে নতুন গেমারদের উপযোগী করে না বানানো হলেও গেমটি খেলতে নতুনরাও মজা পাবেন
কজ ওয়েব
ফিডব্যাক : shmt_21@yahoo.com