• ভাষা:
  • English
  • বাংলা
হোম > উইন্ডোজ ১০-এর কিছু টিপ
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৭ - আগস্ট
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
সফটওয়্যার
তথ্যসূত্র:
সফটওয়্যারের কারুকাজ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
উইন্ডোজ ১০-এর কিছু টিপ
উইন্ডোজ ১০-এর কিছু টিপ
রিস্টার্ট ছাড়া অটোমেটিক আপডেট
বাইডিফল্ট কিছু উইন্ডোজ আপডেট স্বয়ংক্রিয়ভাবে আপনার কমপিউটারকে রিস্টার্ট করবে আপডেট ইনস্টলেশন সম্পন্ন করার জন্য। এ কাজ নিজে নিজেই করার জন্য মনোনিবেশ করুন Start → Settings → Updates and Security → Windows Update → Advanced Options-এ।
এবার Choose how updates are installed-এর অন্তর্গত পুলডাউন মেনুতে Notify to schedule restart অপশন সিলেক্ট করুন।
সিডিউল রিস্টার্ট
বাধাহীনভাবেকাজকরতেচাইলেআপনিউইন্ডোজ ১০-কে পরেআপডেটঅ্যাপ্লাইকরারজন্য বলতেপারেন,যারজন্য দরকাররিস্টার্ট করা। এ জন্য Start → Settings → Updates & security-এ মনোনিবেশকরুন।
যদি আপনারআপডেটমুলতবিতথা পেন্ডিং থাকে, তাহলেরিবুটকেশিডিউলকরতেপারেনSelect a restart timeরেডিওসিলেক্ট করার পর।
নেটওয়ার্ক জুড়ে স্ট্রিম মিডিয়া
নেটওয়ার্ক জুড়ে স্ট্রিম মিডিয়া পেতেচাইলেControl Panel → Network and Internet → Network and Sharing Center-এ অ্যাক্সেস করেChange advance sharing settings-এ ক্লিককরুন।এরপরAll Network সেকশনেগিয়েChoose media streaming optionsলিঙ্কে ক্লিককরেমিডিয়া শেয়ারিংঅপশনসক্রিয়করুন।
স্টার্ট স্ক্রিনেসুইচকরা
যদি আপনি স্টার্ট মেনুতেঅনেক বেশিআইটেমপিনকরতেচান, তাহলেসম্পূর্ণ স্ক্রিনজুড়েএটিবিসত্মৃত করতেপারবেন। এ জন্য মনোনিবেশকরুনStart → Settings →Personalisation→ Start-এএবংUse full-screen Start when in the desktopঅপশন টোগালকরুন।
সবচেয়ে বেশিব্যবহারহওয়া সেটিংপিনকরা
ইচ্ছে করলেআপনিশর্টকাট, ফাইল ও ফোল্ডার স্টার্ট মেনুতেপিনকরতেপারবেন।এজন্য কাঙিক্ষতআইটেমেডানক্লিককরেসিলেক্ট করুন Pin to Startঅপশন।এটিতাৎক্ষণিকভাবে স্টার্ট মেনুরডানপ্রামেত্মআইটেমপিনকরবে।
কন্টাক্ট সাপোর্ট
যদি উইন্ডোজঅ্যাপ সেটআপকরতেআপনারসহায়তা দরকারহয়অথবা কোনোইস্যুরমুখোমুখিহন, তাহলেStart → All apps menu-এরঅন্তর্গতকন্টাক্ট সাপোর্ট (Contact Support) অ্যাপব্যবহারকরতেপারেন।এ অ্যাপকমিউনিটি ফোরামেআপনার টেকনিক্যালসমস্যারসংশ্লিষ্টবিষয়খুঁজে পেতেসহায়তাকরবে।
মাহবুব-উর-রহমান
ইকবাল রোড, ঢাকা
ইন্টারনেটব্রাউজারটিপ
ইন্টারনেটব্রাউজারেরসাথে ব্যবহারকরাযায়এমনকিছুকিবোর্ড নিচেতুলেধরাহয়েছে-
• Alt+DবাCtrl+Lচাপুনঅ্যাড্রেসবারের ভেতরেকার্সরমুভকরানোরজন্য।
• Ctrl key চেপেধরে + বা- কীচাপুন টেক্সটেরসাইজবাড়ানোবাকমানোরজন্য।Ctrl+0চাপুন টেক্সট রিসেটকরারজন্য।
• Backspace keyঅথবাAlt key + left arrowকীচাপুন এক পেজ পেছনেফিরেযাওয়ারজন্য।
• F5চাপুনঅথবাCtrl+Rওয়েব পেজরিফ্রেশবারিলোডকরারজন্য।
• F11চাপুনইন্টারনেটব্রাউজারস্ক্রিনকেফুলস্ক্রিনকরানোরজন্য।আবারF11চাপুননরমালভিউতেফিরেআসারজন্য।
• Ctrl+Bচাপুনআপনারইন্টারনেটবুকমার্কসওপেনকরারজন্য।
• Ctrl+Fচাপুনফাইন্ড বক্স ওপেনকরারজন্য, ওয়েব পেজেরমধ্যে টেক্সট খোঁজকরতে।
• Ctrl+T চাপুনএকটিনতুন বস্ন্যাঙ্ক পেজওপেনকরারজন্য।
• Ctrl+Enter চাপুনসম্পূর্ণ ওয়েবঅ্যাড্রেসপূর্ণ করারজন্য। যেমন-comjagat.comটাইপকরেCtrl+Enterচাপলেhttps://www.comjagat.comহবে।
• যদিআপনিঅনলাইন ফরম, ই-মেইলবাঅন্যান্য টেক্সট ফিল্ডপূর্ণ করেন, তাহলে খুব সহজেইফিল্ডগুলোরমাঝেমুভকরতেপারবেনTabকী চেপেঅথবাShift+Tabকী চেপে এক ফিল্ড পেছনেমুভকরতেপারবেন।
আবদুল জববার
মিরপুর, ঢাকা

মাইক্রোসফট ওয়ার্ডের কিছু টিপ
ওয়ার্ডে বিল্টইন ক্যালকুলেটর ব্যবহার করা
ক্যুইকঅ্যাক্সেস টুলবার মেনু (উপরেবামপ্রামেত্ম) ওপেনকরে বেছেনিনMore Commandsও All CommandsএবংCalculateঅপশন যুক্ত করুন। এ অপশনটি বেছেনিনক্যুইকঅ্যাক্সেস লিস্ট থেকে।এরফলেযখনই কোনো যোগ অঙ্কহাইলাইটকরাহবে (যেমন-=2+ 2) তখনফলাফলপ্রদর্শিতহবে স্ট্যাটাসবারে।
একসাথে সম্পূর্ণ ওয়ার্ড ডিলিটকরা
কোনোওয়ার্ড ডিলিটকরারকাজটিখুবইপ্রাথমিক এক কাজ। এ ক্ষেত্রে টেক্সট ডিলিটকরারজন্য আপনাকেকিবোর্ডে চাপতেহবেনা। এ ক্ষেত্রেসম্পূর্ণ ওয়ার্ড ডিলিটকরারজন্য CTRLচেপেBackspaceচাপুনসম্পূর্ণ ওয়ার্ড ডিলিটকরারজন্য।
নিজস্ব অটোকারেক্ট রুল
ওয়ার্ডে অটোকারেক্ট রুল খুব সহায়ক ওব্যাহতকরহতেপারে।তাইআপনি সেটকরতেপারেননিজস্ব রুলবানিয়ম।নিজস্ব নিয়ম সেটকরারজন্যFileওপেনকরেOptionsওপেনকরুন। এরপরProofingট্যাবওপেনকরেAutoCorrect Options-এ ক্লিককরুন। এবারআপনি সেটকরতেপারবেন টেক্সট সিণপটকরারজন্য নিজস্ব অটোরিপ্লেস।
সেনট্যান্স কেস পরিবর্তনকরা
ওয়ার্ডে কিছু টেক্সট সিলেক্ট করুনএবংShift+F3চাপুনসিলেক্ট করা টেক্সটের কেস দ্রম্নতপরিবর্তনকরারজন্য।এটি টোগালকরবেআপার কেস, লোয়ার কেস ওক্যামেল কেসের(প্রথম লেটারক্যাপিটাল) মধ্যে।এটি খুব সহায়কভূমিকারাখতেপারবে,যদি টাইপকরারসময়ভুলকরেক্যাপসলককরে থাকেন।
আববাস উদ্দিন
লালবাগ, ঢাকা

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
২০১৭ - আগস্ট সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস