লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
তথ্যসূত্র:
সফটওয়্যারের কারুকাজ
উইন্ডোজ ১০-এর কিছু টিপ
উইন্ডোজ ১০-এর কিছু টিপ
রিস্টার্ট ছাড়া অটোমেটিক আপডেট
বাইডিফল্ট কিছু উইন্ডোজ আপডেট স্বয়ংক্রিয়ভাবে আপনার কমপিউটারকে রিস্টার্ট করবে আপডেট ইনস্টলেশন সম্পন্ন করার জন্য। এ কাজ নিজে নিজেই করার জন্য মনোনিবেশ করুন Start → Settings → Updates and Security → Windows Update → Advanced Options-এ।
এবার Choose how updates are installed-এর অন্তর্গত পুলডাউন মেনুতে Notify to schedule restart অপশন সিলেক্ট করুন।
সিডিউল রিস্টার্ট
বাধাহীনভাবেকাজকরতেচাইলেআপনিউইন্ডোজ ১০-কে পরেআপডেটঅ্যাপ্লাইকরারজন্য বলতেপারেন,যারজন্য দরকাররিস্টার্ট করা। এ জন্য Start → Settings → Updates & security-এ মনোনিবেশকরুন।
যদি আপনারআপডেটমুলতবিতথা পেন্ডিং থাকে, তাহলেরিবুটকেশিডিউলকরতেপারেনSelect a restart timeরেডিওসিলেক্ট করার পর।
নেটওয়ার্ক জুড়ে স্ট্রিম মিডিয়া
নেটওয়ার্ক জুড়ে স্ট্রিম মিডিয়া পেতেচাইলেControl Panel → Network and Internet → Network and Sharing Center-এ অ্যাক্সেস করেChange advance sharing settings-এ ক্লিককরুন।এরপরAll Network সেকশনেগিয়েChoose media streaming optionsলিঙ্কে ক্লিককরেমিডিয়া শেয়ারিংঅপশনসক্রিয়করুন।
স্টার্ট স্ক্রিনেসুইচকরা
যদি আপনি স্টার্ট মেনুতেঅনেক বেশিআইটেমপিনকরতেচান, তাহলেসম্পূর্ণ স্ক্রিনজুড়েএটিবিসত্মৃত করতেপারবেন। এ জন্য মনোনিবেশকরুনStart → Settings →Personalisation→ Start-এএবংUse full-screen Start when in the desktopঅপশন টোগালকরুন।
সবচেয়ে বেশিব্যবহারহওয়া সেটিংপিনকরা
ইচ্ছে করলেআপনিশর্টকাট, ফাইল ও ফোল্ডার স্টার্ট মেনুতেপিনকরতেপারবেন।এজন্য কাঙিক্ষতআইটেমেডানক্লিককরেসিলেক্ট করুন Pin to Startঅপশন।এটিতাৎক্ষণিকভাবে স্টার্ট মেনুরডানপ্রামেত্মআইটেমপিনকরবে।
কন্টাক্ট সাপোর্ট
যদি উইন্ডোজঅ্যাপ সেটআপকরতেআপনারসহায়তা দরকারহয়অথবা কোনোইস্যুরমুখোমুখিহন, তাহলেStart → All apps menu-এরঅন্তর্গতকন্টাক্ট সাপোর্ট (Contact Support) অ্যাপব্যবহারকরতেপারেন।এ অ্যাপকমিউনিটি ফোরামেআপনার টেকনিক্যালসমস্যারসংশ্লিষ্টবিষয়খুঁজে পেতেসহায়তাকরবে।
মাহবুব-উর-রহমান
ইকবাল রোড, ঢাকা
ইন্টারনেটব্রাউজারটিপ
ইন্টারনেটব্রাউজারেরসাথে ব্যবহারকরাযায়এমনকিছুকিবোর্ড নিচেতুলেধরাহয়েছে-
• Alt+DবাCtrl+Lচাপুনঅ্যাড্রেসবারের ভেতরেকার্সরমুভকরানোরজন্য।
• Ctrl key চেপেধরে + বা- কীচাপুন টেক্সটেরসাইজবাড়ানোবাকমানোরজন্য।Ctrl+0চাপুন টেক্সট রিসেটকরারজন্য।
• Backspace keyঅথবাAlt key + left arrowকীচাপুন এক পেজ পেছনেফিরেযাওয়ারজন্য।
• F5চাপুনঅথবাCtrl+Rওয়েব পেজরিফ্রেশবারিলোডকরারজন্য।
• F11চাপুনইন্টারনেটব্রাউজারস্ক্রিনকেফুলস্ক্রিনকরানোরজন্য।আবারF11চাপুননরমালভিউতেফিরেআসারজন্য।
• Ctrl+Bচাপুনআপনারইন্টারনেটবুকমার্কসওপেনকরারজন্য।
• Ctrl+Fচাপুনফাইন্ড বক্স ওপেনকরারজন্য, ওয়েব পেজেরমধ্যে টেক্সট খোঁজকরতে।
• Ctrl+T চাপুনএকটিনতুন বস্ন্যাঙ্ক পেজওপেনকরারজন্য।
• Ctrl+Enter চাপুনসম্পূর্ণ ওয়েবঅ্যাড্রেসপূর্ণ করারজন্য। যেমন-comjagat.comটাইপকরেCtrl+Enterচাপলেhttps://www.comjagat.comহবে।
• যদিআপনিঅনলাইন ফরম, ই-মেইলবাঅন্যান্য টেক্সট ফিল্ডপূর্ণ করেন, তাহলে খুব সহজেইফিল্ডগুলোরমাঝেমুভকরতেপারবেনTabকী চেপেঅথবাShift+Tabকী চেপে এক ফিল্ড পেছনেমুভকরতেপারবেন।
আবদুল জববার
মিরপুর, ঢাকা
মাইক্রোসফট ওয়ার্ডের কিছু টিপ
ওয়ার্ডে বিল্টইন ক্যালকুলেটর ব্যবহার করা
ক্যুইকঅ্যাক্সেস টুলবার মেনু (উপরেবামপ্রামেত্ম) ওপেনকরে বেছেনিনMore Commandsও All CommandsএবংCalculateঅপশন যুক্ত করুন। এ অপশনটি বেছেনিনক্যুইকঅ্যাক্সেস লিস্ট থেকে।এরফলেযখনই কোনো যোগ অঙ্কহাইলাইটকরাহবে (যেমন-=2+ 2) তখনফলাফলপ্রদর্শিতহবে স্ট্যাটাসবারে।
একসাথে সম্পূর্ণ ওয়ার্ড ডিলিটকরা
কোনোওয়ার্ড ডিলিটকরারকাজটিখুবইপ্রাথমিক এক কাজ। এ ক্ষেত্রে টেক্সট ডিলিটকরারজন্য আপনাকেকিবোর্ডে চাপতেহবেনা। এ ক্ষেত্রেসম্পূর্ণ ওয়ার্ড ডিলিটকরারজন্য CTRLচেপেBackspaceচাপুনসম্পূর্ণ ওয়ার্ড ডিলিটকরারজন্য।
নিজস্ব অটোকারেক্ট রুল
ওয়ার্ডে অটোকারেক্ট রুল খুব সহায়ক ওব্যাহতকরহতেপারে।তাইআপনি সেটকরতেপারেননিজস্ব রুলবানিয়ম।নিজস্ব নিয়ম সেটকরারজন্যFileওপেনকরেOptionsওপেনকরুন। এরপরProofingট্যাবওপেনকরেAutoCorrect Options-এ ক্লিককরুন। এবারআপনি সেটকরতেপারবেন টেক্সট সিণপটকরারজন্য নিজস্ব অটোরিপ্লেস।
সেনট্যান্স কেস পরিবর্তনকরা
ওয়ার্ডে কিছু টেক্সট সিলেক্ট করুনএবংShift+F3চাপুনসিলেক্ট করা টেক্সটের কেস দ্রম্নতপরিবর্তনকরারজন্য।এটি টোগালকরবেআপার কেস, লোয়ার কেস ওক্যামেল কেসের(প্রথম লেটারক্যাপিটাল) মধ্যে।এটি খুব সহায়কভূমিকারাখতেপারবে,যদি টাইপকরারসময়ভুলকরেক্যাপসলককরে থাকেন।
আববাস উদ্দিন
লালবাগ, ঢাকা