• ভাষা:
  • English
  • বাংলা
হোম > আগস্টে হঠাৎ ব্যাপক পতন মোবাইল ফিন্যান্স সার্ভিসের লেনদেনে
লেখক পরিচিতি
লেখকের নাম: গোলাপ মুনীর
মোট লেখা:২৩৩
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০২০ - অক্টোবর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
মোবাইল
তথ্যসূত্র:
রির্পোট
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
আগস্টে হঠাৎ ব্যাপক পতন মোবাইল ফিন্যান্স সার্ভিসের লেনদেনে
আগস্টে হঠাৎ ব্যাপক পতন মোবাইল ফিন্যান্স সার্ভিসের লেনদেনে
গোলাপ মুনীর

গত আগস্টে হঠাৎ করে দেশে মোবাইল ফিন্যান্সিং সার্ভিসের
(এমএফএস) মাধ্যমে লেনদেনের পরিমাণ ব্যাপকভাবে কমে
যায়। জানা যায়, আগস্টে এমএফএস প্রোভাইডারদের মাধ্যমে
মোট লেনদেনের পরিমাণ ছিল ৪১ হাজার ৪০৩ কোটি টাকা। এর
আগের মাস জুলাইয়ে এই লেনদেনের পরিমাণ ছিল ৬২ হাজার ৯৯৯
কোটি টাকা।

মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (এমএফএস) প্ল্যাটফরমের মাধ্যমে
লেনদেন চলতি বছরের সর্বোচ্চ পর্যয়ে পৌঁছে গত জুলাইয়ে; আর এই
লেনদেনের পরিমাণ আগের মাসের
তুলনায় ৩৪ শতাংশ কমে যায় গত
আগস্টে।

বাজার-সংশ্লিষ্টরা বলছেন,
আগস্ট মাসের লেনদেনে এই
পতন খুবই স্বাভাবিক। জুলাই মাসে
লেনদেন বেড়ে যাওয়ার কারণ ছিল
ঈদুল আজহার উৎসব। এবারের
ঈদুল আজহা পালিত হয় গত ১
আগস্টে। এর ফলে জুলাইয়ে
বেতন-ভাতা পরিশোধের হার বেড়ে
যায়। ঈদের কারণে সেই সাথে
বেড়ে যায় পোশাক-শ্রমিকদের
বেতন-ভাতা দেয়ার পরিমাণও। তা
ছাড়া সরকার কভিড-১৯ উপলক্ষে
বিভিনড়ব প্রণোদনা প্যাকেজ ঘোষণা
করে, যা পরিশোধ করা হয় প্রধানত
এই জুলাই মাসেই। ফলে গত

জুলাইয়ে এমএফএসের মাধ্যমে লেনদেনে পূর্ববর্তী বছরের একই
মাসের তুলনায় ৬৮.১ শতাংশ ও এ বছরের পূর্ববর্তী জুন মাসের
তুলনায় ৪০.৫ শতাংশ বেড়ে যায়। এবারের আগস্টে জুলাইয়ের
তুলনায় এই লেনদেন ব্যাপক কমে গেলেও গত বছরের আগস্টের
তুলনায় ১৬.৫৮ শতাংশ বেড়েছে।
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটির সহায়ক ভিডিও
২০২০ - অক্টোবর সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস
অনুরূপ লেখা