চীন এর তথ্যপ্রযুক্তি উনড়বয়নের সড়ক পথে এগিয়ে যাচ্ছে সদর্পে।
দেশটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) তথা কৃত্রিম
বুদ্ধিমত্তার ক্ষেত্রে প্র ম গ্লোবাল সুপার পাওয়ার হয়ে উঠতে যাচ্ছে।
চীনের রয়েছে বিশ্বের সবচেয়ে উচ্চাকাক্সক্ষী এআই স্ট্র্যাটেজি বা নীতি-
কৌশল। এই নীতি-কৌশল বাস্তবায়নে চীন বিশ্বব্যাপী জোগান দিচ্ছে
অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি পরিমাণ অর্থ। একটি বিশ্বসেরা
এআই ইকোসিস্টেম গড়ে তুলতে বিশ্বের বৃহত্তম ডাটার সম্মিলন
ঘটাচ্ছে মেধাবীজন, বিভিনড়ব কোম্পানি, গবেষণা ও মূলধনের সাহায্যে।
ন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্ট্র্যাটেজি
২০১৭ সালে গণপ্রজাতন্ত্রী চীনের ‘স্টেট কাউন্সিল’ প্রকাশ করে
একটি ‘আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্ট প্ল্যান’। এই স্ট্র্যাটেজি
হচ্ছে এর বৃহত্তর জাতীয় ‘মেইড ইন চীনা ২০২৫’ পরিকল্পনার একটি
অংশ। এর সংশ্লিষ্টতা রয়েছে নয়া (ডিজিটাল) সিল্ক রোড়ের সাথেও।
এসব পরিকল্পনার মাধ্যমে চীনের লক্ষ্য হচ্ছে বিশ্বের বৃহত্তম ইকোনমিক
সুপার পাওয়ার তথা ‘অথর্ ৈনতিক পরাশক্তি হয়ে ওঠা। সেই সাথে চীনা
জনগণের জন্য পর্যাপ্ত সমৃদ্ধি এনে দেয়া, যাতে দেশে একটি স্থিতিশীল
রাজনৈতিক ব্যবস্থা কায়েম করা যায়। অধিকন্তু, চীন এর মাধ্যমে তার
অর্থনৈতিক, সামরিক ও ক‚টনৈতিক স্বার্থ নিরাপদ করে তুলছে।