• ভাষা:
  • English
  • বাংলা
হোম > বাংলাদেশের সাইবার থ্রেট রিপোর্টে ১৫টি সেরা হুমকি চিহ্নিত
লেখক পরিচিতি
লেখকের নাম: গোলাপ মুনীর
মোট লেখা:২৩৩
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০২১ - জানুয়ারী
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
সাইবার সন্ত্রাস
তথ্যসূত্র:
প্রচ্ছদ প্রতিবেদন ২
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
বাংলাদেশের সাইবার থ্রেট রিপোর্টে ১৫টি সেরা হুমকি চিহ্নিত
বাংলাদেশের সাইবার থ্রেট রিপোর্টে ১৫টি সেরা হুমকি চিহ্নিত

গোলাপ মুনীর

তথ্যপ্রযুক্তির এই যুগে সাইবার হুমকি প্রাযুক্তিক অগ্রগতির পথে বড় ধরনের এক বাধা। সময়ের সাথে আমরা মুখোমুখি হচ্ছি নতুন নতুন সাইবার হুমকির। পুরনো হুমকিগুলোও আরো জোরালো হচ্ছে। এসব মোকাবেলা করেই আমাদের হাঁটতে হচ্ছে প্রযুক্তির সড়কপথে। তবে এসব সাইবার হুমকির গতি-প্রকৃতি আর প্রবণতা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হচ্ছে। সে লক্ষ্যেই বিশ্বজুড়ে প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে সাইবার হুমকি সম্পর্কিত নানা রিপোর্ট। বাংলাদেশ গভর্নমেন্ট কমপিউটার ইনসিডেন্টস রেসপন্স টিম (ইএউ ব-এঙঠ ঈওজঞ) প্রতি বছর গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোগুলো থেকে নেয়া তথ্য সংগ্রহ করে প্রকাশ করে ‘বাংলাদেশ সাইবার থ্রেট ল্যান্ডস্কেপ রিপোর্ট’। ২০২০ সালের জন্য এই রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে। এতে বাংলাদেশে সেরা ১৫টি সাইবার হুমকি চিহ্নিত করা হয়েছে। এসব নিয়েই বক্ষমাণ এই প্রতিবেদন।

সাইবার হামলার হুমকি একটি ক্রমবর্ধমান ঝুঁকি এবং সময়ের সাথে এটি বেড়েই চলেছে। আমরা নতুন নতুন হুমকির মুখোমুখি হচ্ছি প্রতিনিয়ত। পুরনো হুমকিগুলোর নিয়মিত বিস্তারও থেমে নেই। হ্যাকিং এখন একটি সেবায় রূপান্তরিত। নকল স্ক্রিপ্ট তৈরির জন্য পাওয়া যাচ্ছে নতুন নতুন মেশিন। এর ফলে একজন নবিশের কাছেও খুলে গেছে সাইবার হামলার পথ। যেহেতু আজ আমরা বসবাস করছি বিশ্বায়নের যুগে, তাই এই বিকাশমান সাইবার হুমকির প্রভাব পড়েছে আমাদের এই বাংলাদেশেও।

বাংলাদেশ গভর্নমেন্ট কমপিউটার ইনসিডেন্টস রেসপন্স টিম (BGD e-GOV CIRT) প্রতি বছর গুরুত্বপূর্ণ তথ্য অবকাঠামোগুলো থেকে নেয়া তথ্য সংগ্রহ করে প্রকাশ করে ‘বাংলাদেশ সাইবার থ্রেট ল্যান্ডস্কেপ রিপোর্ট’। ২০২০ সালের জন্য এই রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে। তবে এ বছরের এই রিপোর্ট কিছুটা আলাদা ধরনের। এ বছর তথ্য সংগ্রহ করা হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামোসহ সরকারি সংস্থা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী সংস্থা শিল্প প্রতিষ্ঠান এবং অ্যাকাডেমিয়া থেকে। দেশব্যাপী আসলেই এ ধরনের রিপোর্ট প্রকাশের প্রয়োজন দেখা দিয়েছে সাইবার নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য। সাইবার হুমকি সফলভাবে মোকাবেলা করার জন্য এ ধরনের রিপোর্ট প্রণয়নের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না। প্রতি বছর ঊঘওঝঅ (ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর নেটওয়ার্ক অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি)এর মতো অনেক আন্তর্জাতিক সংগঠন ও সেই সাথে ইন্ডাস্ট্রি সার্ভিস প্রোভাইডারেরা প্রকাশ করে প্রচুর সাইবার থ্রেট ল্যান্ডস্কেপ। তা সত্তে¡ও প্রতিটি দেশের রয়েছে নিজস্ব অস্বাভাবিকতা। সে কারণে প্রত্যেক দেশের জন্য যথাযথ সাইবার নিরাপত্তা সক্ষমতা গড়ে তোলার জন্য প্রয়োজন স্থানীয় তথ্যভিত্তিক সাইবার থ্রেট ল্যান্ডস্কেপ। সে তাগিদ থেকেই ¯ ’ স্থানীয় তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হলো ২০২০ সালের এই সাইবার থ্রেট ল্যান্ডস্কেপ রিপোর্ট। বাংলাদেশের এই জাতীয় সাইবার থ্রেট রিপোর্টে বর্ণিত হয়েছে বাংলাদেশের প্রধান প্রধান সাইবার
থ্রেটগুলো, এগুলোর সাথে এর এজেন্টদের মিথষ্ক্রিয়া, সুনির্দিষ্ট কিছু থ্রেট মেকানিজম সম্পর্কে। এই রিপোর্টে প্রণেতাদের ব্যবহৃত প্রতিটি ইনসিডেন্ট ক্যাটাগরি বরাদ্দ দেয়া হয় প্রতিটি সাইবার থ্রেটের জন্য। বাংলাদেশ সাইবার থ্রেট ল্যান্ডস্কেপ তুলে ধরার প্রয়োজনে আয়োজন করা হয় কর্মশিবির ও জরিপের। কর্মশিবিরে অংশ নেয়া ব্যক্তিদের কাছে তুলে ধরা হয় বর্তমান সাইবার থ্রেট প্রবণতার বিষয়টিও।
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটির সহায়ক ভিডিও
২০২১ - জানুয়ারী সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস
অনুরূপ লেখা