বর্তমান বিশ্ব ক্রমেই ডাটা বা তথ্যনির্ভর হয়ে উঠছে৷ কমপিউটার এর কল্যাণে তথ্যের যথার্থ ব্যবহারের মাধ্যমে আধুনিক বিশ্বের অগ্রগতির ধারাক্রমেই দুর্বার হচ্ছে৷ বিভিন্ন ক্ষেত্রে নানা কারণে তথ্যের বিনাশ এ অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করতে পারে৷ ডাটা বা তথ্যের এ বিনাশ বা ধ্বংস কিভাবে হতে পারে এ ক্ষতি থেকে উত্তরণের সম্ভাব্য উপায়ই বা কি সে সম্বন্ধে তথ্য সম্বলিত নিবন্ধটি তৈরি করেছেন মোহাম্মদ হাসান শহীদ৷