আপনি যদি কলেজ ছাত্র হয়ে থাকেন তাহলে নিচে বর্ণিত টুলগুলো আপনার প্রয়োজন পড়বে৷ এগুলো আপনার শেখার কাজ আরো বেশি সহজ করবে৷ এগুলো অবশ্যই সময় বাঁচাবে এবং অল্প পরিশ্রম ও প্রচেষ্টায় আপনি বেশি আউটপুট পাবেন৷ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এগুলো পুরোপুরি ফ্রি৷
সার্চিং টুলস
বুক ফাইন্ডার (Book Finder) : এটি ওয়ানস্টপ ই-কমার্স সার্চ ইঞ্জিন, যা বিক্রির জন্য ১২৫ মিলিয়নেরও বেশি বই সার্চ করে৷ বইগুলো হতে পারে নতুন, ব্যবহৃত, দুর্লভ, আউট-অব-প্রিন্ট এবং পাঠ্যবই৷ প্রতিটি প্রধান ক্যাটালগ অনলাইন সার্চের মাধ্যমে আপনার সময় ও অর্থ বাঁচায়, খুঁজে বের করুন কোন বই বিক্রেতা সবচেয়ে কম মূল্যে আপনার কাঙ্ক্ষিত বইটি দিচ্ছে৷ যখন আপনার কাঙ্ক্ষিত বইটি খুঁজে পাবেন, তখন সেটি সরাসরি প্রকৃত বিক্রেতার কাছ থেকে কিনতে পারবেন এবং বুক ফাইন্ডারের জন্য আপনার ওপর কোনো চার্জ আরোপ করে না৷ যদি আপনি গরিব শিক্ষার্থী হয়ে থাকেন, তবে এই সাইটটি আপনার জন্য বেশ সহায়ক হবে৷ বিভিন্ন বিক্রেতার দামের সাথে তুলনা করে সবচেয়ে কম দাম অফারকারী বিক্রেতার কাছ থেকে আপনার কাঙ্ক্ষিত বইটি কিনতে পারেন৷
মাইনোট আইটি (MynoteIT) : এটি একটি চমত্কার সোশ্যাল লার্নিং টুল৷ স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য এটি প্রয়োজন৷ মাইনোট আইটি আপনাকে নোট নেয়া ও অনলাইনে স্টোর করার সুবিধা দেয়৷ এটি দিয়ে আপনি নোট এডিট করা, সহপাঠীর সাথে নোট পর্যালোচনা করা, এর ওয়ার্কস্পেস ইউটিলিটতে কোনো শব্দ খোঁজা ইত্যাদি করতে পারেন৷ তাছাড়া আপনার বন্ধু ও গ্রুপের সাথে নোট শেয়ার করতে পারেন৷ আপনি কী কাজ করছেন, কী কাজ করতে হবে, এগুলো মাইনোট আইটির মাধ্যমে জানতে পারবেন৷
অট্টোবিব (Ottobib) : অট্টোবিবের মাধ্যমে আপনি আত্মজীবনী বা বিবলিওগ্রাফি বানানোর প্রসেসকে আরো দ্রুত ও সহজতর করতে পারেন৷ এই ওয়েব পেজটি পাঠককে কোনো বই, বইয়ের কভার এবং অ্যামাজনের বা অন্যান্য অনলাইন রেফারেন্সের সাথে লিঙ্ক দেখতে সাহায্য করে৷
গুগল ডকস (Google Docs) : গুগল ডকস অ্যান্ড স্প্রেডশিটস হলো ওয়েবভিত্তিক ওয়ার্ড প্রসেসিং এবং স্প্রেডশিট প্রোগ্রাম, যা ডকুমেন্টকে হালনাগাদ রাখতে সাহায্য করে৷ উদাহরণস্বরূপ এর মাধ্যমে আপনি সহপাঠী স্টুডেন্ট গ্রুপের হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্টের সমন্বয় করতে পারেন, অফিস বা বাসা থেকে আপনার টু-ডু লিস্টে প্রবেশ অথবা সহকর্মীদের সাথে নতুন বিজনেস প্লানে সহায়তা করতে পারেন৷
গুগল ডকস অ্যান্ড স্প্রেডশিট আপনাকে বিদ্যমান ডকুমেন্ট এবং স্প্রেডশিট ইমপোর্ট করা অথবা নতুন ডকুমেন্ট তৈরি করারও সুবিধা দেয়৷ এর মাধ্যমে যেকোনো স্থান থেকে আপনার ডকুমেন্ট এডিট করতে পারেন৷ এটি ডিওসি, এক্সএলএস, ওডিটি, ওডিএস, আরটিএফ, সিএসভিসহ বেশিরভাগ জনপ্রিয় ফাইল ফরমেট সাপোর্ট করে৷ এছাড়াও এক ক্লিকের মাধ্যমেই আপনার ডকুমেন্ট ও স্প্রেডশিটকে অনলাইনে প্রকাশ করতে পারেন এর মাধ্যমে৷ নতুন কিছু না জেনে সাধারণ ওয়েব পেজের মতোই এটির মাধ্যমে ডকুমেন্ট অনলাইনে পাবলিশ করা যায়৷
জোহো শো (Zoho Show) : জোহো শো আপনাকে অনলাইন প্রেজেন্টেশন তৈরি ও শেয়ারের সুবিধা দেয়৷ এর অনেকগুলো সুবিধা রয়েছে৷ এর মাধ্যমে আপনি যেকোনো স্থান থেকে প্রেজেন্টেশন অ্যাক্সেস, ইমপোর্ট এবং এডিট করতে পারেন৷ এটি আপনার প্রেজেন্টেশনকে বন্ধু বা সহকর্মীদের সাথে ব্যক্তিগত বা পাবলিকলি শেয়ারের সুবিধা দেয়৷
স্পেল জাক্স (Spell Jax) : যেকোনো শব্দের বানান সম্পর্কে নিশ্চিত না থাকলে বা বিভ্রান্তি থাকলে স্পেল জাক্সের মাধ্যমে সহজে বানান চেক করতে পারবেন৷
অর্গানাইজেশন বা সজ্জিতকরণ
রিমেম্বার দ্য মিল্ক (Remember The Milk) : এর মাধ্যমে আপনার কাজগুলো সহজে ও দ্রুত করতে পারেন৷ এছাড়া ই-মেইল, এসএমএস এবং ইনস্ট্যান্ট মেসেঞ্জারের মাধ্যমে রিমাইন্ডার রিসিভ করা, বাস্তব জগতের কোথায় আপনার টাস্কগুলো অবস্থিত সেগুলো দেখার জন্য ম্যাপ ব্যবহার এবং সহকর্মীদের সঙ্গে টাস্ক শেয়ার করা ইত্যাদি এর মাধ্যমে করা যায়৷
টাডা লিস্ট (Tada List) : টাডা লিস্ট ওয়েবে সবচেয়ে সহজতম টু-ডি লিস্ট টুল৷ নিজের জন্য লিস্ট তৈরি করুন এবং অন্যের সঙ্গে সেগুলো শেয়ার করুন৷ উদাহরণস্বরূপ, টাডা লিস্টের মাধ্যমে সহজেই হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট সম্পর্কে অবগত হওয়া, উইকলি মিটিংয়ের এজেন্ডা রাখা, বিখ্যাত উক্তি তালিকাবদ্ধ করে রাখা, পার্টিতে কোন কোন ব্যক্তিকে নিমন্ত্রণ করতে হবে সেগুলো লিখে রাখা ইত্যাদি অনেক কাজ করতে পারেন৷
প্লানজো (Planzo) : এটি অনলাইন ক্যালেন্ডার যা দিনের কোনো পরিকল্পনাকে সহজ করে৷ এটি আপনাকে ইভেন্টের সাথে কানেক্টেড রাখে৷
ম্যাসেজিং
মীবো (Meebo) : প্রকৃতপক্ষে যেকোনো স্থান থেকে ইনস্ট্যান্ট ম্যাসেজিংয়ের জন্য এটি কার্যকর ওয়েবসাইট৷ বাড়ি, ক্যাম্পাস অথবা অফিস যেখানেই থাকুন না কেন, সেখান থেকে এর মাধ্যমে অন্য কমপিউটারে ইনস্ট্যান্ট ম্যাসেজিংয়ের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন৷ এটি এআইএম, ইয়াহু, এমএসএন, গুগলটক এবং আইসিকিউর মতো সব জনপ্রিয় ম্যাসেজিং সার্ভিস সাপোর্ট করে৷ এর জন্য ইনস্টল বা ডাউনলোডের প্রয়োজন পড়ে না৷
ক্যাম্পফায়ার (Campfire) : এটি ওয়েবভিত্তিক গ্রুপ চ্যাট টুল যা সেকেন্ডের মধ্যেই আপনাকে পাসওয়ার্ড প্রটেক্টেড চ্যাট রুম সেটআপের সুবিধা প্রদান করে৷ সহকর্মীদের চ্যাটে আমন্ত্রণ জানান, তাদের সহায়তা চান এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নিন৷ ইন্টারনাল কমিউনিকেশনের জন্য আপনার রুমে এটি দিয়ে ইন্ট্রানেট সেটআপ করুন৷ এটি করা খুবই সহজ এবং এর জন্য কোনো ডাউনলোড, ইনস্টল বা কোনো কিছু কনফিগারের প্রয়োজন পড়ে না৷ এর জন্য শুধু যা প্রয়োজন তা হলো একটি আধুনিক ওয়েব ব্রাউজার আর ইন্ট্রানেট কানেকশন৷
ইনফরমেশন
উইকিপিডিয়া (Wikipedia) : উইকিপিডিয়া টুল না হলেও সম্ভবত এটি একটি ওয়েব টুল হিসেবেই পরিচিত৷ যদি আপনি কোনো গবেষণা পেপার বা আর্টিকেল তৈরি করতে চান, তাহলে উইকিপিডিয়া আপনার জন্য একটি অপরিহার্য তথ্যের উত্স অথবা ন্যুনতম গাইডলাইন পাওয়ার জন্য উইকিপিডিয়া অত্যন্ত দরকারি৷ এছাড়াও এ সাইট থেকে আপনি বিভিন্ন টপিকসের ওপর রেফারেন্স লিঙ্ক পেতে পারেন৷
সিনেট অনলাইন কোর্সেস (CNET Online Courses) : এটি আপনার প্রয়োজন পড়তে পারে এমন বিষয়ের ওপর লেসন এবং টিউটরিয়াল৷ এ সাইটে একদল এক্সপার্ট ২৪/৭ ক্লাসরুমে আপনার বিভিন্ন প্রশ্নের জবাব দেয়৷
স্পার্ক নোটস (SparkNotes) : বিভিন্ন বিষয়ের ওপর এটি একটি ফ্রি অনলাইন স্টাডিগাইড৷ এই বিষয়গুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সাহিত্য, ইতিহাস, অর্থনীতি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং অন্যান্য৷ স্পার্ক নোটস আপনাকে চমত্কার অ্যাপ্লিকেশন বা রচনা লিখতেও সাহায্য করবে৷
ফিডব্যাক : faruk.iu04@hotmail.com