কার রেসিং গেমগুলোর মাঝে নীড ফর স্পীড সিরিজের গেমগুলোর ভক্ত ছোট-বড় সবাই৷ অন্যান্য রেসিং গেমগুলোর তুলনায় এনএফএস সিরিজের গেমগুলোর জনপ্রিয়তা বেশি হওয়ার কারণ এর গেম প্লে, কার কন্ট্রোলিং ও গ্রাফিক্স৷ এনএফএস প্রো স্ট্রীট এই সিরিজের নতুন এবং ১১তম পর্ব৷ আগের পর্বগুলো হচ্ছে দ্য নীড ফর স্পীড, নীড ফর স্পীড ২, হট পারসুইট, হাই স্টেকস, পোরশে আনলিশড, হট পারসুইট ২, আন্ডারগ্রাউন্ড, আন্ডারগ্রাউন্ড ২, মোস্ট ওয়ান্টেড, কার্বন৷
এই নতুন গেমটি এনএফএস রেসিং গেমের ধারাবাহিকতা আমূল বদলে দিয়েছে৷ আগের সিরিজের মতো ওপেন ট্র্যাকের পরিবর্তে বদ্ধ রেসিং ট্র্যাক দেয়া হয়েছে৷ অবৈধ রেসার, পুলিশের ধাওয়া, রাস্তার অন্য গাড়ি এসব বাদ দিয়ে নতুন আদলে তৈরি করা হয়েছে এই গেমটি৷ গেমটিতে আপনাকে ক্যারিয়ার মোড শুরু করতে হবে রায়ান কুপার নামের একজন বৈধ রেসার হিসেবে৷ একে একে হারাতে হবে ড্রিফট কিং, গ্রিপ কিং, স্পীড কিং, ড্র্যাগ কিং এবং সবশেষে শোডাউন কিং রায়োকে৷ এবার ৪ ধরনের রেস রাখা হয়েছে৷ এগুলো হলো ণ্ডড্র্যাগ, গ্রিপ, স্পীড এবং ড্রিফট৷ ড্র্যাগ রেসের মধ্যে ১/২ মাইল, ১/৪ মাইল ড্র্যাগ ও হুইল- এই তিন ধরনের রেস রয়েছে৷ গ্রিপ রেসে রয়েছে নরমাল গ্রিপ, গ্রিপ ক্লাস, সেক্টর শূট আউট এবং টাইম অ্যাটাক৷ স্পীড রেস অনেকটা আগের স্প্রিন্ট রেসের মতো৷ এই গেমে রেস ডে-তে ভাগ করে রেসগুলো সাজানো হয়েছে৷ এসব রেস ডে-তে অনেকগুলো করে রেস থাকবে৷ রেস জিতে টাকা ও পয়েন্ট পেয়ে সেই রেস ডে জিততে হবে এবং পয়েন্টে এগিয়ে থেকে ডোমিনেট করতে হবে৷ এভাবে পরের স্টেজগুলোর সাথে সাথে নতুন সব গাড়ি এবং গাড়ির পার্টস আনলক হবে৷ এতে প্রায় ৬০টি গাড়ি রাখা হয়েছে, যার মধ্যে ল্যাম্বোরঘিনি ও জোন্ডা গাড়ি দুটি দামী এবং খুব দ্রুতগামী৷
গেমটিতে দেয়া হয়েছে অসাধারণ বাস্তবতা৷ এনএফএস ৫-এর পরে এই প্রথম আবার গেমটিতে ড্যামেজ অপশন রাখা হয়েছে৷ ভেঙ্গে যাওয়া গাড়ি ঠিক করার ব্যবস্থাও রয়েছে৷ গাড়ি ঠিকমতো টিউন করতে পারলে গাড়ির পারফরমেন্স বাড়বে৷ বডি কিটস ও অটো স্কাল্পচার আরো উন্নত করা হয়েছে৷ অনলাইন প্লেতে গাড়ির ব্লুপ্রিন্ট ইন্টারনেটে শেয়ার করা যায়৷ গেমটির আকর্ষণীয় দিকগুলোর মধ্যে এর বাস্তবতা, নতুন ধরনের গেম প্লে, ডোমিনেটিং পয়েন্ট অর্জন করে রেকর্ড গড়া, গাড়ি ভেঙ্গে যাওয়া, কঠিন প্রতিদ্বন্দ্বীর সাথে রেস খেলা ইত্যাদি৷ আর গেমটির খারাপ দিকগুলোর মধ্যে হাই কনফিগারেশনের কমপিউটারের প্রয়োজনীয়তা, রেসের আগ মুহূর্তে বিরক্তিকর ঘোষণা, প্রায় একই রকমের ট্র্যাকের পুনরাগমন, একঘেয়ে বদ্ধ ট্র্যাক বিশেষভাবে উল্লেখযোগ্য৷
গেমটির গ্রাফিক্স খুবই সুন্দর এবং এতটাই বাস্তব, মনে হবে পিসির সামনে বসে কোনো রেসিং মুভি দেখছেন৷ সাউন্ড ইফেক্ট ও সাউন্ড ট্র্যাকগুলো নীড ফর স্পীড কার্বন বা মোস্ট ওয়ান্টেডের তুলনায় তেমন আহামরি মানের নয়৷ রেটিংয়ের দিক থেকে গেমটির মান যে খুব ভালো তাও বলা যায় না৷ তারপরও রেসিং বাজারের অন্য রেসিং গেমগুলোর চেয়ে এর মান ভালো, তা এককথায় স্বীকার করা যায়৷
যা যা প্রয়োজন
প্রসেসর : ২.৮ গিগাহার্টজ, ৠাম : ৫১২ মেগাবাইট গ্রাফিক্স কার্ড : ১২৮ মেগাবাইট (জিফোর্সএফএক্স ৫৯৫০/এটিআই রেডন ৯৫০০) হার্ডডিস্ক : ৮.১ গিগাবাইট