• ভাষা:
  • English
  • বাংলা
হোম > ইনক্রিডিবল হাল্ক
লেখক পরিচিতি
লেখকের নাম: সৈয়দ হাসান মাহমুদ
মোট লেখা:১৪৪
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - আগস্ট
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
কমপিউটার গেম
তথ্যসূত্র:
গেমের জগৎ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
ইনক্রিডিবল হাল্ক



কমিকসের সুপার হিরোদের তালিকায় শীর্ষের দিকে স্থান দখল করে থাকা হিরোদের মাঝে বিরাটাকার মহাপরাক্রমশালী হাল্ক সবার পরিচিত একটি চরিত্র৷ হাল্কের স্রষ্টা হচ্ছে স্ট্যান লি ও জ্যাক কিরবি৷ মারভেল কমিকসের জনপ্রিয় এই চরিত্রের উপরে বানানো হয়েছে অনেক টিভি সিরিজ, কার্টুন, মুভি এবং রয়েছে অনেক গল্পের বই ও কমিকস৷ হাল্কের টিভি সিরিজ ও ফিল্মের মধ্যে রয়েছে The Incredible Hulk, The Incredible Hulk Returns, The Trial of the Incredible Hulk, The Death of the Incredible Hulk৷ এনিমেটেড টিভি সিরিজের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- The Marvel Super Heroes, The Incredible Hulk৷

বর্তমানের দ্য ইনক্রিডিবল হাল্ক গেমটি সাম্প্রতিককালে মুক্তি পাওয়া হাল্কের দ্বিতীয় মুভির ‍আদলে তৈরি করা হলেও কিছুটা পরিবর্তন রাখা হয়েছে গেমপ্লের কথা মাথায় রেখে৷ এর আগে হাল্ককে নিয়ে বানানো মুভিটি মুক্তি পেয়েছিলো ২০০৩ সালে৷ সেই সাথে গেমটিও রিলিজ পেয়েছিলো সেই বছরে৷ গেমের নাম ছিলো শুধু হাল্ক৷ এরপর ২০০৫ সালে বের হয়েছিলো দ্য ইনক্রিডিবল হাল্ক-আল্টিমেট ডেস্ট্রোকশন৷ এই গেম দুটোই মুক্তি পেয়েছিলো Vivendi Universal Games-এর ব্যানারে৷ কিন্তু নতুন এই গেমটি পাবলিশ করেছে SEGA এবং গেম ডেভেলপ করছে Radical Entertainment হাল্কের উপরে বানানো হয়েছে আরো কিছু গেম, তার মধ্যে কয়েকটি হলো- Questprobe Featuring The Hulk, The Incredible Hulk, The Incredible Hulk : The Pantheon Saga৷



২০০৩ সালে নির্মিত মুভি হাল্কের ওপরে ভিত্তি করে বানানো হাল্ক গেমটির প্রধান চরিত্র ব্রুস ব্যানারকে বানানো হয়েছিলো এরিক ব্যানারের আদলে৷ কিন্তু আল্টিমেট ডেস্ট্রোকশন গেমটিতে মুভির কোনো নায়কের চরিত্র না নিয়ে কাল্পনিক চরিত্র দিয়ে ও কোনো মুভির কাহিনীর ওপরে ভিত্তি না করে বানানো হয়েছিলো৷ এবারের গেমটির চরিত্র বানানো হয়েছে হাল্কের মুভির নতুন নায়ক এডওয়ার্ড নরটনের চেহারার সাথে মিল রেখে৷

গেমের প্রথমেই দক্ষিণ আমেরিকার এক স্থানে জেনারেল থান্ডারবোল্ট রস তার সাঙ্গোপাঙ্গদের পাঠাবে ব্রুস ব্যানারকে মেরে ফেলার জন্য৷ তার পাঠানো সেনাবাহিনী মিসাইল দিয়ে ব্রুসের উপরে পুরো ফ্যাক্টরি ধসিয়ে দেয়, কিন্তু হাল্কে পরিণত হয়ে যাওয়ার কারণে ব্রুস বেঁচে যায়৷ তারপর সেখান থেকে পালিয়ে হাল্ক নিউইয়র্ক সিটিতে এসে রিক জোনস নামের এক কিশোরকে সেনাবাহিনীর হাত থেকে উদ্ধার করে৷ এরপর হাল্ককে দেয়া হয় পুরো শহরে মুক্ত বিচরণের সুবিধা ও ইচ্ছেমতো মিশন বাছাইয়ের সুযোগ৷

খালি হাতেই হাল্ক অপ্রতিরোধ্য হলেও কিছু কিছু ক্ষেত্রে শক্তিশালী শত্রুদের বিরুদ্ধে এবং দ্রুত শত্রুদের মারতে চাইলে অস্ত্র ব্যবহার করতে হবে৷ মজার ব্যাপার হলো গেমে হাল্ক তার হাতের কাছের সবকিছুকেই অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে৷ লাইট পোস্ট, ম্যানহোলের ঢাকনা, টেলিফোন বুথ, রাস্তার গাড়ি, কংক্রিটের টুকরো, হাতের নাগালের শত্রুদের তুলে নিয়েও অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে৷

গেমে হাল্ককে নিয়ে মোকাবেলা করতে হবে অত্যাধুনিক অস্ত্রে সজিত সেনাবাহিনী, ট্যাঙ্ক, ইউ-ফোর্স, ইনক্লেভ, হাল্কের মতো শক্তিশালী এবোমিনেশন ও বাই-বিস্টের সাথে৷ সবুজ হাল্কের পাশাপাশি লাল হাল্ক (শুধু এক্সবক্স-এর ক্ষেত্রে), ওয়ার হাল্ক (প্লেস্টেশন ৩), এবোমিনেশন, বাই-বিস্ট, ক্ল্যাসিক হাল্ক, ধূসর হাল্ক, আয়রনক্লাড, প্রফেসর হাল্ক, মিস্টো ও আয়রনম্যানের পোশাক পরিহিত হাল্ক (কন্সোলে)নিয়েখেলা যাবে৷ এগুলো বোনাস হিসেবে আনলক হবে৷ গেমের গ্রাফিক্স মোটামুটি মানসম্মত৷ গেমটি খেলার জন্য লাগবে ২ গিগাহার্টজের পেন্টিয়াম ৪, ৫১২ মেগাবাইট র্যা ম, ১২৮ ভিডিও মেমরি ও ৪ গিগাবাইট হার্ডডিস্ক স্পেস৷


ফিডব্যাক : shmt_21@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৮ - আগস্ট সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস