কোনো পরিকল্পনার সাফল্য অনেকাংশে নির্ভর করে যে তথ্যাবলীর ওপর ভিত্তি করে প্রণয়ন করা হয়েছে তার সঠিকতা ও সমকালীন উপাত্তের ওপর। কিন্তু বর্তমানের তথ্যযুগেও আমাদের দেশে ব্রিটিশ আমলে প্রবর্তিত পদ্ধতিতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং প্রশাসনিক কাজকর্ম পরিচলিত হয়, যা কখনোই কাঙ্ক্ষিত ফল লাভে প্রভাব ফেলতে পারে না। তাই তথ্যব্যবস্থা আধুনিকীকরণ এবং তা জনজীবনের ভিত্তিমূলে পৌঁছানো অতীব জরুরি। এক্ষেত্রে আমাদের পাশের দেশগুলো অনেক এগিয়ে আছে। আমাদের দেশের পথিকৃতরাও কোনো কোনো ক্ষেত্রে অগ্রগামী । প্রশাসনে ও উন্নয়ন পরিকল্পনায় আধুনিক তথ্যব্যবস্থা কী কী রকম হতে পারে, তা কী কী সূদুর প্রসারী প্রভাব ফেলতে পারে, দেশে ও বিদেশের পথিকৃতদের বাস্তব অভিজ্ঞতার আলোকে এবারের প্রচ্ছদ প্রতিবেদন যৌথভাবে লিখেছেন নাজিমউদ্দিন মোস্তান, মো: আবদুল কাদের এবং খোন্দকার নজরূল ইসলাম।