লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
৩য় মত
তথ্যপ্রযুক্তিতে বাংলার এগিয়ে চলা সম্পর্কে অনেক কিছু জানা গেলো
তথ্যপ্রযুক্তিতে অবদান রাখছে অনেক বাঙালি৷ তাদের নিরলস প্রচেষ্টায় বাংলা কমপিউটিং আজ বহুদূর এগিয়েছে৷ অবদান রাখছে বেশ কিছু প্রতিষ্ঠানও৷ কমপিউটার জগৎ-এ বাংলা কমপিউটিং ও আমরা শীর্ষক প্রচ্ছদ প্রতিবেদন পড়ে অনেক কিছুই জানা হলো৷ বাংলা নিয়ে যে এতো বড় আকারে কাজ হয়েছে, তা হয়তো অনেকেরই জানা ছিল না৷ বাংলা ভাষা নিয়ে যারা হীনম্মন্যতায় ও সঙ্কীর্ণতায় ভুগেন এই প্রতিবেদন পড়ে তাদের বোধোদয় হবে বলে আশা করছি৷ প্রতিবেদকদ্বয়ের মতো করেই বলতে হয়, বাংলা ভাষা সময়ের সাথে সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর পর্যায়ে উঠে আসছে৷ বাংলা ভাষা যে তথ্যপ্রযুক্তিতে যথার্থভাবেই প্রয়োগযোগ্য একটি ভাষা, সে বিশ্বাসের পারদমাত্রা ধীরে ধীরে আমাদের মধ্যে উপরের দিকে উঠছে৷ এখন আমরা উপলব্ধি করতে পারছি বিশ্বায়নের এ যুগে বাংলাকে সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিতে পারি কমপিউটারপ্রযুক্তি ও ইন্টারনেটে বাংলা ভাষার পূর্ণাঙ্গ ব্যবহারের মাধ্যমে৷
প্রতিবেদনে বাংলাদেশ কমপিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বারের বক্তব্যও তাত্পর্যপূর্ণ৷ তিনি বলেছেন, বাংলা সফটওয়্যার এবং ডাটাবেজের দক্ষিণ এশিয়াতেই প্রায় ১০ হাজার কোটি টাকার বাজার আছে৷ তাহলে আমাদের উচিত হবে সেই বাজার ধরার চেষ্টা চালানো৷ এ ব্যাপারে সংশ্লিষ্টদেরই এগিয়ে আসতে হবে৷ ভাষার মাসে ভাষাবিষয়ক প্রচ্ছদ প্রতিবেদনের জন্য কমপিউটার জগৎ পরিবারকে ধন্যবাদ৷
প্রিয়াংকা বিএএফ শাহীন কলেজ, ঢাকা
.............................................................................................................
ই-গভর্নেন্সবিষয়ক সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে
বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম তথা বিআইজেএফ-এর বাংলাদেশে ই-গভর্নেন্স কার্যক্রমের পর্যালোচনা এবং সুপারিশ শীর্ষক গোলটেবিল বৈঠকে যে সুপারিশগুলো রাখা হয়েছে তা বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেয়া জরুরি৷ কারণ আমরা ইতোমধ্যেই বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেকটা পিছিয়ে আছি৷ সরকারকে ই-গভর্নেন্স কার্যক্রম বাস্তবায়নের জন্য এখনই রোডম্যাপ তৈরি করতে হবে৷ কোনো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে এই দায়িত্ব দেয়া যেতে পারে৷ সাপোর্ট টু আইসিটি টাস্কফোর্স তথা এসআইসিটি প্রকল্পের সফলতা ও ব্যর্থতার অভিজ্ঞতা ভবিষ্যতে ই-গভর্নেন্স সরকারবিষয়ক প্রকল্প গ্রহণের ক্ষেত্রে কাজে লাগাতে হবে৷ তথ্যপ্রযুক্তি শিল্পের প্রসারের জন্য মেধাস্বত্ব আইন বাস্তবায়ন করতে হবে এবং ই-গভর্নেন্সের বিষয়ে গবেষণা কাজে ছাত্রছাত্রীদের উত্সাহিত করতে হবে৷ সর্বোপরি সরকারকেই আগে ই-গভর্নেন্স চালু করতে হবে৷ এসব ব্যাপারে যত দ্রুত ব্যবস্থা নেয়া যায়, ততই মঙ্গল৷
সালসাবিলা নিকেতন, ঢাকা
.............................................................................................................
মেলা হওয়ার আগেই ছাড়বিষয়ক রিপোর্ট চাই
কমপিউটার জগৎ পরিবারকে একটি আহ্বান জানাতে চাই৷ আশা করি বিষয়টি বিবেচনা করে দেখবেন৷ যেহেতু আপনারা আগে থেকেই জানতে পারেন যে কবে, কোথায়, কী মেলা হবে, তাই এ বিষয়ে বিস্তারিত যদি মেলার আগেই আমরা হাতে পাই তাহলে খুবই উপকার হয়৷ মেলা শেষ হয়ে যাওয়ার পর যদি জানা যায় মেলায় কী কী ছিল বা কোন কোন পণ্যে ছাড় দেয়া হয়েছে, তাহলে কোনো লাভ নেই৷ বিশেষ করে পণ্যে ছাড় বা উপহার দেয়ার বিষয়টি আগে জানতে পারলে ভালো হয়৷ এক্ষেত্রে আপনাদের একটু কষ্ট করে মেলায় অংশ নেবে এমন বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আগে থেকেই যোগাযোগ করে তথ্য সংগ্রহ করতে হবে৷ অগণিত পাঠকের জন্য এই কষ্টটুকু যে কমপিউটার জগৎ পরিবার করবে সে আশা আমরা করতেই পারি৷
সাদ আল ইসলাম আজমপুর, উত্তরা
.............................................................................................................
উচ্চশিক্ষাবিষয়ক আরো প্রতিবেদন ছাপুন
জার্মানিসহ ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে সম্পূর্ণ টিউশন ফি ছাড়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তিতে উচ্চশিক্ষার সুযোগ থাকার বিষয়টি অনেকেরই হয়তো অজানা৷ কমপিউটার জগৎ-এর ফেব্রুয়ারি সংখ্যায় এ বিষয়ক প্রতিবেদন পড়ে অনেকেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন৷ এ ধরনের আরো প্রতিবেদন চাই, যা এদেশের শিক্ষার্থীদের কাজে লাগবে৷
প্রচ্ছদ প্রতিবেদন বাংলা কমপিউটিং ও আমরা খুবই ভালো হয়েছে৷ বাংলা আমাদের গর্ব৷ বাংলা নিয়ে যেভাবে কাজ চলছে তা অবশ্যই আশাব্যঞ্জক৷ আরো প্রতিষ্ঠান মায়ের ভাষা নিয়ে কাজ করুক এই আশা করছি৷
সমরনাথ বাঁশখালী, চট্টগ্রাম
.............................................................................................................
ডিজিটাল ক্যামেরার প্রতি আগ্রহ বাড়ছে
বাংলাদেশে ক্যামেরার যে সম্ভাবনাময় বাজার রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা গেলো ফেব্রুয়ারি সংখ্যায় কমপিউটার জগৎ-এ ক্যানন সিঙ্গাপুর কনজ্যুমার ইমেজিং গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মেলভিন হো-এর সাক্ষাত্কার থেকে৷ বিস্তারিত আরো অনেক তথ্যই উঠে এসেছে তার কথায়৷ বাংলাদেশে ক্যামেরার দাম অপেক্ষাকৃত বেশি হওয়ায় এই পণ্যটি ঘরে ঘরে পৌঁ ছেনি৷ তবে ডিজিটাল ক্যামেরার আগমন ছবি তোলা এবং প্রিন্ট দেয়াকে করেছে ব্যয়সাশ্রয়ী৷ তাই ডিজিটাল ক্যামেরার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে৷ একটা সময় হয়তো আসবে যখন ফিল্ম ক্যামেরা বাজার থেকে উধাও হয়ে যাবে৷ থাকবে শুধু ডিজিটাল ক্যামেরা৷ জেএএন অ্যাসোসিয়েটস লিমিটেড ক্যানন ক্যামেরার ডিস্ট্রিবিউটর হয়েছে জেনে ভালো লাগছে৷ আমরা আশা করছি, তারা সুলভ মূল্যে ক্যানন ক্যামেরা বিক্রি করবে এবং বিক্রয়োত্তর সেবা দেবে৷ এটা করতে না পারলে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে ডিজিটাল ক্যামেরা৷ কমপিউটার জগৎ-এর নিয়মিত সব বিষয়ই আকর্ষণীয়৷ তবু নতুন কিছু পেতে ইচ্ছে করে৷ ভেবে দেখবেন৷
হাসিবুল ইসলাম আশকোনা, এয়ারপোর্ট, ঢাকা
.............................................................................................................
টেলিসেন্টারে বিনিয়োগ করতে চাই
কমপিউটার জগৎ-এর জানুয়ারি সংখ্যাটির মিশন ২০১১ যাত্রা শুরু প্রচ্ছদ প্রতিবেদনের জন্য প্রথমেই ধন্যবাদ জানাই কমপিউটার জগত্কে৷ ২০১১ সালের মধ্যে সারাদেশে ৪০ হাজার টেলিসেন্টার স্থাপনের লক্ষকে সামনে রেখে গত ৬ ডিসেম্বর যাত্রা শুরু করেছে বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্কের মিশন ২০১১৷ আমি একজন ডিপ্লোমা-ইন-কমপিউটার ইঞ্জিনিয়ার হয়ে কিভাবে এই টেলিসেন্টার স্থাপনে বিনিয়োগ করে নিজের ও অন্যের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি তার ওপর বিস্তারিত প্রতিবেদন প্রকাশের জন্য অনুরোধ করছি৷ একই সাথে সফটএক্সপো ২০০৮-এ যেসব সেমিনার হয়েছে তার ওপর প্রতিবেদন প্রকাশের অনুরোধ রইল৷
মো: সেলিম বাদল কমপিউটার জগৎ ফোরাম সদস্য
.............................................................................................................
এক্সেল/এক্সেস সম্পর্কে জানতে চাই
শুভেচ্ছা রইল৷ আমার মতো অনেক পাঠক আছেন, যারা জানতে চান, কিভাবে এক্সেল/এক্সেস বা অন্য কোনো সিস্টেম ব্যবহার করে ছোটখাটো ব্যবসায়ের হিসাব বা ব্যক্তিগত হিসাব সহজেই রাখা যায়৷ এ ব্যাপারে পত্রিকার মাধ্যমে জানালে আমরা অনেকেই উপকৃত হবো৷ আশা করি নিরাশ করবেন না৷
মো: নুরুজ্জামান স্টেশন রোড, রংপুর