• ভাষা:
  • English
  • বাংলা
হোম > ৩য় মত
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - ফেব্রুয়ারী
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
মতামত
তথ্যসূত্র:
৩য় মত
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
৩য় মত



ট্রাবলশূটিং সম্পর্কে বিস্তারিত জানতে চাই

কমপিউটার জগৎ সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত লুত্ফুন্নেছা রহমানের লেখা বায়োসের গভীরে এবং এপ্রিল সংখ্যায় তাসনিম মাহ্‌মুদের লেখা বায়োস বীপ কোড পিসির সমস্যা নিরূপণের অনন্য উপায় খুবই ভালো লেগেছে৷ গত মাসে লাইব্রেরিতে এই দুটি সংখ্যা পড়ে এ ব্যাপারে বিস্তারিত জানতে পারলাম৷ আর তাই প্রতিক্রিয়া পাঠাতে এই বিলম্ব৷ আমি চাই কমপিউটার জগৎ-এ এরকম আরো লেখা ছাপা হোক৷ আমি ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র হলেও কমপিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে৷ আমি উইন্ডোজ রেজিস্ট্রি এডিট, বায়োস, বিশেষ করে ট্রাবলশূটিং সম্পর্কে বিস্তারিত জানতে চাই৷

প্রিন্স
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা
..................................................................................।

মিশন ২০১১-কে সাধুবাদ

২০১১ সালের মধ্যে সারাদেশে ৪০ হাজার টেলিসেন্টার স্থাপনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক৷ এই লক্ষ্যকে প্রধান উপদেষ্টাসহ অনেকেই উচ্চাভিলাষী বলে বর্ণনা করলেও আমি তাদের সাথে একমত নই৷

আমার মনে হয় তথ্যপ্রযুক্তিতে দেশ যেভাবে এগিয়ে চলেছে তাতে ২০১১ সালে কেবল ৪০ হাজার নয়, টেলিসেন্টারের সংখ্যা আরো বেশি হবে৷ তারপরও একটি লক্ষ্য ধরে যাত্রা শুরু করাকে সাধুবাদ জানাই৷ প্রতিবেদন পড়ে মিশন ২০১১ এবং বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্ক সম্পর্কে বিস্তারিত জানা গেলো৷ অত্যন্ত সহজ ভাষায় পুরো বিষয়টি উপস্থাপিত হয়েছে, যা সুখপাঠ্য বটে৷

প্রধান উপদেষ্টার মতো আমিও আশা করি টেলি-পেশাজীবীদের হাত হবে পরিবর্তনের বাহক৷ সবাই মিলে একযোগে কাজ করলে আমরা তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বহুদূর এগিয়ে যেতে পারবো সে বিশ্বাস আমাদের আছে৷

প্রাকৃতিক দুর্যোগময় এদেশে টেলিসেন্টার জানমালের নিরাপত্তায় রাখতে পারে বলিষ্ঠ ভূমিকা৷ দরকার শুধু উদ্যোগ নিয়ে এগিয়ে আসা৷

নিখিল চন্দ্র দাস
বাঁশখালী, চট্টগ্রাম
..................................................................................।

আকর্ষণীয় প্রযুক্তি ভালো লেগেছে

কমপিউটার জগৎ-এর জানুয়ারি সংখ্যায় নতুন বছরের আকর্ষণীয় প্রযুক্তিবিষয়ক প্রতিবেদন ভালো লেগেছে৷ তবে বিদেশী পত্রপত্রিকা এবং ইন্টারনেটে এ বিষয়ে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেসবের ব্যাপ্তি ছিল অনেক ব্যাপক৷ ২০০৮ সাল ঝড় তুলবে এমন বেশ কয়েকটি আইটেম কমপিউটার জগৎ-এর প্রতিবেদনে থাকলে লেখাটি আরো সমৃদ্ধ হতো৷ তারপরও প্রতিবেদনটিতে জানার মতো অনেক তথ্য রয়েছে৷ অন্যান্য নিয়মিত বিভাগও মন্দ নয়৷

দেবব্রত দাস
কলাবাগান, ঢাকা
..................................................................................।

দশদিগন্ত আকর্ষণীয়

কমপিউটার জগৎ-এর প্রতিটি বিভাগ আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে৷ কারণ প্রতিটি বিভাগে যেসব তথ্যপ্রযুক্তি নিয়ে প্রতিবেদন ছাপা হয় তা অত্যন্ত সময়োপযোগী৷

বিশেষ করে দশদিগন্ত বিভাগটি আমাদের কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে৷ এ বিভাগের প্রতিটি সংখ্যায় নতুন নতুন যেসব প্রযুক্তি সম্পর্কে জানতে পারছি তা অজানাকে জানতে আমাদের সাহায্য করছে৷ এ ছাড়া অন্যান্য বিভাগ যেমনণ্ডগেমের জগৎ, গণিতের অলিগলি এবং মজার গণিতের বিভিন্ন সংখ্যার সমাধানও আমাদের ভালো লাগছে৷ আমরা আশা করছি কমপিউটার জগৎ এ বিভাগগুলো নিয়মিত প্রকাশ করে যাবে৷

শাওন ও শুভ
বাঁশেরপুল, ডেমরা, ঢাকা
..................................................................................।

ভিয়েতনাম থেকে শিক্ষা নিন

যুবসমাজকে আইসিটিসমৃদ্ধ করতে ভিয়েতনামের উদ্যোগ প্রশংসার দাবিদার৷ ওই দেশটির কাছ থেকে বহু কিছু শেখার আছে৷ যথাযথ কর্তৃপক্ষের উচিত কমপিউটার জগৎ-এর ডিসেম্বর সংখ্যাটি বের করে ৩০ পৃষ্ঠায় প্রকাশিত প্রতিবেদনটি পাঠ করা৷

তাহলে তাদের কিছুটা হলেও জ্ঞান প্রসারিত হবে৷ আর এই জ্ঞানের যদি প্রতিফলন ঘটে তাহলে হয়তো বাংলাদেশও এক্ষেত্রে কিছুটা এগিয়ে যেতে সক্ষম হবে৷ ধন্যবাদ কমপিউটার জগৎ-কে, এ বিষয়ে তথ্যবহুল প্রতিবেদন প্রকাশ করায়৷

অধিরা হোসেন
খিলগাঁও, ঢাকা
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৮ - ফেব্রুয়ারী সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস