লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
৩য় মত
অভিনন্দন
বাংলাদেশে তথ্যপ্রযুক্তি আন্দোলনের পথিকৃৎ মাসিক কমপিউটার জগৎ সাফল্যের সাথে প্রকাশনার ১৭ বছর অতিক্রম করে ১৮ বছরে পদার্পণ করায় এ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন৷ এমন একটি বিশেষায়িত পত্রিকার এতো দীর্ঘ সময় ধরে প্রকাশনা অব্যাহত রাখতে পারা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য সাফল্য৷ কমপিউটার জগৎ কর্তৃপক্ষ এর অব্যাহত প্রকাশানার মাধ্যমে কার্যত দেশের সেবাই করে যাচ্ছেন৷ দেশের তথ্যপ্রযুক্তিকে এগিয়ে নিতে এই পত্রিকার অবদানের কথা অস্বীকার করার উপায় নেই৷ আমরা চাই ভবিষ্যতেও কমপিউটার জগৎ-এর এ ভাবমূর্তি ও সাহস অব্যাহত থাকুক৷ তাহলে দেশের সেবা যেমন হবে, তেমনি আমরা পাঠকরাও অনেক অজানা তথ্য জানতে পারবো৷ এগিয়ে যাবে আমাদের প্রযুক্তি ব্যবহার ও জ্ঞান৷ বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরাও এগুতে থাকবো তথ্যপ্রযুক্তির মহাসড়ক ধরে৷ কমপিউটার জগৎ-এর প্রকাশনা অব্যাহত থাকুক৷ সেই কামনাই রইলো৷
রাসেল সেরনিয়াবাত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
...........................................................................................
প্রতারিত হবেন না
এশিয়ার কলসেন্টার বাজারে একটি নতুন হাব হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশ করতে যাচ্ছে জেনে খুশি লাগছে৷ কমপিউটার জগৎ-এর এপ্রিল সংখ্যায় এ বিষয়ক প্রতিবেদন পড়ে অনেক কিছুই জানা হলো৷ বিষয়টি সম্পর্কে খুব বেশী জ্ঞান না থাকলেও দেশের তরুণদের মধ্যে ব্যাপক উত্সাহ লক্ষ করা যাচ্ছে কলসেন্টারের ব্যাপারে৷ এই উত্সাহকে পুঁজি করে গজিয়ে উঠছে কিছু ট্রেনিং সেন্টার৷ এর সংখ্যা ক্রমাগত বাড়বে এবং প্রতারিত হবে তরুণরা৷ এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে৷
কমপিউটার জগৎ-এর কাছে দাবি রইলো, সহজ ভাষায় কলসেন্টার কি, কিভাবে কাজ করে, কলসেন্টার কর্মীর দক্ষতা ও যোগ্যতা কি থাকা দরকার, গ্রাহকরা কিভাবে সেবা পাবে এবং এজন্য ব্যয় হবে কেমন ইত্যাদি বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করুন৷ মনে রাখা দরকার আমাদের তরুণদের কাছে কলসেন্টার বিষয়টি নতুন৷ বিষয়টি ভালোভাবে না বুঝেই অনেকে স্বপ্ন দেখতে শুরু করেছে৷ তাদেরকে সতর্ক করা দরকার৷
মনে রাখা দরকার প্রতিবেশী ভারত কলসেন্টার ব্যবসায় অনেক সাফল্য পেয়েছে কারণ সেখানে দক্ষ ও যোগ্য কলসেন্টার কর্মী রয়েছেন৷ তারা একদিনে তৈরি হননি৷ তাই বাংলাদেশে আগে দক্ষ ও যোগ্য কলসেন্টার কর্মী তৈরি করতে হবে৷ এজন্য প্রশিক্ষণ জরুরি৷ প্রশ্ন হচ্ছে প্রশিক্ষণটা দেবে কে? প্রশিক্ষণের নামে এদেশে অতীতে বহু লুটপাট ও শিক্ষার্থীদের প্রতারিত করার ঘটনা ঘটেছে৷ কলসেন্টার প্রশিক্ষণের নামে তেমনটি যাতে না হয় সে ব্যাপারে সরকারকে লক্ষ রাখতে হবে৷ কমপিউটার জগৎ ও এ ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশা করছি৷
আবদুস সোবহান
ফায়দাবাদ, উত্তরা, ঢাক৷
...........................................................................................
দাবি মেনে নিন
কমপিউটার জগৎ-এর পথচলা অব্যাহত থাকুক এই কামনা দিয়েই শুরু করছি৷ পত্রিকাটি ইতোমধ্যে পেরিয়ে এসেছে ১৭ বছর৷ যারা পত্রিকাটির নিয়মিত পাঠক নন তারা যে কতকিছু জানা থেকে বঞ্চিত হয়েছেন তার কিছুটা উপলব্ধি করা যাবে এপ্রিল সংখ্যার প্রচ্ছদ প্রতিবেদন কমপিউটার জগৎ-এর সতের বছরে চাওয়া পাওয়া থেকে৷ কেবল পাঠকপ্রিয়তাই নয়, তথ্যপ্রযুক্তির আদোলনের কার্যকর এক হাতিয়ার বানানোর লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করে কমপিউটার জগৎ৷ তারা একাজটি সাফল্যের সাথে করতেও সক্ষম হয়েছে বলে আমার মনে হয়৷
এই পত্রিকার মাধ্যমে উপস্থাপন করা বহু দাবি বিলম্বে হলেও পূরণ হয়েছে৷ আবার অনেক দাবি পূরণও হয়নি৷ এসব দাবি অযৌক্তিক নয়৷ আমরা আশা করছি যথাযথ কর্তৃপক্ষ তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট এসব দাবি অবিলম্বে মেনে নিয়ে দেশকে এগিয়ে নেবেন৷
কমপিউটার জগৎ ও থেমে থাকবে না নিশ্চয়ই৷ আশা করছি তারা এসব দাবি পূরণে চাপ প্রয়োগ এবং দেশের স্বার্থে, দেশীয় প্রযুক্তি রক্ষার স্বার্থে কি করণীয় তা তুলে ধরা অব্যাহত রাখবে৷ পত্রিকাটির আরো সাফল্য আসুক দেখতে চাই৷
জিয়া জহির
সদর, রংপুর
...........................................................................................
সাবধান!
বাংলাদেশে কিছু দিন পর পর প্রতারণা করার আইটেম আসে৷ এবার এসেছে কলসেন্টার৷ কলসেন্টার অবশ্যই ভালো ব্যবসায়৷ কিন্তু বাংলাদেশে যেহেতু বিষয়টি নতুন তাই এর সুযোগ নিতে তত্পর হবে অনেক হায় হায় প্রতিষ্ঠান৷ তারা প্রশিক্ষণ দেয়ার না সেন্টার খুলে বসবে৷ হাতিয়ে নেবে লাখ লাখ টাকা৷ যে শিক্ষার্থী প্রশিক্ষণ নিতে যাবে তার ভাগ্যে কিছুই জুটবে না৷ প্রতারণার শিকার হবে সে, যেমনটি হয়েছে কমপিউটার ও তথ্যপ্রযুক্তিবিষয়ক কোর্স করতে গিয়ে৷
কলসেন্টার কর্মী হওয়ার জন্য যা জানা প্রয়োজন তা হলো : স্পোকেন ইংলিশ, লিসেনিং, টেকনোলজি, যোগাযোগ দক্ষতা, আন্তর্জাতিক সংস্কৃতি সম্পর্কে ধারণা, নেতৃত্ব দেয়ার কৌশল, বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি পরিচালনা এবং আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে পারা৷ সর্বোপরি সাধারণ জ্ঞান তো লাগবেই৷ ৪ বা ৬ মাস প্রশিক্ষণ নিয়ে যদি আপনি এসব দক্ষতা অর্জন করতে পারেন তাহলে প্রশিক্ষণ নিতে পারেন, নইলে অর্থহীন৷ তাই কিছু করার আগেই ভাবুন৷ পরে মাঝপথে থেকে ফিরে আসলে একূল-ওকূল দুকূলই যাবে৷ সাবধান! কমপিউটার জগৎ এ ব্যাপারে সচেতনতা গড়ে তুলবে এই প্রত্যাশা রইলো৷
প্রিয়াংকা
বিএএফ শাহীন কলেজ, ঢাকা
...........................................................................................
তথ্যবহুল
কমপিউটার জগৎ-এর এপ্রিল সংখ্যায় প্রকাশিত বাংলাদেশে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে এসময়ের করণীয় শীর্ষক লেখাটি তথ্যবহুল হয়েছে৷ এমন তথ্যবহুল লেখা যত বেশি প্রকাশিত হবে ততই মঙ্গল৷
লেখক আইসিটি খাতের দ্রুত উন্নয়নের জন্য আইন ও নিয়ন্ত্রণ কাঠামো বাস্তবায়ন, বাংলাদেশকে আইসিটিচালিত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা, আইসিটিচালিত ব্যাংকিং খাত প্রতিষ্ঠা, দেশীয় সংস্কৃতি রক্ষণ ও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে আইসিটি শিক্ষার বিস্তারসহ আরো যেসব সুপারিশ করেছেন তার সবই বাস্তব সম্মত এবং এগুলো বাস্তবায়ন করা দেশের স্বার্থেই জরুরি৷ তবে মনে রাখা দরকার সুপারিশ করা যতটা সহজ, সেই সব সুপারিশ বাস্তবায়ন করা তার চেয়ে অনেক বেশি কঠিন৷ তবুও অসম্ভব বলে কিছু নেই৷ অন্যান্য দেশ এইসব পরিকল্পনা ও পদক্ষেপ বাস্তবায়ন করেই আজকের অবস্থানে দাঁড়িয়েছে৷ হঠাৎ শীর্ষে উঠে আসেনি৷ কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাংলাদেশও একদিন নিশ্চয়ই তথ্যপ্রযুক্তিভিত্তিক দেশে পরিণত হবে৷ এজন্য প্রয়োজন সঠিক নেতৃত্ব৷ প্রশ্ন হচ্ছে এমন নেতৃত্ব দেশে প্রতিষ্ঠিত হবে কবে? সেদিন হয়তো মুক্তি আসবে৷ যথাযথ কর্তৃপক্ষের এই প্রতিবেদন থেকে অনেক কিছু জানার আছে৷ কমপিউটার জগৎ-এর ১৭ বছর পূর্তিতে সবাইকে শুভেচ্ছা৷
অধিরা হোসেন
খিলগাঁও, ঢাকা
...........................................................................................
চমত্কার
কমপিউটার জগৎ-এর এপ্রিল সংখ্যার সব লেখাই চমত্কার৷ বিশেষ করে টেকনিক্যাল লেখাগুলো অন্যান্য লেখার তুলনায় বেশি ভালো লেগেছে৷ বাসায় অনুশীলন করার মতো অনেক জিনিস পাওয়া গেছে৷ আশা করি ভবিষ্যতেও এমন তথ্যবহুল টেকনিক্যাল লেখা পাবো৷ কমপিউটার জগৎ ১৭ বছর পূর্তি করতে পারায় সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন৷
মজার গণিত, আইসিটি শব্দফাঁ দ ও গণিতের অলিগলি সব সময়ই ভালো লাগে৷ সফটওয়্যারের কারুকাজ থেকেও অনেক কিছু জানার আছে৷ কমপিউটার জগতের খবরের ৮ পাতায় পাওয়া যায় গুরুত্বপূর্ণ অনেক খবর৷ এর প্রকাশনা অব্যাহত থাকুক এটাই কামনা৷
মনির আহমেদ
এলিফেন্ট রোড, ঢাকা