• ভাষা:
  • English
  • বাংলা
হোম > জন কুপার ইন হেলডোরেডো
লেখক পরিচিতি
লেখকের নাম: সৈয়দ হাসান মাহমুদ
মোট লেখা:১৪৪
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - মার্চ
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
কমপিউটার গেম
তথ্যসূত্র:
গেমের জগৎ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
জন কুপার ইন হেলডোরেডো



ওয়াইল্ড ওয়েস্ট বা বুনো পশ্চিম নামটি শুনলেই মনের পর্দায় ভেসে ওঠে ধু ধু প্রান্তর, বিস্তীর্ণ তৃণভূমিতে চড়ে বেড়ানো গরুর বিশাল পাল, আর ঘোড়ায় সওয়ার হওয়া কাউবয়দের ছোটাছুটির আবছা অবয়ব৷ এই বুনো পশ্চিমে যদি দেয়া হয় আপনাকে যাওয়ার সুযোগ, তবে কেমন হয় বলুন তো?

যারা ডেসপেরাডো :

ওয়ান্টেড ডেড অর এলাইভ গেমটি খেলেছেন, তাদের কাছে জন কুপার নামটি অচেনা নয়৷ এই গেম সিরিজের দ্বিতীয় পর্বটি ছিলো কুপারস রিভেঞ্জ৷ সম্প্রতি এই সিরিজের তৃতীয় পর্ব জন কুপার ইন হেলডোরাডো মুক্তি পেয়েছে৷ গেমটিতে ৬টি চরিত্র নিয়ে আপনাকে খেলতে হবে৷ এরা হলো প্রধান চরিত্র বাউন্টি হান্টার জন কুপার, সুন্দরী কোট, বিশালদেহী মেক্সিকান পাবলো, ডক্টর ম্যাকয়, রেড ইন্ডিয়ান হাক আই এবং আফ্রিকান নিগ্রো বংশোদ্ভূত স্যামুয়েল৷ ডেসপেরাডো-২-এ কুপার তার ভাইয়ের হত্যাকারী অ্যাঞ্জেল ফেসকে মেরে প্রতিশোধ নেয়, আর এই পর্বে অ্যাঞ্জেল ফেসের বিধবা স্ত্রী কুপারের ওপর প্রতিশোধ নেয়ার চেষ্টা করবে৷ সে ডক্টর ম্যাকয়কে জিম্মি রেখে কুপারকে দিয়ে বেআইনী কাজ করাবে এতে কুপারের ছবি ওয়ান্টেড লিস্টে যাবে, আর এই পদ্ধতিতে প্রতিশোধ নিতে সক্ষম হবে৷ তাই কুপার ও তার সঙ্গীদের নিয়ে অস্ত্র লুট, ট্রেন ডাকাতি, ব্যাংক ডাকাতিসহ নানারকম অপকর্ম করতে হবে৷ স্ট্র্যাটেজিক ভিউয়ের পাশাপাশি এতে থার্ড পারসন মোডেও খেলা যায়৷ প্রতিটি চরিত্রের আলাদা আলাদা লড়াই কৌশল ও অস্ত্র খেলার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেবে৷ গেমটিতে কম্বো অ্যাকশনগুলোর সঠিক ব্যবহার আপনার বুদ্ধিমত্তার পরিচয় দেবে৷ গেমটির গ্রাফিক্স ও সাউন্ড কোয়ালিটি অসাধারণ৷ খেলতে খেলতে হঠাত্ মনে হবে আপনি আঠারো শতকের বুনো পশ্চিমে সশরীরে বিচরণ করছেন৷ হাঁটাচলার শব্দ, গুলির শব্দের ধনি-প্রতিধ্বনি, বৃষ্টির শব্দ, বজ্রপাতের শব্দ খুবই চমত্কার করা হয়েছে৷ বুনো পশ্চিমের গা ছমছম করা পরিবেশে অবতীর্ণ হতে তৈরি হয়ে যান৷



যা যা প্রয়োজন

প্রসেসর : পি-৪, ১.৮ গিগাহার্টজ, ৠাম : ৫১২ মেগাবাইট গ্রাফিক্স কার্ড : ১২৮ মেগাবাইট, ডাইরেক্ট এক্স ৯.০সি সাপোর্টেড হার্ডডিস্ক : প্রায় ৪ গিগাবাইট খালি স্থান ফিডব্যক : Shmt_21@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৮ - মার্চ সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস