• ভাষা:
  • English
  • বাংলা
হোম > গেমের চিটাকোড
লেখক পরিচিতি
লেখকের নাম: সৈয়দ হাসান মাহমুদ
মোট লেখা:১৪৪
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১০ - এপ্রিল
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গেম
তথ্যসূত্র:
গেমের জগৎ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
গেমের চিটাকোড

বেশিরভাগ নতুন গেমের জন্য চিটকোড থাকে না। এসব গেমের ক্ষেত্রে ডেভেলপার মোডে গেমের কিছু ফাইলে লেখা বা কমান্ড বদল করে চিটমোড চালু করতে হয়। অনেক গেমের আবার সে ব্যবস্থাও থাকে না। সেসব ক্ষেত্রে ট্রেইনার নামে প্রোগ্রাম বানানো হয়, যা গেমের কিছু অপশন বদল করে তাতে চিটকোড প্রয়োগ করার সুবিধা দিয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এসব ট্রেইনার প্রোগ্রাম টাকার বিনিময়ে সংগ্রহ করতে হয়। তাই আপনাদের জানতে চাওয়া নতুন কিছু গেমের চিটকোড দেয়া সম্ভব হলো না, তবে যে কয়টিতে ট্রেইনার ছাড়া চিটমোড চালু করা যায় সেসব গেমের চিটকোড নিচে দেয়া হলো।

ডার্ক ভয়েড চিটকোড

গেমটির নির্দিষ্ট কোনো চিটকোড নেই, তবে গেমের ইনপুট ফাইলের কোডিংয়ে কিছু অদলবদল করে চিটমোড অ্যানাবল করা যায়। প্রথমে গেমটি যেখানে ইনস্টল করা হয়েছে সে লোকেশনে যেতে হবে এবং DefaultInput.ini নামের ফাইলটি খুঁজে বের করতে হবে। ফাইলটি খুঁজে পেতে CAPCOM\Dark Void\nativePC\SkyGame\Config-এ লোকেশনে যেতে হবে। ফাইলটির ওপরে রাইট বাটন ক্লিক করে তা থেকে রিড অনলি অপশনের টিক চিহ্ন তুলে দিতে হবে। এরপর ফাইলটি নোটপ্যাডে খুলতে হবে। নোটপ্যাডে খোলার পর DebugBindings লেখাটি খুঁজে তা বদলে লিখতে হবে Bindings। অর্থাৎ Debug লেখাটি কেটে দিয়ে ফাইলটি সেভ করতে হবে। এ কাজ করার আগে মূল ফাইলটির একটি ব্যাকআপ রেখে নেয়া ভালো। এরপর গেম চলাকালীন নিচে লিখিত অক্ষরগুলো চাপলে নির্দিষ্ট অক্ষরের জন্য নির্দিষ্ট চিট অ্যানাবল হবে।

G God Mode
U Replenish Ammo
X Commit Suicide

কল অব ডিউটি : মডার্ন ওয়ারফেয়ার ২ চিটকোড

এ গেমের বেলায়ও একই কাজ করতে হবে। গেমের ইনস্টলেশন ফোল্ডার থেকে বা মাই ডকুমেন্টে থাকা গেমের নামের ফোল্ডারটি থেকে বা নামের ফাইলটি খুঁজে বের করেতে হবে এবং তা নোটপ্যাডের সাহায্যে খুলতে হবে। নোটপ্যাডে খোলার জন্য ফাইলটির ওপরে রাইট বাটন ক্লিক করে তা ওপেন উইথ এ ক্লিক করে প্রোগ্রামের তালিকাগুলো থেকে নোটপ্যাড সিলেক্ট করতে হবে। নোটপ্যাডে ফাইলটি খোলার পর তাতে লেখা লাইনগুলোর একেবারে শেষে চলে যেতে হবে। শেষ লাইনের পরে seta thereisacow “1337” -এ লাইনটি যোগ করতে হবে। সেই সাথে নিচে দেয়া কমান্ডগুলোও লিখতে হবে।

Noclip : No Clipping Mode
Give ammo : Give Ammo
Notarget : Enemies Ignore You
God : God Mode

এরপর ফাইলটি সেভ করতে হবে। গেম চালানোর সময় এ চিটকোডগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হবে।
বি.দ্র. : সবসময় কোনো ফাইলকে এডিট করার আগে তার একটি ব্যাকআপ অর্থাৎ যে ফাইলটি এডিট করা হবে সে ফাইলটি কপি করে অন্য কোনো স্থানে রেখে দিতে হবে, যাতে কোনো সমস্যা হলে তা খুঁজে পাওয়া যায়। গেমে ফাইল এডিট করার কোনো সমস্যা দেখা দিলে এডিট করা ফাইল ডিলিট করে সরিয়ে রাখা মূল ফাইলটি আবার যথাস্থানে ফিরিয়ে আনতে হবে। তাহলে আর কোনো সমস্যা হবে না।

ফলআউট ৩

এ গেমে চিটকোড প্রয়োগ করার জন্য গেম চলাকালীন কীবোর্ডের বাম পাশের ওপরের দিকের Tilde (~) বাটন বা কী চাপতে হবে (সাধারণত Esc বাটনের নিচের বাটন)। এতে চিটকোড চালু হবে এবং নিচের লেখা কোডগুলো টাইপ করলে উল্লিখিত চিটটি সক্রিয় হবে।

advlevel - charge up your character monas charge
GetQuestCompleted - Complete current quest
getXPfornextlevel - Gain monas charge
help - List every console commands
modpca Y X - calculate represented come of tips to your S.P.E.C.I.A.L. Stats (Y = stat type, X = amount)
modpcs Y X - calculate represented come of tips to your skills (Y = stat type, X = amount)
player.setlevel X - Set cornetist charge (X = level)
player.additem 000000F X - Get represented come of caps (X = amount)
tmm1 - every mapmarkers
tdt - switch debug display
tlv - switch leaves
tgm - God mode
removefromallfactions-Remove cornetist from every factions
rewardKarma X-calculate represented come of Karma Points (X = amount)
setpccanusepowerarmor X-switch Power Armor use (X = 0 or 1)
setspecialpoints X-Set Special Points (X = amount)
settagskills X-Sets Tag Skill Points (X = amount)
tcl-No clipping style
addspecialpoints tenner - calculate represented come of Special tips (X = amount)
addtagskills tenner - Adds represented come of Tag Skill tips (X = amount)

লেফট ফর ডেড

এ গেমে চিটকোড প্রয়োগ করার ব্যাপারটি খুবই সহজ। গেম খেলার সময় Tilde (~) বাটনটি চাপলে চিট কনসোল চালু হবে এবং তাতে নিচের কোডগুলো প্রয়োগ করতে হবে।

Buddha - Receive damage, but will not die
give X - Give any item (where X = item name)
god - God Mode
impulse 10 - All weapons and ammunition
nb_blind 1 - Infected cannot see you
noclip - Walk through walls
sv_infinite_ammo 1 - Infinite ammunition (no reloads)
warp_all_survivors_here - Teleports all survivors to your position
warp_all_survivors_to_checkpoint - Teleports all survivors to the nearest checkpoint
warp_all_survivors_to_finale - Teleports all survivors to the finale
warp_to_start_area - Teleport yourself to the next chapter

দ্য সিমস ৩ চিটকোড

গেম খেলার সময় CTRL+SHIFT+C (CTRL+SHIFT+ WindowsKey+C (উইন্ডোজ ভিসতা ও সেভেনের ক্ষেত্রে) চাপলে চিট কনসোল চালু হবে এবং তাতে নিচের কোডগুলো প্রয়োগ করতে হবে।

constrainFloorElevation [true/false] - Force terrain adjustments regardless of objects, Sims, and other structures
enableLlamas - Enables llamas, obviously
jokePlease - Summon a joke
hideHeadlineEffects [on/off] - Hide all meters and effects
quit - Quit the game
help - Lists all available commands
slowMotionViz [x] - Slow motion, where [x] is 0-8 (0 is normal)
resetSim [x] - Resets the named Sim with neutral motives, no moodlets, and teleports Sim back home where [x] is first and last name
fps [on/off] - Toggles frames per second in upper right of HUD
fadeObjects [on/off] - Toggles object fade when camera zooms
testingcheatsenabled - Turns on Testing Cheats (See Below)
disableSnappingToSlotsOnAlt [on/off] - Hold Alt to avoid object snap when toggled
kaching - While on the lot, this gives you $1,000
motherlode - While on the lot, this gives you $50,000
moveobjects on/off - Move anything (including Sims) in your Buy/Build mode
familyFunds [x][y] - Give money to a family, where [x] is the family’s last name and [y] is the amount
fullscreen [on/off] - Toggles windowed mode
unlockOutfits [on/off] - Unlocks outfits in CAS (Create a Sim) mode. Note: Must be enabled before entering CAS

নতুন আসা গেম

জাস্ট কজ ২ (অ্যাকশন/অ্যাডভেঞ্চার)
দ্য সেটলারস ৭-পাথস টু এ কিংডম (স্ট্র্যাটেজি)
ম্যাজেস্টি ২-কিংমেকার (স্ট্র্যাটেজি)
প্লেইন সাইট (অ্যাকশন)
মাস ইফেক্ট ২-ফায়ারওয়াকার (রোল প্লেয়িং)
মেট্রো ২০৩৩ (ফার্স্ট পারসন শূটিং)
ড্রাগন এজ : অরিজিনস-এওয়েকনিং (রোল প্লেয়িং)
ড্রিমস্কেপ (অ্যাডভেঞ্চার)
সোল সারভাইভার (রিয়েল টাইম স্ট্র্যাটেজি)
মাউন্ট অ্যান্ড ব্লেড-ওয়ারব্যান্ড (রোল প্লেয়িং)
মরটাল অনলাইন (ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার)
জিটিএ ৪-দ্য লস্ট অ্যান্ড ড্যামনেড (অ্যাকশন)
সিরিয়াস স্যাম এইচডি-দ্য সেকেন্ড অ্যানকাউন্টার (ফার্স্ট পারসন শূটিং)
ট্যাঙ্ক এস (থার্ড পারসন শূটিং)
থ্রি কিংডোমস-দ্য ব্যাটল বিগিনস (ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার)
অল্টার ইগো (অ্যাকশন)
ডেডলিয়েস্ট ক্যাচ (অ্যাডভেঞ্চার)
ডাওন অব ওয়ার ২-ক্যাওস রাইজিং (রিয়েল টাইম স্ট্র্যাটেজি)
অ্যাসাসিনস ক্রিড ২ (অ্যাকশন/অ্যাডভেঞ্চার)
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস