• ভাষা:
  • English
  • বাংলা
হোম > ড্রাকেনসাং- দ্য ডার্ক আই
লেখক পরিচিতি
লেখকের নাম: সৈয়দ হাসান মাহমুদ
মোট লেখা:১৪৪
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৯ - জুলাই
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গেম
তথ্যসূত্র:
গেমের জগৎ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
ড্রাকেনসাং- দ্য ডার্ক আই


রোল প্লেয়িং গেমের খেলার মাঝে রয়েছে অন্যরকম মজা। কারণ রোল প্লেয়িং গেমে কোনো একটি নির্দিষ্ট চরিত্রকে নিয়ে গেমারকে খেলতে হয় এবং মারামারি করার চেয়ে এসব গেমে পাজলের সমাধান বের করা এবং নানাস্থানে বিশেষ কোনো তথ্য খুঁজে বেড়ানোটাই প্রাধান্য পায়। বেশিরভাগ রোল প্লেয়িং গেমের ডিসপ্লে হয় অনেকটা স্ট্র্যাটেজিক গেমের দৃশ্যের মতো। তবে কিছু ব্যতিক্রমও রয়েছে। কিছু আরপিজিতে এখন থার্ড পারসন মোড আনা হচ্ছে। এতে গেমটি খেলার আগ্রহ বাড়ার সাথে সাথে একঘেয়েমি দূর হয়। এমনি একটি গেম হচ্ছে ড্রাকেনসাং। এতে রোল প্লেয়িং ক্যারেক্টারকে নিয়ে থার্ড পারসন মোডে খেলতে হয়। গেমটি খেলার ধাঁচ অনেকটা রাইজ অব দ্য আর্গোনাটস-এর মতো। এটি ডেভেলপ করেছে রাডন ল্যাবস এবং পাবলিশ হয়েছে ডিটিপি এন্টারটেইনমেন্ট, টিএইচকিউ ও ইডিওস ইন্টারঅ্যাকটিভের ব্যানারে। গেমের পরিবেশ বানানোর কাজে ব্যবহার করা হয়েছে নেবুলা ডিভাইস নামের গেম ইঞ্জিন। এটি শুধু উইন্ডোজের জন্য মুক্তি দেয়া হয়েছে।





দ্য ডার্ক আই সিরিজের মধ্যে বেশ নামকরা হচ্ছে আর্টিকস নর্থল্যান্ডস ট্রিলজি। এ ট্রিলজির মধ্যে রয়েছে-Realms of Arkania : Blade of Destiny, Realms of Arkania : Star Trail I Realms of Arkania : Shadows over Rivar। এ সিরিজের আরো কিছু গেমের মধ্যে রয়েছে-Dark World, Village of Fear, Dragon’s Gate, Blade of Destiny, Star Trail, Shadows over Riva, Demonicon ইত্যাদি। যারা মোবাইলে গেম খেলতে পছন্দ করেন, তাদের জন্যও রয়েছে এই গেম সিরিজের বেশ কয়েকটি মোবাইল গেম। এগুলো হচ্ছে-The Caliph’s Daughter, Secret of The Cyclopes, Swamp of Doom, Among Pirates, Crypt Raiders, Dragon Raid, Arena ইত্যাদি। এ সিরিজের নতুন গেম ড্রাকেনসাং-দ্য রিভার অব টাইম মুক্তি পাবে ২০১০ সালে।

কজ ওয়েব

ফিডব্যাক : shmt_21@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
চলতি সংখ্যার হাইলাইটস