• ভাষা:
  • English
  • বাংলা
হোম > জার : দ্য বারডেন অব দ্য ক্রাউন
লেখক পরিচিতি
লেখকের নাম: অনিমেষ ‍আহমেদ
মোট লেখা:১৬
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৯ - সেপ্টেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গেমস
তথ্যসূত্র:
গেমের জগৎ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
জার : দ্য বারডেন অব দ্য ক্রাউন




এই গেমের নাম শুনেই রাশিয়ার জার সম্রাজ্যভিত্তিক কোনো গেম মনে করবেন না। এটি মধ্যযুগীয় কনকোয়ার সময়ের বর্বরতা ও জাতিগত বিভক্তি নিয়ে তৈরি করা হয়েছে। তবে নাম শুনে অনেকেই দ্বিধা-দ্বন্দ্বে পড়ে যান। নামেই বোঝা যায় এখানে নিজের রাজমুকুট তুলে ধরা নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়তে হবে।



স্ট্র্যাটেজিক গেমারদের মনে এক সময়ের সাড়া জাগানো গেম জার এখনো দোলা দেয়। সম্পূর্ণ ভিন্ন স্বাদের এই গেম খুব কম সময়ে জনপ্রিয়তা পেয়েছিল। যারা পুরনো গেম খেলতে ভালোবাসেন তারা এখনো এই গেমের স্বাদ নেন। এই গেমটি একটি রিয়েল টাইল স্ট্র্যাটেজিক গেম। টেক টু ইন্টার্যােকটিভ এই গেমটি ২০০০ সালে প্রকাশ করে। বুলগেরিয়াভিত্তিক গেম নির্মাতা প্রতিষ্ঠান হায়েমিমন্ট গেমস এই গেমটি তৈরি করে। এই গেমটি খুব বেশি ব্যবসায়িক সাফল্য হয়তো পায়নি। কিন্তু স্ট্র্যাটেজিক গেমারদের কাছে এই গেম এক অবিস্মরণীয় নাম।

এই গেমের গেমপ্লে খুবই অসাধারণ। মধ্যযুগীয় বর্বরতা ভেদ করে এগিয়ে যাওয়াই এই গেমের মূল উপজীব্য। মধ্যযুগ বলতে এখানে মেডিভল যুগকে বলা হচ্ছে। এই গেমের মূল লক্ষ্য হচ্ছে প্রতিবেশী রাজ্যসমূহকে নিয়ন্ত্রণে আনা। এক্ষেত্রে যুদ্ধ করে হোক বা অর্থনৈতিক আগ্রাসনের ভিত্তিতে হোক এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য। তবে নিজ রাজ্যের পাশাপাশি প্রতিবেশী রাজ্যসমূহকে বশে আনার জন্য তাদের রাজপ্রাসাদ ধ্বংস করে তাদের সব শৌর্য-বীর্য নিজ আভিজাত্য দিয়ে প্রতিস্থাপন করতে হবে। গেমে অনেকগুলো মোড আছে। কোন মোড দিয়ে আপনি শুরু করবেন তার ওপর ভিত্তি করে যুদ্ধকৌশল নির্ধারণ করতে হবে।

এই গেমে তিনটি জাতি দেয়া আছে। এর যেকোনো একটি দিয়ে আপনি শুরু করতে পারবেন। এই জাতি তিনটি হচ্ছে ইউরোপিয়ান, এশিয়ান এবং অ্যারাবিয়ান। জাতিগত কিছুটা পার্থক্য এই তিন জাতিতে আছে। তার নিদর্শন পাওয়া যায় এদের পোশাক-পরিচ্ছদ, দালান, সৈন্য এবং আচরণে। এমনকি যুদ্ধের কৌশলেও এর পরিবর্তন দেখতে পাওয়া যাবে। আপনি আলাদা আলাদা জাতিতে একই যুদ্ধের কমান্ড দিলেও জাতিগত কারণে তার বাস্তবায়নে ভিন্নতা দেখা যাবে।



আগেই বলা হয়েছে এই গেম একটি খাঁটি রিয়েল টাইম স্ট্র্যাটেজিক গেম। রিয়েল টাইম স্ট্র্যাটেজিক গেমের মাহাত্ম হচ্ছে এখানে প্রথমেই ম্যাপ থেকে প্রয়োজনীয় রিসোর্স সংগ্রহ করতে হবে। প্রয়োজনীয় রিসোর্স সংগ্রহ করার পর তা দিয়ে প্রয়োজনীয় কনস্ট্রাকশনসমূহ তৈরি করতে হবে। কনস্ট্রাকশন তৈরি করার পর তা থেকে সৈন্য তৈরি করে নিজের সুরক্ষা বাড়ানোর পাশাপাশি শত্রুদের দমন করতে হবে। এটাই হচ্ছে রিয়েল টাইম স্ট্র্যাটেজিক গেমের আনন্দ। এই গেমে একাধারে আপনাকে রাজনীতি, অর্থনীতি, শহরায়ন, ধর্মীয় ব্যবস্থাপনা ইত্যাদি নানাদিকে লক্ষ রাখতে হবে। তাই সময় নিয়ে মাথা ঠান্ডা রেখে গেম চালাতে হবে। আর ঠান্ডা মাথায় না খেললে এই গেমের প্রতিটি মিশনে জেতার সম্ভাবনা খুব কম থাকবে। তাই খেলার সময় খুব ধীরেসুস্থে এই গেম খেলুন। সময় যত লাগুক তা গেমে কোনো প্রভাব ফেলবে না। তাড়াহুড়া করলে হিতে বিপরীত হবে।

এই গেমে জাতিবিভক্ত করে আলাদা আলাদা ক্যাম্পেইনের ব্যবস্থা রাখা হয়েছে। ক্যাম্পেইনগুলো সবই সিঙ্গেল প্লেয়ারের। এই গেমে মাল্টিপ্লেয়ার অপশন থাকলেও তা খুব একটা কার্যকর নয়। তাছাড়া এই গেমে ম্যাপ এডিটর আছে। এই ম্যাপ এডিটরের সাহায্যে নিজের পছন্দসই ম্যাপ তৈরি করে নিয়ে মাল্টিপ্লেয়ার গেমের আয়োজন করা যাবে।

এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে স্ট্র্যাটেজিক গেম হলেও এই গেম কোনো পৌরাণিক কাহিনীনির্ভর গেম নয়। এটি একটি খাঁটি মধ্যযুগীয় ঐতিহাসিক গেম। আরবদের নিয়ে খুব কমই স্ট্র্যাটেজিক গেম তৈরি করা হয়েছে অতীতে। এই গেম তার ব্যতিক্রম। একেকটি করে লেভেল অতিক্রম করার পাশাপাশি নতুন নতুন উদ্যম নিয়ে পরের লেভেল খেলার জন্য এগিয়ে যাবার যথেষ্ট রসদ এই গেমে আছে।

এই গেমের গ্রাফিক্স বেশ ভালো। টুডি গেম এমনভাবে তৈরি করা হয়েছে যাতে মনে হয় এটি একটি খাঁটি থ্রিডি গেম। গেমের অডিও এবং মিউজিক সেই সময়ের তুলনায় বেশ ভালোই বলতে হবে। তাছাড়া এই গেমের ক্যাম্পেইনগুলো ইন্টারলিঙ্কড। প্রতিটি ক্যাম্পেইনের সাথে প্রতিটির সংযোগ রাখা হয়েছে। ফলে ঐতিহাসিক ঘটনার ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে নিপুণভাবে। তবে লেভেলভিত্তিক ভিডিওর ব্যবস্থা না থাকলেও গ্রাফিক্স এবং গেম ইউনিটগুলো দিয়ে এই গেমের সীমাবদ্ধতাগুলো চমৎকারভাবে দূর করা হয়েছে।

পুরনো গেমগুলোর সুবিধা হচ্ছে যেকোনো সিস্টেমে এসব গেম চালানো যায়। এই গেমটিও এমন। এর রিকোয়ারমেন্টস খুবই কম। পেন্টিয়াম বা সমমানের সিস্টেমেও এই গেম চমৎকার চলবে। এই গেম এমন একটি শক্তিশালী মাধ্যম, যার সাহায্যে বিনোদনের পাশাপাশি এমন সব অভিজ্ঞতা অর্জন করা যায় যা বাস্তব জীবনে সবার পক্ষে অর্জন করা সম্ভব হয়ে ওঠে না। মধ্যযুগীয় বর্বর ইতিহাস সম্পর্কে এই গেম প্রায় সবটুকু ধারণা দেবার জন্য যথেষ্ট।

এই গেমটি ইন্টারনেটে পাওয়া যায়। একে ডাউনলোড করে ইনস্টল করে খুব সহজেই যেকোনো সিস্টেমে চালাতে পারবেন। যেকোনো বলছি এই কারণে যে এর রিকোয়ারমেন্টস এতই কম যে সব পিসিতে এই গেম চালানো সম্ভব। খুঁজে না পেলে এই লিঙ্ক থেকে গেমটি ডাউনলোড করে নিন। http://games.softpedia.com/ get/Games-Demo/TZAR-The-Burden-of-the-Crown-Demo.shtml ;
http://www.gamespot.com/pc/strategy/tzartheburdenofthecrown/downloads.html

যা যা প্রয়োজন

প্রসেসর : পেন্টিয়াম বা তদুর্ধ, এএমডি কে ৬ বা তদুর্ধ
গ্রাফিক্স কার্ড : ১ মেগাবাইট বা তদুর্ধ
র্যা ম : ১৬ মেগাবাইট বা তার বেশি।

কজ ওয়েব

ফিডব্যাক : onimeshcse@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
চলতি সংখ্যার হাইলাইটস