• ভাষা:
  • English
  • বাংলা
হোম > গারসাস্প
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১১ - অক্টোবর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গেম
তথ্যসূত্র:
গেমের জগৎ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
গারসাস্প

পারস্যের রাজপুত্র বা প্রিন্স অব পারসিয়া গেম সিরিজের ভক্ত যারা, তাদের জন্য আরেকটি সুখবর হচ্ছে পারস্যের কাহিনী নিয়ে বের হয়েছে আরেকটি গেম। তবে এবারের গেমে কোনো রাজপুত্রকে নিয়ে নয়, খেলতে হবে দুর্ধর্ষ এক যোদ্ধাকে নিয়ে। লড়াকু এ যোদ্ধার নাম গারসাস্প। গেমের কাহিনী অনেকটা আরব্য রজনীর কাহিনীর মতোই। গেমের চরিত্রটি ইরানের মিথোলজির একটি অন্যতম চরিত্র। ভয়ানক এ যোদ্ধার কাহিনী নিয়ে গেম বানানো শুরু করে ফানাফজার শারিফ গেম স্টুডিও, কিন্তু তারা গেমটি শেষ করতে পারেনি। তাদের অসমাপ্ত কাজ শেষ করার জন্য এগিয়ে আসে ডেড মেইজ ইঙ্ক। গেমটি ডেভেলপ শেষে পাবলিশ হয় জাস্ট এ গেম নামের প্রতিষ্ঠানের ছত্রছায়ায়। গেমটি অনলাইনে ডিস্ট্রিবিউট করে স্টিম ও গেমারসগেট। গেমটি উইন্ডোজ ও লিনআক্স ভার্সনের জন্য বের করা হয়েছে।



গেমের কাহিনী গড়ে উঠেছে পারস্যকে কেন্দ্র করে। পারস্যের রাজা ফেরেদুনের নেতৃত্বে তার বাহিনী আজহি ডাহাকা বা জাহহাক নামের শয়তানকে পরাজিত করে ডেমাভান্ড পাহাড়ে বন্দি করে ফেলে। কিন্তু শয়তান ডাহাকার চেলারা তাকে আবার মুক্ত করে ফেলে। তারপর তার শয়তানি দল কুনিরাত শহরের নানা জায়গায় নিজেদের দল ভারি করতে থাকে। দল বেঁধে তারা মানুষের অনিষ্ট করার কাজে লেগে যায়। দেব-দানোর অত্যাচারে মানুষের বাঁচাই দায় হয়ে যায়। মরার উপর খাঁড়ার ঘা হিসেবে আবির্ভূত হয় শয়তান জাহুকর হিটাস্প। সে তার রাজ্য গড়ে তোলে দুর্গম পাহাড়ি এলাকা ফারানবাগে। সেখানে সে গড়ে তোলে তার দৈত্য-দানবের বিশাল বাহিনী। ক্ষণে ক্ষণে সে আক্রমণ চালায় মানব বসতিতে। এক পর্যায়ে গারসাস্পের ভাই ওরোক্সিয়া মারা পড়ে নিজের গ্রাম রক্ষা করতে গিয়ে। ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেয়ার জন্য মরিয়া হয়ে ওঠে গারসাস্প। মনস্টার স্লেয়ার হিসেবে খ্যাত গারসাস্প যোদ্ধার সাথে তার তলোয়ার নিয়ে বেরিয়ে পড়ে অভিযানে।

গেমটি থার্ড পারসন অ্যাকশন ধাঁচের গেম। গেমটিতে শুধু অ্যাকশনই নয়, এতে আছে অ্যাডভেঞ্চার ও পাজল গেমের স্বাদ। গেমের কিছু কিছু স্থান খেলার সময় মনে হবে প্রিন্স অব পারসিয়ার কোনো গেম খেলছেন। আর লড়াই করার সময় মনে হবে গড অব ওয়ারের মতো মারদাঙ্গা কোনো গেম খেলছেন। তবে গেমের মূল হচ্ছে দৈত্য-দানবের সাথে লড়াই করা। ভারি ভারি অস্ত্র নিয়ে মোকাবেলা করতে হবে। গেমের লড়াই কৌশলে যোগ করেছে নতুন মাত্রা। গেমের প্লেয়ারের রেজ মিটার থাকবে, মিটার ফুল হলে শক্তিশালী আঘাত হানা যাবে এবং তা দিয়ে বড় আকারের দানবকে ধরাশায়ী করা যাবে। কাল্পনিক কাহিনীর আধারে নির্মিত অ্যাকশন-অ্যাডভেঞ্চার ধাঁচের বেশ উপভোগ্য গেমটি সবার নজর কাড়বে।

গেমটি চালানোর জন্য তেমন ভালোমানের পিসির দরকার নেই। কারণ এটি ইন্টেল পেন্টিয়াম ৪ মানের ২.৮ গিগাহার্টজ গতির প্রসেসরে আরামে চলবে। এক্সপির ক্ষেত্রে ১ গিগাবাইট ও ভিসতা/সেভেনের ক্ষেত্রে ২ গিগাবাইট র্যাবম, পিক্সেল শেডার ৩.০ সাপোর্টেড ২৫৬ মেগাবাইট মেমরির গ্রাফিক্স কার্ড (ন্যূনতম এনভিডিয়া জিফোর্স ৬৬০০ বা এটিআই রাডেওন এক্স ১৩০০) এবং



কজ ওয়েব
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস