এ বছর বেশ কিছু ভালো ফাস্ট পারসন শুটিং গেম বাজারে এসেছে। এগুলোর মধ্যে অন্যতম হলো ব্যাটলফিল্ড ৩, হোম ফ্রন্ট, রেজ, এক্সকম, ব্রিঙ্ক, ডুম ৪, কল অব ডিউটি মডার্ন ওয়ারফেয়ার ৩, ফেয়ার ৩, রেজিস্টেন্স ৩ ও কিলজোন ৩। ভালো ফাস্ট পারসন গেমগুলোর তালিকা ভারি করার জন্য আরেকটি গেম বাজারে এসেছে, যার নাম হার্ড রিসেট। নামকরা গেম পেইনকিলারের ডেভেলপার টিম পিপল ক্যান ফ্লাইয়ের সদস্য এবং সিডি প্রজেক্ট রেড ও সিটি ইন্টারেকটিভের ডেভেলপার টিম মিলে বানানো নতুন টিম দ্য ফ্লাইং ওয়াইল্ড হগ ডেভেলপ করেছে হার্ড রিসেট নামের গেমটি। গেমটি বাজারে এনেছে ভালভ করপোরেশন। গেমটি বানানো হয়েছে রোড হগ ইঞ্জিন দিয়ে এবং তা শুধু উইন্ডোজ প্লাটফর্মের জন্য বানানো হয়েছে। সায়েন্স ফিকশনভিত্তিক এ গেমটিতে শুধু সিঙ্গেল প্লেয়ার অপশন রয়েছে, মাল্টিপ্লেয়ার অপশন নেই। গেমটি মূলত ব্লেড রানার গেমের কাহিনী ও সিরিয়াস স্যামের দুর্দান্ত গেমপ্লের ওপরে ভিত্তি করে বানানো। তাই গেমটি বেশ উপভোগ্য ও উত্তেজনাকর হয়েছে।
গেমে ২৪৩৬ সালের পটভূমিতে বেজোয়ার সিটিতে ফ্লেচার নামের এক দক্ষ সৈনিকের ভূমিকায় সেন্টিনেল অব স্যাঙ্কচুয়ারির নির্দেশ অনুসারে বহিরাগত কিছু রোবট ও মেশিনের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং শহর ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। গেমে বেশ কিছু সিক্রেট লোকেশন আছে, যা খুঁজে বের করতে পারলে বোনাস পাওয়া যাবে। গেমে বেশ সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে রাস্তার পাশে বিভিন্ন ঝলমলে নিয়ন সাইন দিয়ে বানানো বিজ্ঞাপনচিত্র, ইলেকট্রিক্যাল মেশিন, অদ্ভুত ডিজাইনের বেশ কিছু গাড়ি এবং বেশ কিছু বিস্ফোরণযোগ্য বস্ত্ত। গেমে মেশিনের সংখ্যা অনেক, ফলে তাদের সাথে গুলি করে একে একে খতম করে বাজি জেতা বেশ কষ্টকর। তাই তাদের কৌশলে কোনো বিস্ফোরক বস্ত্তর কাছাকাছি নিয়ে যেতে হবে এবং তা ফাটিয়ে তাদের বিনাশ করতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে প্লেয়ার বিস্ফোরণের কাছাকাছি থাকলে সেও আহত হবে। গেমের রাস্তার পাশে কিছু মেশিন থাকবে যার সাহায্যে অস্ত্র ও গোলাবারুদ আপগ্রেড করা যাবে। ইলেকট্রিক মেশিনগুলো ব্যবহার করার কৌশল বেশ অভিনব এবং মজার।
গেমের গ্রাফিক্স বেশ উঁচুমানের, তাই সাধারণ গ্রাফিক্স কার্ডে খেলার সময় গেমটি স্লো চলবে। কারণ গেমের বেশিরভাগ সময় বিভিন্ন বিস্ফোরণের মাধ্যমে শত্রুদের ঘায়েল করতে হবে, তাই গ্রাফিক্স কার্ড ও প্রসেসরের ক্ষমতা ভালো না হলে বিস্ফোরণের সময় সমস্যা দেখা দেবে। গ্রাফিক্স সেটিং বদল করার কোনো অপশন রাখা হয়নি, এটি গেমটির একটি খারাপ দিক বলা যায়। চমৎকার সাউন্ড ইফেক্ট এবং পিলে চমকানো বিস্ফোরণ কানে তালা লাগিয়ে দেবে। গেমটির অসাধারণ অ্যানিমেটেড গেম লোডিং স্ক্রিন ও ইন্টারেকটিভ গেম মেনু যেকোনো গেমারকে তাক লাগিয়ে দেবে। গেমের ক্যারেক্টার ভয়েস কোয়ালিটি এবং অবজেক্ট রেসপন্স বেশ ভালোমানের। তাই গেমটি খেলে সবার বেশ ভালো লাগবে। যারা সাধারণত ফাস্ট পারসন শুটিং গেম খেলেন না তাদেরও গেমটি ভালো লাগবে।
গেমটি চালাতে লাগবে ইন্টেল পেন্টিয়াম ফোর ২.৬ গিগাহার্টজের প্রসেসর, ২ গিগাবাইট র্যাম, ৫১২ মেগাবাইট মেমরি পিক্সেল শেডার ৩.০ সাপোর্টেড গ্রাফিক্স কার্ড (ন্যূনতম এনভিডিয়া জিফোর্স ৮৮০০ জিএস বা এটিআই রাডেওন ৩৮৭০) এবং ৪ গিগাবাইট হার্ডডিস্ক স্পেস
কজ ওয়েব