লেখক পরিচিতি
লেখকের নাম:
প্রকাশ কুমার দাস
মোট লেখা:৫৫
লেখা সম্পর্কিত
২০২১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক আলোচনা
২০২১ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক আলোচনা
বষয় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড : ১৫৪)
প্রকাশ কুমার দাস
প্রশ্নে কোনো দাগ/কাটাকাটি করা যাবে না
১। অ্যানালিটিক্যাল ইঞ্জিন গণনা যন্ত্রটি কে আবিষ্কার করেন?
ক. স্টিভ জজনিয়াক খ. চার্লস ব্যাবেজ
গ. বিল গেটস ঘ. মার্ক জাকারবার্গ
২। গুগলিয়েল মোমার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
ক. নিউজিল্যান্ড খ. মেক্সিকো
গ. ইতালি ঘ. জার্মানি
৩। একস্থান থেকে অন্যত্র তথ্য প্রেরণে বিজ্ঞানী গুগলিয়েল মোমার্কনি
কোনটি ব্যবহার করেছিলেন?
ক. বেতার তরঙ্গ খ. অতিদীর্ঘ তরঙ্গ
গ. আণবিক শক্তি ঘ. ফাইবার অপটিকস
৪। কম্পিউটার জগতে বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান
কোনটি?
ক. অফড়নব খ. উবষষ
গ. অঢ়ঢ়ষব ঘ. এড়ড়মষব
৫। শিল্পবিপ্লব কবে সংঘটিত হয়েছিল?
ক. সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে
খ. অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে
গ. ঊনবিংশের শেষে ঘ. বিংশ শতাব্দীতে
৬। শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির
প্রয়োগকে কী বলে?
ক. ডিজিটাল অবস্থা খ. ই-গভর্ন্যান্স
গ. সুশাসন ঘ. ইলেকট্রনিক পদ্ধতি
৭। ই-সার্ভিসের মাধ্যমে যেকেউ কোন মাধ্যম ব্যবহারে সেবা গ্রহণ
করতে পারে?
র. ইন্টারনেট
রর. মোবাইল ফোন
ররর. অনলাইন
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৮। দেশের হাসপাতালগুলোতে বর্তমানে কোন ধরনের সেবা প্রদান
করা হচ্ছে?
ক. ই-পর্চা খ. ই-কমার্স
গ. টেলিমেডিসিন ঘ. ই-টিকেটিং
৯। টেম্পোরারি ফাইল তৈরি হলে কী হতে পারেÑ
ক. ফ্লপি ড্রাইভের গতি কমে যাবে
খ. হার্ডডিস্কের অনেক জায়গা দখল হবে
গ. কাজের গতি বেড়ে যাবে ঘ. ফাইল //////////
১০। ইন্টারনেট ব্যবহার করলে কম্পিউটারের ক্যাশ মেমোরিতে জমা হয়Ñ
র. কুকিজ
রর. টেম্পোরারি ফাইল
ররর. আপডেট ফাইল
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১১। সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবেÑ
র. হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কি-না
রর. এন্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করা হয়েছে কি-না
ররর. অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কি-না
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
১২। অপারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণে কী করতে হয়?
ক. হালনাগাদ খ. নতুন তৈরি
গ. রিপেয়ার ঘ. আনইনস্টল
১৩। আইসিটি যন্ত্রগুলো মূলত কিসের মাধ্যমে পরিচালিত হয়?
ক. হার্ডওয়্যার খ. বিদ্যুৎ
গ. সফটওয়্যার ঘ. ব্যবহারকারী
১৪। পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে কোন বিষয়টি খেয়াল রাখা জরুরি?
ক. পাসওয়ার্ডটি সহজ হয় খ. পাসওয়ার্ডটি যেন মৌলিক হয়
গ. সহজে মনে রাখা যায় ঘ. পাসওয়ার্ডটি ছোট হয়
১৫। কোনটি সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক সাইট?
ক. গুগল প্লাস খ. টুইটার
গ. ইনস্টাগ্রাম ঘ. সবগুলো
১৬। সফটওয়্যার পাইরেসি করাÑ
ক. অপরাধ খ. আইনের আওতামুক্ত
গ. আসক্তি ঘ. হ্যাকিং
১৭। সৃজনশীল কর্মের স্রষ্টাকে তার কর্মের বিনিয়োগের সুফল ভোগ
করার অধিকার দিয়েছে কে?
ক. কপিরাইট খ. কপিরাইট আইন
গ. তথ্য অধিকার আইন ঘ. মানবাধিকার সংস্থা
১৮। তথ্য অধিকার আইনের কত ধারায় আইনের আওতামুক্ত
বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে?
ক. সপ্তম খ. অষ্টম
গ. নবম ঘ. দশম
১৯। ওয়ার্ড প্রসেসরের সাহায্যে কোনটি করা যায়?
ক. ছবি আঁকা খ. লেখালেখি করা
গ. হিসাব-নিকাশ করা ঘ. কথা বলা
২০। ওয়ার্ড প্রসেসরে প্রয়োজনীয় ডকুমেন্টটি কী আকারে সংরক্ষণ
করলে সময় সাশ্রয় হয়?
ক. পিডিএফ খ. ওয়ার্ড
গ. টেমপ্লেট ঘ. ইমেজ
২১। ওয়ার্ড প্রসেসর উইন্ডোর কোথায় অফিস বাটনের অবস্থান?
ক. নিচের বাম দিকে কোনায় খ. স্ট্যাটাস বারে
গ. উপরের বাম দিকে কোনায় ঘ. রিবনে
২২। ওয়ার্ড প্রসেসরে লেখালেখির সাজসজ্জার প্রক্রিয়াকে কী বলা হয়?
ক. সাজসজ্জা খ. ফন্ট
গ. ফরম্যাটিং টেক্সট ঘ. ডেটা প্রসেসিং
২৩। ওহংবৎঃ বাটনের নিকটস্থ বাম পাশের বাটন কোনটি?
ক. ঐড়সব খ. ঙভভর পব
গ. জবভবৎবহপব ঘ. ঞধনষব
২৪। ঐবধফবৎ ধহফ ঋড়ড়ঃবৎ কোথায় থাকে?
ক. ঐবধফবৎ ঋড়ড়ঃবৎ ট্যাবে খ. ঈষরঢ়নড়ধৎফ-এ
গ. ওহংবৎঃ ট্যাবে ঘ. জবভবৎবহপবং ট্যাবে
২৫। স্প্রেডশিট প্রোগ্রামের বৈশিষ্ট্যÑ
র. গ্রাফভিত্তিক কাজ করা
রর. বুলেটের ব্যবহার
ররর. সূত্রের ব্যবহারভিত্তিক কাজ করা
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
২০২১ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতি
বিষয় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড : ২৭৫)
প্রশ্ন-১। কমিউনিকেশন সিস্টেম কী?
উত্তর : যে পদ্ধতির মাধ্যমে যোগাযোগ
প্রযুক্তি ব্যবহার করে তথ্য ও ভিডিও আদানপ্রদান করা হয়, তাই কমিউনিকেশন সিস্টেম।
প্রশ্ন-২। ডেটা কমিউনিকেশন কী?
উত্তর : কোনো ডেটাকে এক স্থান থেকে
অন্য স্থানে অথবা এক ডিভাইস থেকে অন্য
ডিভাইসে অথবা একজনের ডেটা অন্যজনের
নিকট বাইনারি পদ্ধতিতে স্থানান্তর করার
পদ্ধতি হলো ডেটা কমিউনিকেশন।
প্রশ্ন-৩। ব্যান্ডউইডথ কী?
উত্তর : এক কম্পিউটার থেকে অন্য
কম্পিউটারে বা এক স্থান থেকে অন্য স্থানে
ডেটা স্থানান্তরের হার হলো ব্যান্ডউইডথ।
প্রশ্ন-৪। ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কী?
উত্তর : যে প্রক্রিয়ায় ডেটা ট্রান্সমিশন
সিস্টেমে প্রেরক যন্ত্র থেকে ডেটা গ্রাহক যন্ত্রে
ট্রান্সমিট হয়, তাই ডেটা ট্রান্সমিশন পদ্ধতি।
প্রশ্ন-৫। এসিনক্রোনাস ট্রান্সমিশন কী?
উত্তর : যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে
প্রেরক থেকে ডেটা গ্রাহকে ক্যারেক্টার বাই
ক্যারেক্টার ট্রান্সমিট হয়, তাই এসিনক্রোনাস
ট্রান্সমিশন।
প্রশ্ন-৬। সিনক্রোনাস ট্রান্সমিশন কী?
উত্তর : যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে
প্রেরক থেকে প্রতিবারে ৮০ থেকে ১৩২টি
ক্যারেক্টারের একটি বøক ট্রান্সমিট করা হয়,
তাই সিনক্রোনাস ট্রান্সমিশন।
প্রশ্ন-৭। আইসোক্রোনাস ট্রান্সমিশন কী?
উত্তর : যে পদ্ধতিতে প্রেরক থেকে
প্রাপক অনেকগুলো অক্ষর নিয়ে একটি করে
বøক তৈরি করে একসাথে একটি বøক আকারে
ডেটা পাঠানো হয়, তাই আইসোক্রোনাস
ট্রান্সমিশন।
প্রশ্ন-৮। ডেটা ট্রান্সমিশন মোড কী?
উত্তর : এক কম্পিউটার থেকে দূরবর্তী
কোনো কম্পিউটারে ডেটা ট্রান্সমিট করতে
যে পদ্ধতি ব্যবহার করা হয়, তাই ডেটা
ট্রান্সমিশন মোড।
প্রশ্ন-৯। সিমপ্লেক্স মোড কী?
উত্তর : যে পদ্ধতিতে ডেটা শুধু একদিকে
প্রেরণ করা যায়, তাই সিমপ্লেক্স মোড।
প্রশ্ন-১০। হাফ-ডুপ্লেক্স মোড কী?
উত্তর : যে পদ্ধতিতে উভয় দিক থেকে
ডেটা আদান-প্রদানের ব্যবস্থা থাকে কিন্তু তা
একসাথে সম্ভব নয়, তাই হাফ-ডুপ্লেক্স মোড।
প্রশ্ন-১১। ফুল-ডুপ্লেক্স মোড কী?
উত্তর : যে পদ্ধতিতে ডেটা একই সাথে
উভয় দিকে আদান-প্রদান করা যায়, তাই
ফুল-ডুপ্লেক্স মোড।
প্রশ্ন-১২। ইউনিকাস্ট কী?
উত্তর : নেটওয়ার্কের কোনো একটি
নোড (কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোনো
যন্ত্রপাতি) থেকে ডেটা প্রেরণ করলে তা
নেটওয়ার্কের অধীনস্থ শুধুমাত্র একটি নোডই
গ্রহণ করে, তাই ইউনিকাস্ট বলে।
প্রশ্ন-১৩। ব্রডকাস্ট মোড কী?
উত্তর : নেটওয়ার্কের কোনো একটি
নোড (কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোনো
যন্ত্রপাতি) থেকে ডেটা প্রেরণ করলে তা
নেটওয়ার্কের অধীনস্থ সব নোডই গ্রহণ করে,
তাকে ব্রডকাস্ট মোড বলে।
প্রশ্ন-১৪। ডেটা কমিউনিকেশনের মাধ্যম কী?
উত্তর : প্রেরক ও প্রাপক কম্পিউটারের
মধ্যে ডেটা আদান-প্রদানের জন্য সংযোগ
ব্যবস্থা হলো চ্যানেল।
প্রশ্ন-১৫। ডেটা কমিউনিকেশনের মাধ্যম কী?
উত্তর : চ্যানেল বাস্তবায়নের জন্য যেসব
মাধ্যম বা পদ্ধতি ব্যবহার করা হয়, তাই
ডেটা কমিউনিকেশনের মাধ্যম।
প্রশ্ন-১৬। কো-এক্সিয়াল ক্যাবল কী?
উত্তর : যে ক্যাবল দিয়ে ক্যাবল টিভি
বা ডিস টিভির সংযোগ দেওয়া হয় এবং
কপার তারের মধ্য দিয়ে ডেটা তরঙ্গাকারে
পরিবাহিত হয়, তাই কো-এক্সিয়াল ক্যাবল।
প্রশ্ন-১৭। অপটিক্যাল ফাইবার ক্যাবল কী?
উত্তর : হাজার হাজার কাচের তন্তু দিয়ে
যে ক্যাবলের মাধ্যমে আলোর গতিতে ডেটা
আদান-প্রদান করা হয়, তাকে অপটিক্যাল
ফাইবার ক্যাবল বলে। এ ক্যাবলের মধ্য
দিয়ে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে লেজার রশ্মি
ব্যবহার করা হয়।
প্রশ্ন-১৮। মাল্টিকম্পোনেন্ট কাচ কী?
উত্তর : অপটিক্যাল ফাইবার ক্যাবল
তৈরির উপাদানগুলো যেমনÑ সোডা বোরো
সিলিকেট কাচ, সোডা লাইম সিলিকেট কাচ,
সোডা অ্যালুমিনা সিলিকেট কাচ ইত্যাদিতে
মাল্টিকম্পোনেন্ট কাচ ব্যবহার হয়।
প্রশ্ন-১৯। মাইক্রোওয়েভ কী?
উত্তর : মাইক্রোওয়েভ এক ধরনের
তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এটি সেকেন্ডে প্রায়
১ এঐু (১ গিগাহার্টজ) তরঙ্গ দৈর্ঘ্যে কাজ
করে। এর তরঙ্গ দৈর্ঘ্য সীমা ০.৩ এঐু থেকে
৩০০ এঐু।
প্রশ্ন-২০। ইনফ্রারেড কী?
উত্তর : ডিভাইস থেকে ডিভাইসে তথ্য
পাঠানোর জনপ্রিয় প্রযুক্তি হলো ইনফ্রারেড।
প্রশ্ন-২১। বøু-টুথ কী?
উত্তর : দুই বা ততোধিক যন্ত্রের মধ্যে
সংযোগ স্থাপনের লক্ষ্যে তারের ব্যবহার
শুরু হয়েছে। দুই বা ততোধিক যন্ত্রের মধ্যে
তারবিহীন যোগাযোগের পদ্ধতি হচ্ছে বøু-টুথ।
প্রশ্ন-২২। ডর-ঋর কী?
উত্তর : ডর-ঋর-এর পূর্ণ রূপ হলো
ডরৎবষবংং ঋরফবষরঃু। ডর-ঋর হচ্ছে লোকাল
এরিয়া নেটওয়ার্ক ব্যবস্থা, যেখানে বহনযোগ্য
কম্পিউটারের যন্ত্রপাতির সাথে সহজে
ইন্টারনেট যুক্ত করা যায়।
প্রশ্ন-২৩। ডর-গঅঢ কী?
উত্তর : ডর-গঅঢ-এর পূর্ণ রূপ
হলো ডড়ৎষফরিফব ওহঃবৎড়ঢ়বৎধনরষরঃু ভড়ৎ
গরপৎড়ধিাব অপপবংং। ডর-গঅঢ একটি
টেলিকমিউনিকেশন প্রটোকল, যা মোবাইল
ইন্টারনেটে ব্যবহার হয়।
প্রশ্ন-২৪। খঅঘ কী?
উত্তর : খঅঘ শব্দের পূর্ণ নাম খড়পধষ
অৎবধ ঘবঃড়িৎশ। সাধারণত একটি নির্দিষ্ট
দূরত্বে ক্যাবলের মাধ্যমে এক কম্পিউটারের
সাথে অন্য কম্পিউটার সংযুক্ত করে তথ্য
আদান-প্রদানের ব্যবস্থা হলো খঅঘ।
প্রশ্ন-২৫। গঅঘ কী?
উত্তর : গঅঘ-এর পূর্ণ নাম
গবঃৎড়ঢ়ড়ষরঃধহ অৎবধ ঘবঃড়িৎশ। একই
শহরের বিভিন্ন স্থানের কম্পিউটারের মধ্যে যে
সংযোগ স্থাপন করা হয়, তাই হলো গঅঘ।
প্রশ্ন-২৬। মডেম কী?
উত্তর : মডেম একটি কমিউনিকেশন
ডিভাইস, যা তথ্যকে এক কম্পিউটার থেকে
অন্য কম্পিউটারে টেলিফোন নেটওয়ার্ক
ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দেয়।
প্রশ্ন-২৭। রাউটার কী?
উত্তর : এক নেটওয়ার্ক থেকে অন্য
নেটওয়ার্কে ডেটা পাঠানোর প্রক্রিয়াকে
রাউটিং বলে। আর এ রাউটিংয়ের জন্য যে
হার্ডওয়্যার ব্যবহার করা হয়, তাই রাউটার।
প্রশ্ন-২৮। গেটওয়ে কী?
উত্তর : নেটওয়ার্কসমূহের প্রটোকলগুলো
যদি সম্পূর্ণ ভিন্ন ধরনের হয়, তাহলে
রাউটারের চেয়েও অধিক শক্তিশালী ও
বুদ্ধিমান ডিভাইসের প্রয়োজন হয়। আর এ
ডিভাইসটি হচ্ছে গেটওয়ে।
প্রশ্ন-২৯। নেটওয়ার্ক সুইচ কী?
উত্তর : নেটওয়ার্ক সুইচ হলো বহু
পোর্টবিশিষ্ট কম্পিউটার নেটওয়ার্ক ডিভাইস,
যা তথ্যকে আদান-প্রদান করতে সাহায্য করে।
প্রশ্ন-৩০। ক্লাউড কম্পিউটিং কী?
উত্তর : ক্লাউড কম্পিউটিং একটি
বিশেষ পরিসেবা। এ উন্নত সেবাটি কিছু
কম্পিউটারকে গ্রিড সিস্টেমের মাধ্যমে
সংযুক্ত রাখে। ক্লাউড কম্পিউটিং হলো
ইন্টারনেটভিত্তিক কম্পিউটিং ব্যবস্থা