• ভাষা:
  • English
  • বাংলা
হোম > মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের আইসিটি মাইক্রসফট অফিস এক্সেল ২০১০-এর ব্যবহারিক
লেখক পরিচিতি
লেখকের নাম: প্রকাশ কুমার দাস
মোট লেখা:৫৫
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০২০ - আগস্ট
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গণিত
তথ্যসূত্র:
কমপিউটার->জগৎ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের আইসিটি মাইক্রসফট অফিস এক্সেল ২০১০-এর ব্যবহারিক
মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের আইসিটি বিষয়ের মাইক্রসফট
অফিস এক্সেল ২০১০-এর ব্যবহারিক নিয়ে আলোচনা

প্রকাশ কুমার দাস

মাইক্রসফট এক্সেল ২০১০

১। লেখা সিলেক্ট করা ও কপি করার নিয়ম।
কার্যক্রম : লেখা সিলেক্ট করা
১. যেখান থেকে লেখা সিলেক্ট করতে হবে সেখানে Cell Point রাখতে হবে।
তারপর Shift কী চেপে কীবোর্ডের অ্যারো কী-তে (বাম, ডান, উপর, নিচ) প্রয়োজন অনুযায়ী চাপ দিতে হবে। কাঙ্খিত সেলগুলো সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর আবার Shift কী চেপে উল্টোভাবে অ্যারো কী চাপলে
সিলেক্ট উঠে যাবে।

২. যেখান থেকে লেখা সিলেক্ট করতে
হবে সেখানে পয়েন্টার নিয়ে চেপে ধরে চাপা
অবস্থায় যে পর্যন্ত সিলেক্ট করতে হবে সেখানে
টেনে ছেড়ে দিতে হবে।
অথবা Ctrl কী চেপে ধরে A চাপ দিলে সম্পূর্ণ
ওয়ার্কশপ সিলেক্ট হবে।
(Ctrl + A)
লেখা কপি করা : লেখা বিভিন্নভাবে কপি করা যায়।
মেনু বার ব্যবহার করে
১. যে অংশ Copy করতে হবে তা সিলেক্ট করতে হবে।
২. Home অপশনের অধীনে Copy আইকনে ক্লিক করতে হবে।
৩. যে সেলে কপি করতে হবে সেখানে কার্সর রাখতে হবে।
৪. Home অপশনের অধীনে Paste আইকনে ক্লিক করতে হবে।
Shortcut মেনু ব্যবহার করে
১. যে অংশ Copy করতে হবে তা সিলেক্ট করতে হবে।
২. মাউসের ডান বাটনে ক্লিক করতে হবে।
৩. Shortcut মেনু থেকে Copy কমান্ড সিলেক্ট করতে হবে এবং কপি করা ডাটা যেখানে নিতে হবে সেই সেলটি সিলেক্ট করতে হবে। (Ctrl + C)
৪. মাউসের ডান বাটন চেপে Paste কমান্ডে ক্লিক করতে হবে। (Ctrl + V)
২০২০ - আগস্ট সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস