• ভাষা:
  • English
  • বাংলা
হোম > মজার গণিত ও আইসিটি শব্দফাঁদ
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - ডিসেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গণিত
তথ্যসূত্র:
মজার গণিত ও আইসিটি শব্দফাঁদ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
মজার গণিত ও আইসিটি শব্দফাঁদ




পাশাপাশি

০১. ব্যাকআপ : হার্ডডিস্কে রক্ষিত কোনো ফাইল বা প্রোগ্রাম যা সক্রিয় নয়, মূলত এই প্রোগ্রামগুলো পরবর্তীতে ব্যবহারের জন্য জমা রাখা হয়৷

০৪. যে সেবার মাধ্যমে মোবাইল ফোন কোম্পানিগুলো উচ্চগতির ডাটা সার্ভিস দিতে পারে৷

০৫. ১৯৮৭ সালে আইবিএমের তৈরি একটি ডিসপে­ সিস্টেম, যার পূর্ণরূপ ভিডিও গ্রফিক্স অ্যারে৷

০৭. তারবিহীন যোগাযোগের জন্য অতিগুরুত্বপূর্ণ একটি মাধ্যম যা পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয়৷

১০. অনলাইন নিউজ গ্রুপ৷

১২. মোবাইল ফোনের পার্সোনাল আইডেন্টি মডিউল৷

১৫. কমপিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে বেশি ধারণক্ষমতা সম্পন্ন ট্রান্সমিশন লাইন যা থেকে ছোট ছোট লাইনের মাধ্যমে ডাটা ট্রান্সমিশন করা হয়৷

উপরনিচ

০২. ডাউনলোড উপযোগী ডাটাকে যে নামে অভিহিত করা হয়৷

০৩. ই-মেইলের জন্য একটি প্রোটোকল, পোস্ট অফিস প্রোটোকলের সংক্ষিপ্ত রূপ (প্রথম দুই ঘর)৷

০৪. মোবাইল ফোন বা হ্যান্ডহেল্ড ডিভাইসগুলোর জন্য একটি জনপ্রিয় ভিডিও ফাইল ফরম্যাট৷

০৬. কী-বোর্ডের যে বাটন দিয়ে ‘বাতিল’ নির্দেশ কার্যকর করা হয়৷

০৮. বিভিন্ন প্লাটফর্মে ক্যারেক্টারসেট বা ফন্টজনিত সমস্যা দূর করতে সর্বাধুনিক যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে।

০৯. সম্প্রতি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত কমপিউটার মেলার আয়োজক সংগঠন৷

১১. কমপিউটারের একটি ইনপুট ডিভাইস, যা প্রধানত গেম খেলার জন্য ব্যবহার হয়৷

১৩. কোনো গেম বা সফটওয়্যার চালু করা হলে সেটি কমপিউটার মেমরিতে স্থানান্তর প্রক্রিয়া৷

১৪. মোবাইল ফোন বা বিভিন্ন ডিভাইসে ব্যবহৃত নিরাপত্তাজনিত বিশেষ নাম্বার, যা পার্সোনাল আইডেন্টিফি কেশন নাম্বার নামে পরিচিত৷

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৮ - ডিসেম্বর সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস