• ভাষা:
  • English
  • বাংলা
হোম > ৩য় মত
লেখক পরিচিতি
লেখকের নাম: পাঠকের মতামত
মোট লেখা:১৮
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০০৮ - অক্টোবর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
পাঠকের মতামত
তথ্যসূত্র:
পাঠকের মতামত
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
৩য় মত

কমপিউটার জগৎকে ধন্যবাদ

কমপিউটার জগৎ-এর সঙ্গে নিয়োজিত প্রতিটি কর্মকর্তা ও কর্মচারীকে জানাই আমার প্রাণঢালা ভালোবাসা ও শ্রদ্ধা৷ যাদের বিন্দু বিন্দু শ্রম, আশা, ভালোবাসার মাধ্যমে অধ্যাপক মরহুম আবদুল কাদেরের স্বপ্ন পূরণ হবে এবং আমাদের মতো সাধারণ মানুষরা ছোঁয়া পাবে বিজ্ঞান ও প্রযুক্তির৷ আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে আসুন আমরা সবাই মিলে কমপিউটার জগৎ ম্যাগাজিনটিকে নিয়ে যাই বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে৷

আমি কমপিউটার জগৎ ম্যাগাজিনটি ক্রয় করে সেখানে দেখলাম একটি সদস্য ফোরাম৷ এই ফোরামটি আমি পূরণ করে পাঠিয়ে দিই এবং উপলব্ধি করি কমপিউটার জগৎ তার সদস্যদের কতটা ভালোবাসে৷ যার ফলে আমি যথাক্রমে মে, জুন, জুলাইয়ের সৌজন্য সংখ্যা বিনামূল্যে পেয়ে যাই৷ আমি আবারও ধন্যবাদ জানাই এজন্য৷

ছোটবেলা থেকেই এই সব জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির ওপর আমার নেশা প্রকট৷ তাই আমি ডিপ্লোমা কমপিউটার ইঞ্জিনিয়ারিং কোর্সে (৪ বছর মেয়াদি) ভর্তি হই এবং আল্লাহর মেহেরবাণীতে আমি আটটি সেমিস্টার ভালোভাবে সম্পন্ন করি৷ বর্তমানে আমি আমার এই প্রতিভার বিকাশ ঘটানোর জন্য আমাদের বাজারে যেসব কমপিউটার আছে, তাদের সময় দেই এমএস ওয়ার্ড, এক্সেল ও ফটোশপসহ মোবাইলে রিংটোন, গান, সিডি রাইটসহ ছোট-বড় কাজে৷ বর্তমানে আমাদের এলাকার মানুষ কমপিউটারের প্রতি ঝুঁকে পড়ছে৷ বাড়ছে কমপিউটার কেনার প্রবণতাও৷ সর্বোপরি কমপিউটার জগৎ-এর সবার মঙ্গল কামনা করি আল্লাহ যেন আপনাদের স্বপ্ন পূরণ করে৷

আ: আলীম
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা
..............................................................................।

নোটবুক ও ডিজিটাল ক্যামেরার ওপর নিয়মিত লেখা চাই

তথ্য ও যোগাযোগপ্রযুক্তির ক্ষেত্র দিন দিন বিস্তৃত হচ্ছে৷ এরই ধারাবাহিকতায় এ অঙ্গনের নতুন সংযোজন হলো ডিজিটাল ক্যামেরা৷ আমাদের দেশে বর্তমানে নোটবুক ও ডিজিটাল ক্যামেরার ব্যবহারও ব্যাপকভাবে বাড়ছে৷ কমপিউটার জগৎ তার সূচনালগ্ন থেকে ব্যবহারকারীদের উদ্দেশে সময়োপযোগী প্রযুক্তিপণ্য সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক লেখা প্রকাশ করে আসছে যাতে ক্রেতাসাধারণ তার চাহিদা অনুযায়ী সঠিক পণ্যটি কিনতে পারেন৷ যেহেতু আমাদের দেশে নোটবুক ও ডিজিটাল ক্যামেরার ব্যবহার দিন দিন বেড়েই চলেছে সেহেতু বলা যায় নোটবুক ও ডিজিটাল ক্যামেরা এখন অনেকটা অত্যাবশ্যকীয় প্রযুক্তিপণ্য হিসেবে বিবেচিত হচ্ছে৷

তাই আমি মনে করি কমপিউটার জগৎ অতীতে ব্যবহারকারীদের উদ্দেশ্যে যেভাবে সময়োপযোগী প্রযুক্তিপণ্য সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক লেখা প্রকাশ করেছে, তার ধারাবাহিকতা বজায় রেখে আগামীতে নোটবুক ও ডিজিটাল ক্যামেরা কেনার গাইডলাইনসহ সংশ্লিষ্ট প্রয়োজনীয় বিষয় নিয়ে নিয়মিত লেখা প্রকাশ করবে৷ আমি কমপিউটার জগৎ-এর কাছে আরো প্রত্যাশা করি যে, নোটবুক ও ডিজিটাল ক্যামেরার ওপর যেন নতুন বিভাগ খোলা হয়৷ প্রয়োজনে কিছু বিভাগ বন্ধ করে হলেও এ বিভাগ দুটি চালু করা উচিত৷

পরিশেষে কমপিউটার জগৎ পরিবারের প্রতিটি সদস্যকে আমার প্রাণঢালা শুভেচ্ছা জানাই, সেই সাথে জানাই ঈদ মোবারক৷

শিহাব
করটিয়া, টাঙ্গাইল
..............................................................................।

সেমিকন্ডাক্টর প্রযুক্তিশিল্প পরিপ্রেক্ষিত : বাংলাদেশের উচ্চশিক্ষা

তথ্যপ্রযুক্তি আন্দোলনের পথিকৃৎ মাসিক কমপিউটার জগৎ বরাবরের মতো সেপ্টেম্বর ২০০৮-এর প্রচ্ছদ প্রতিবেদন হিসেবে এমন এক বিষয়কে উপস্থাপন করেছে যা আমাদের অনেকেরই অজানা৷ শুধু অজানা নয়, বরং দুর্বোধ্যও বটে৷ অথচ তা অপার সম্ভাবনাময় এক ক্ষেত্র৷ রাষ্ট্রীয় আনুকূল্য পেলে সেমিকন্ডাক্টর হতে পারে একটি বিরাট খাত৷ কমপিউটার জগৎ বরাবরই তার প্রচ্ছদ প্রতিবেদনকে সাবলীল ও সহজবোধ্য করে উপস্থাপন করে, হোক না তা যতই দুর্বোধ্য বা জটিল বিষয়৷ এ প্রচ্ছদ প্রতিবেদনে টেকনিক্যাল বিষয়গুলো কম উল্লেখ করে আলোচনা বা সাক্ষাত্কার অংশটুকু আরো সমৃদ্ধ করলে সবার কাছে যেমন বোধগম্য হতো তেমনি গ্রহণযোগ্যতাও পেত বেশি৷ তবে যাই হোক আমরা প্রত্যাশা করি সরকার এ খাতের উন্নয়ন ও গবেষণার জন্য আরো বরাদ্দ দেবে, যাতে বাংলাদেশ সেমিকন্ডাক্টর প্রযুক্তিশিল্পে তাদের পদচারণাকে আরো সম্প্রসারিত করতে পারে৷

তসলিম
ব্যাংক কলোনি, সাভার
..............................................................................।

যার যা কৃতিত্ব তাকেই দেয়া হোক তৃতীয় মত প্রসঙ্গে

কমপিউটার জগৎ-এর অসংখ্য ভক্ত পাঠকের মধ্যে আমিও একজন৷ বাংলাদেশে কমপিউটারায়নের আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে কমপিউটার জগৎ যেসব বিষয় দাবি জানিয়ে আসছে তার কিছু যদি বাস্তবায়িত হতো তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এমন নাজুক হতো না তা কট্টর নিন্দুকেরাও স্বীকার করবেন বলে আমার দৃঢ়বিশ্বাস৷

কিন্তু সেপ্টেম্বর ২০০৮ সংখ্যার তৃতীয় মত-এ মোঃ আফসার উদ্দিনের লেখায় জানতে পারলাম যে, তথ্যপ্রযুক্তিসংশ্লিষ্ট সংগঠনগুলোর শীর্ষস্থানীয় ব্যক্তিরা এমন কিছু বিষয় দাবি করছেন যার সাথে তাদের সংশ্লিষ্টতা আগে কখনো দেখিনি৷ আমার বিশ্বাস, মোঃ আফসার উদ্দিন যে ক্ষোভ প্রকাশ করেছেন তার সাথে আমি এবং কমপিউটার জগৎ-এর অন্যান্য পাঠকও একমত প্রকাশ করবেন৷

তাই আমি মনে করি, কমপিউটার জগৎ জাতির সামনে কোন কোন বিষয়ে সর্বপ্রথম দাবি উত্থাপন করেছে বা কোন কোন বিষয়ে সর্বপ্রথম সভা-সেমিনার বা প্রোগ্রামিং প্রতিযোগিতার মতো কর্মকাণ্ডগুলো করেছে তা কিছু দিন পর পর পাঠকদের সামনে তুলে ধরুক৷ কেননা আমরা অনেকেই মনে করি অপরের কৃতিত্বের স্বীকৃতি দিলে নিজেরা ছোট হয়ে যাবো৷ যেহেতু আমরা অপরের কৃতিত্বের স্বীকৃতি দিতে জানি না বা লজ্জাবোধ করি, তাই নিজের গুণগান কিছুটা হলেও নিজেকে গাইতে হবে অন্যদেরকে অবহিত করতে৷ অন্যথায় এ ধরনের নির্লজ্জ মিথ্যাচারের ঘটনা সবসময় ঘটতেই থাকবে৷

পরিশেষে মোঃ আফসার উদ্দিনকে ধন্যবাদ জানাই তার সুচিন্তিত মতামতের জন্য৷ সেই সাথে কমপিউটার জগৎ পত্রিকার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই মোঃ আফসার উদ্দিনের মতামতের সাথে সে সময়ে প্রকাশিত প্রচ্ছদ প্রতিবেদনের ছবি প্রকাশের জন্য৷

কমলকান্তী বিশ্বাস
গড়পাড়া, মানিকগঞ্জ
..............................................................................।

ফ্রিল্যান্স আউটসোর্সিং সাইট সম্পর্কে নিয়মিত প্রতিবেদন চাই

ফ্রিল্যান্স আউটসোর্সিং সাইট সম্পর্কে বিস্তারিত ভালোভাবে জানার জন্য এবং কাজ করার জন্য নিয়মিত প্রতিবেদন প্রয়োজন৷ এটা শিক্ষিত বেকার যুবকের জন্য ভালো একটা দিক৷ আমাদের দেশে যারা এই কাজগুলো করে তাদের কিছু ই-মেইেল ঠিকানা দিয়ে দিলে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে যেকোনো ধরনের সমস্যা সমাধান করা যাবে৷ আমার মনে হয় এই ধরনের লেখা মানুষকে একটা ভালো দিকে নিয়ে যাবে৷

মোঃ রুবেল
সীতাকুণ্ড, চট্টগ্রাম
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
২০০৮ - অক্টোবর সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস