উইচার গেমের ব্যাপক সফলতার পর এ গেমের দ্বিতীয় পর্ব দ্য উইচার ২- এসাসিনস অব কিংস মুক্তি পেল কিছুদিন আগে। রোল প্লেয়িং ধাঁচের এ গেমটি আগের গেমের সিক্যুয়াল, তাই কাহিনীর ধারাবাহিকতা ভালোভাবে বোঝার জন্য প্রথম গেমটি খেলে থাকলে ভালো। প্রথম গেম না খেলা থাকলেও সমস্যা নেই, কাহিনী বুঝতে তেমন একটা সমস্যা হবে না। পোল্যান্ডের বিখ্যাত ঔপন্যাসিক আন্দ্রেজ স্যাপকোউস্কির লেখা উপন্যাস দ্য উইচারের কাহিনী অবলম্বনে বানানো হয়েছে গেম সিরিজটি। গেমটি ডেভেলপ করেছে পোলিশ কোম্পানি সিডি প্রজেক্ট রেড। গেমটি একেক স্থানে একেক কোম্পানি পাবলিশ করেছে। পোল্যান্ডে পাবলিশ করেছে সিডি প্রজেক্ট, উত্তর আমেরিকায় আটারি, ইউরোপে ন্যামকো বানডাই, রাশিয়াতে ওয়ানসি কোম্পানি এবং চেক প্রজাতন্ত্রে কোমগাড। গেমটি বানাতে ব্যবহার করা হয়েছে গেম ইঞ্জিন রেড ইঞ্জিন। মজার ব্যাপার হচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা পোল্যান্ডে সফর করতে গেলে তাকে পোল্যান্ডের রাজা ডোনাল্ড টাস্ক বেশ কিছু উপহার সামগ্রী দিয়েছেন, যার মধ্যে ছিল দ্য উইচার ২- এসাসিনস অব কিংস গেমের কালেক্টরস এডিশন।
গেমে গেমারকে কন্ট্রোল করতে হবে জেরাল্ট অব রিভিয়া নামের এক উইচারকে। সে সীমিত সংখ্যক উইচারের মধ্যে একজন। উইচাররা মানুষ, তবে তাদের ছোটবেলা থেকে বিভিন্ন কঠিন ট্রেনিং ও জিনগত পরিবর্তন ঘটিয়ে অনেক শক্তিশালী ও মজবুত করে গড়ে তোলা হয়, যাতে তারা দৈত্য-দানবের মোকাবেলা করতে পারে। বিভিন্ন যুদ্ধে রাজারা উইচারদের ভাড়া করে নিয়ে যায় তাদের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্য। ব্যাপারটা অনেকটা আধুনিক যুগের ভাড়াটে যোদ্ধা বা মার্সেনারির মতো। গেমের কাহিনী সংক্ষেপ হচ্ছে- গেমের প্রথমেই দেখা যাবে জেরাল্ট টেমেরিয়ার রাজা ফোল্টেস্টকে খুনের দায়ে বন্দিশালায় বন্দি। জেরাল্টের বন্দিদশায় টেমেরিয়ানের স্পেশাল ফোর্স ব্লু স্ট্রাইপসের কমান্ডার রোচে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আসে। জেরাল্টের কথায় সে জানতে পারে জেরাল্ট প্রকৃত খুনি নয়, খুনি ছদ্মবেশী এক কানা সন্ন্যাসী। সে খুন করে পালিয়ে যায় এবং ষড়যন্ত্রের শিকার হয় জেরাল্ট। জেরাল্টের কথায় রোচে বিশ্বাস করে এবং তাকে জেলখানা থেকে পালানোর সুযোগ করে দেয় যাতে প্রকৃত খুনি ধরা পড়ে। তারপর দুজনে মিলে যাত্রা করে রাজার আসল খুনিকে পাকড়াও করার অভিযানে। গেমটি বেশ কিছু ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে- প্রোলোগ, চ্যাপটার ১, চ্যাপটার ২ (ইয়োরভার্থ ও রোচে), চ্যাপটার ৩ ও ইপিলোগ। গেমটি অন্যান্য রোল প্লেয়িং গেমের চেয়ে বেশ ভালোমানের, কারণ এতে রয়েছে অনেক ধরনের ফাইটিং স্টাইল, বেশ কয়েক ধরনের অস্ত্র ও বর্ম ইত্যাদি, যা অন্য গেমে কম দেখতে পাওয়া যায়। গেমটির কাহিনী, গেমপ্লে, অ্যাডভেঞ্চার, অ্যাকশন ও পাজল বেশ উন্নতমানের এবং রোমহর্ষক। জেরাল্টকে মুখোমুখি হতে হবে বিভিন্ন ধরনের শত্রুপক্ষের এবং চালতে হবে কুটিল চাল। গেমটি অনেকভাবে খেলার সুযোগ রয়েছে, তাই গেমটির সমাপ্তি টানা যাবে বিভিন্নভাবে। গেমটি বারবার খেলা যাবে নতুন ধরনের সমাপ্তি দেখার জন্য। গেমে জেরাল্টের প্রেমিকা ট্রিশও থাকবে জেরাল্টকে সাহায্য করার জন্য।
গেমের গ্রাফিক্স, শব্দ কৌশল, গেমপ্লে, ফাইটিং স্টাইল, ক্যারেক্টার অ্যানিমেশন, এনভায়রনমেন্ট, স্পেশাল ইফেক্ট সব কিছুই চমৎকার। গেমটি ১৮ বছর বা তার চেয়ে বেশি বয়সের গেমারদের জন্য বানানো হয়েছে, তাই ছোটদের তা খেলা অনুচিত। গেমটি চালাতে লাগবে ইন্টেল কোর টু ডুয়ো ২.২ গিগাহার্টজ প্রসেসর, ২ গিগাবাইট র্যা ম, ১৬-২৪ গিগাবাইট হার্ডডিস্ক স্পেস (বোনাস কনটেন্টসহ) এবং পিক্সেল শেডার ৩.০ সাপোর্টেড ৫১২ মেগাবাইট মেমরির গ্রাফিক্স কার্ড (এনভিডিয়া জিফোর্স ৮৮০০ বা তদুর্ধ্ব)
কজ ওয়েব
ফিডব্যাক : shmt_21@yahoo.com