লেখক পরিচিতি
লেখকের নাম:
সৈয়দ হাসান মাহমুদ
মোট লেখা:১৪৪
লেখা সম্পর্কিত
লিজেসি অব কেইন
টম্ব রাইডার সিরিজের ডেভেলপার ক্রিস্টাল ডাইনামিক্স ও পাবলিশার এইডোস ইন্টারঅ্যাকটিভ গেম কোম্পানির আরেকটি জনপ্রিয় গেম সিরিজ হচ্ছে লিজেসি অব কেইন। এ সিরিজের গেমগুলো হচ্ছে থার্ড পারসন- অ্যাডভেঞ্চার ধাঁচের হরর গেম। এখন পর্যন্ত এ সিরিজের ৫টি গেম মুক্তি পেয়েছে। এগুলো হচ্ছে- ব্লাড ওমেন, সোল রেভার, সোল রেভার ২, ব্লাড ওমেন ২ ও ডেফিয়ান্সে। গেম সিরিজটির জন্ম ১৯৯৬ সালে সিলিকন নাইটস নামে, যা পাবলিশ হয়েছিল ক্রিস্টাল ডাইনামিক্সের ব্যানারে। ক্রিস্টাল ডাইনামিক্সের আরো কিছু গেমের মধ্যে রয়েছে- ক্র্যাশ অ্যান্ড বার্ন, দ্য হোর্ড, টোটাল ইক্লিপস, সোলার ইক্লিপস, ব্লেজিং ড্রাগনস, টাইটান ওয়ারস, প্রজেক্ট স্নোব্লাইন্ড ইত্যাদি।
গেম সিরিজটি একটি ধারাবাহিক কাহিনীর ওপর নির্ভর করে বানানো। তারপরও কেউ যদি প্রথম থেকে শুরু না করে থাকেন তবে চিন্তার কোনো কারণ নেই, কেননা প্রতি গেমের শুরুতেই ফ্ল্যাশব্যাক মুভি দিয়ে আগের কাহিনী সম্পর্কে ধারণা দেয়া হয়েছে। এতে করে গেমের কাহিনী বুঝতে তেমন একটা সমস্যার সৃষ্টি হবে না।
গেমে মূল ক্যারেক্টার হচ্ছে দুইজন। একজন হচ্ছে ভ্যাম্পায়ার লর্ড কেইন ও অন্যজন হচ্ছে তার লেফটেন্যান্ট র্যা জিয়েল। প্রথম গেম ব্লাড ওমেনে মূল নায়ক ছিল কেইন এবং দ্বিতীয় গেম থেকে র্যানজিয়েলের আবির্ভাব ঘটে। গেমের কাহিনীতে দেখা যায় লর্ড কেইন তার কালো সাম্রাজ্যকে বিস্তৃত করার জন্য ভালোর বিনাশ করার পরিকল্পনা করছে, কিন্তু র্যাখজিয়েল তার সাথে দ্বিমত পোষণ করায় কেইন রাগান্বিত হয় এবং সে চিন্তা করে দেখে তার সিংহাসন দখল করার ও তার কাজে বাধা দেয়ার মতো শক্তি শুধু র্যাজিয়েলেরই আছে। তাই সে সিদ্ধান্ত নেয় র্যাকজিয়েলকে তার রাস্তা থেকে সরিয়ে দিতে। তাই সে র্যাশজিয়েলকে ধোঁকা দিয়ে র্যাইজিয়েলের ডানার হাড় ভেঙে ফেলে তাকে লেক অব ডেড নামের একটি মৃত্যুকূপে ফেলে দেয়, যাতে করে সে সেখান থেকে আর উঠে আসতে না পারে। কিন্তু গেমারকে নিয়ে এই অসাধ্যকে সাধন করতে হবে, সেই মৃত্যুকূপের দেয়াল বেয়ে ও বিভিন্ন ধাঁধা সমাধান করে র্যাাজিয়েলকে আবার উপরে ফিরিয়ে আনতে হবে এবং কেইনকে শাস্তি দেয়ার ব্যবস্থা করতে হবে। গেম সিরিজের মূল নায়ক র্যা জিয়েল, তবে কিছু ক্ষেত্রে কেইনকে নিয়েও গেম খেলতে হবে।
গেমে কেইনের বিভিন্ন ক্ষমতার মধ্যে অন্যতম হচ্ছে দূরের জিনিসকে আকর্ষণ করে নিজের দিকে টেনে আনা, দূরের জিনিস বা শত্রুদের জোরদার বাতাসের ঝাপটা দিয়ে আঘাত করা, জোরদার লাফ দিয়ে একস্থান থেকে অন্যস্থানে যাওয়া এবং অস্ত্র হিসেবে রয়েছে তার শক্তিশালী তলোয়ার। র্যা জিয়েলের বিভিন্ন ক্ষমতার মধ্যে অন্যতম হচ্ছে শত্রুর জীবনীশক্তি শুষে নেয়ার ক্ষমতা, তার চাদরের সাহায্যে শুন্যে গ্লাইডিং করা, হাতে থাকা আলোকরশ্মির তলোয়ার ইত্যাদি।
লিজেসি অব কেইন সিরিজের গেমগুলোর গ্রাফিক্স তুলনামূলকভাবে বেশ ভালোমানের। গেমের শব্দশৈলী বেশ ভুতুড়ে ও চমৎকার। যাদের সারাউন্ড স্পিকার রয়েছে তারা গেমটি আরো বেশি উপভোগ করতে পারবেন। এ সিরিজের গেমগুলো সবসময় গেমার ও সমালোচকদের চোখে বেশ ভালো গেম হিসেবে আখ্যায়িত হয়েছে। গেমগুলো খেলার জন্য তেমন হাই কনফিগারেশনের পিসির দরকার পড়বে না। মাদারবোর্ডের সাথে থাকা বিল্ট-ইন গ্রাফিক্সকার্ডের সাহায্যেই অনায়াসে গেমগুলো খেলা যাবে। এ সিরিজের শেষ গেম ডেফিয়ান্সে বের হয়েছিল ২০০৩ সালে। এরপর আর কোনো গেম বের হয়নি, কারণ ক্রিস্টাল ডাইনামিক্স তাদের পূর্ণ মনোযোগ দিয়েছিল আরেকটি গেম সিরিজ ডেভেলপ করার কাজে, যার নাম টম্ব রাইডার। টম্ব রাইডারের কারণে এ সিরিজের সমাপ্তি টানা হয়েছে। কিন্তু হঠাৎ করে আবার আবির্ভাব ঘটতে পারে লিজেসি অব কেইন সিরিজের। নতুন কোনো খবর পাওয়ার আগ পর্যন্ত আমরা অপেক্ষা করা ছাড়া আর কিইবা করতে পারি। অপেক্ষার সাথে সাথে পুরনো গেমগুলো খেলে ঝালাই করে নিন গেমের কাহিনী।
কজ ওয়েব
ফিডব্যাক : shmt_21@yahoo.com