বার্নআউট নামে ইলেকট্রনিক আর্টসের একটি রেসিং গেম সিরিজ রয়েছে, যার নাম হয়তো সবার জানা নেই। যারা পিসি গেমার তাদের অনেকেই এই সিরিজের গেমগুলোর সাথে পরিচিত নন, কিন্তু কনসোল গেমাররা এই সিরিজের গেম খেলে থাকবেন। কারণ এই সিরিজের গেমগুলো শুধু কনসোলের জন্য মুক্তি দেয়া হতো। পিসি গেমাররা হতাশ হবেন না, কারণ আপনাদের জন্য রয়েছে সুখবর - বার্নআউট সিরিজের পঞ্চম পর্ব বার্নআউট প্যারাডাইস কনসোলে মুক্ত করার পাশাপাশি পিসির জন্যও রিলিজ করা হয়েছে। গেমটির গ্রাফিক্সের কাজে ব্যবহার করা হয়েছে রেন্ডারওয়্যার নামের গেম ইঞ্জিন। গেমটি ডেভেলপ করেছে ক্রাইটেরিয়ন গেমস এবং পাবলিশ করেছে ইএ।
বার্নআউট প্যারাডাইসে রেস খেলার মজা দারুণ এবং খেলার মজা দ্বিগুণ করার জন্য রয়েছে আরো অনেকরকম ইভেন্ট। যেমন- মিশন দেয়া হবে গাড়ি পুরোপুরি বিধ্বস্ত না করে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে এবং গাড়িকে ঘায়েল করার জন্য থাকবে কিছু গাড়ি, যেগুলো পদে পদে বাধা দেবে। এ ইভেন্টের নাম মার্কডম্যান। আরেকটি ইভেন্ট হচ্ছে রোড রেজ, এতে বিপরীত পক্ষের গাড়ি ড্যামেজ করতে হবে। রাস্তায় দ্রুতবেগে ছুটে চলার সময় প্রতিপক্ষকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে যাতে রাস্তার পাশে বা অন্য কোনো গাড়ির সাথে ধাক্কা লেগে ভেঙে চুরমার হয়ে যায়। সাধারণ রেস তো রয়েছেই অন্যান্য রেসিং গেমের মতো, কিন্তু তাতে আবার রয়েছে একটু ভিন্নতা। অন্যান্য রেসিং গেমে রেসিং ট্র্যাক নির্দিষ্ট করে দেয়া থাকে বা একটাই মাত্র রাস্তা থাকে রেস খেলার জন্য। কিন্তু এই গেমে আপনি আপনার গন্তব্যস্থলে যেকোনো রাস্তা দিয়ে পৌঁছতে পারবেন। আরো মজার একটি ইভেন্ট হচ্ছে স্টান্ট নামের ইভেন্ট। এতে গাড়ি নিয়ে বিশেষ কিছু কসরত দেখিয়ে অর্জন করতে হবে নির্ধারিত পয়েন্ট। বিশেষ কসরতগুলোর মধ্যে রয়েছে ড্রিফটিং, স্পিনিং, জাম্প, সুপার জাম্প, লাফিয়ে উঠে রাস্তার পাশের বিলবোর্ড ভাঙা ইত্যাদি।
গেমে প্রায় ১৫০-এর মতো শর্টকাট রাস্তা আছে যাতে ঢোকার মুখেই হলুদ রঙের বেড়া দেয়া আছে। পুরো শহর খুঁজে ৪০০ বেড়া ভাঙতে পারলে রয়েছে বোনাস। এছাড়াও রয়েছে ৫০টি স্থান, যেখান থেকে সুপার জাম্প করতে পারবেন। শহরে রয়েছে ১২০টির মতো বিলবোর্ড যা ভাঙতে পারলে রয়েছে পুরস্কার। পুরো শহরের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে কার ওয়ার্কশপ, পেইন্ট শপ, গ্যাস ফিলিং স্টেশন, অটো রিপেয়ার শপ ইত্যাদি। এগুলো খুঁজে বের করতে হবে। মজার ব্যাপার হচ্ছে রিপেয়ার শপ, পেইন্ট শপ বা গ্যাস ফিলিং স্টেশনের সামনের প্যাসেজ দিয়ে গাড়ি নিয়ে গেলেই হবে, তাহলেই সাথে সাথে গাড়ি রিপেয়ার, পেইন্টিং বা গ্যাস ভরা হয়ে যাবে। এতে মোটরসাইকেল নিয়ে খেলার ব্যবস্থা রয়েছে এবং গেমে প্রায় ৪ রকমের মোটরবাইক রয়েছে। কার, জীপ, ভ্যান, পিকআপ সব রকমের গাড়ি মিলিয়ে প্রায় ৭৫টি গাড়ি আনলক করা যাবে গেমটিতে। এই গেমে আপনাকে যে শহরটিতে বিচরণ করতে হবে তার নাম হচ্ছে প্যারাডাইস সিটি।
গেমের গ্রাফিক্স অত্যন্ত বাস্তবসম্মত ও নিখুঁত। গেমে স্পেশাল ইফেক্টের ব্যবহার বেশ অভিনব। গেমটি খেলতে ২.৮ গিগাহার্টজের পেন্টিয়াম ৪.১ গিগাবাইট র্যাাম, পিক্সেল শেডার ৩.০ সমর্থিত ১২৮ মেগাবাইট মেমরির গ্রাফিক্স কার্ড ও হার্ডড্রাইভে প্রায় ৪ গিগাবাইটের মতো ফাঁকা জায়গা লাগবে। ভিসতায় খেলার জন্য ২ গিগাবাইট র্যারম ও ৩.২ গিগাহার্টজের প্রসেসর হলে ভালো হয়।
কজ ওয়েব
ফিডব্যাক : shmt_21@yahoo.com