• ভাষা:
  • English
  • বাংলা
হোম > ইগনাইট
লেখক পরিচিতি
লেখকের নাম: সৈয়দ হাসান মাহমুদ
মোট লেখা:১৪৪
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১১ - ডিসেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গেম
তথ্যসূত্র:
গেমের জগৎ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
ইগনাইট


নিড ফর স্পিড সিরিজের নতুন গেম দ্য রান বেশ ভালো হয়েছে এবং সেজন্য একবার বসলে তার অনেকটা শেষ না করে উঠতে ইচ্ছে করে না। তাই গেমটি শেষ হতে বেশিদিন লাগবে না। আর পিসিতে রেসিং গেম না থাকলে তো আর ভালো লাগে না। অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও শুটিং গেম খেলে বিরক্ত হয়ে যাওয়া গেমারদের হাত নিশপিশ করতে থাকে কিছুটা ভিন্নধর্মী গেমের জন্য। সেই ভিন্নধর্মী গেম হিসেবে রেসিং গেমগুলো বেশ ভালো সময় কাটানোর জন্য। একেকবার একেক গাড়ি নিয়ে খেলে দেখার মজাই আলাদা। তারপরও বেশিদিন একই গেম খেলতে ভালো লাগে না। তাই যাদের নিড ফর স্পিড দ্য রান খেলা শেষ হয়ে যাবে তারা হতাশ হবেন না। কারণ তাদের জন্য রয়েছে আরেকটি রেসিং গেম, যার নাম ইগনাইট। গেমটি ডেভেলপ করেছে নেমেসিস গেমস এবং পাবলিশ করা হয়েছে জাস্ট এ গেমসের ব্যানারে। রেসিং গেমটি অন্যান্য রেসিং গেমের চেয়ে কিছুটা ব্যতিক্রমধর্মী। কারণ রেসের পাশাপাশি আরো কিছু কাজ করতে হবে এ গেমে।



রেসিং গেমের যে নিয়ম সে নিয়মেই খেলতে হবে গেমটি। অর্থাৎ রেসে সবার আগে থাকতে হবে বা সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করতে হবে। প্রতিবার রেস জেতার পর নতুন কিছু আনলক হবে। তা হতে পারে নতুন মডেলের গাড়ি, নতুন রেস ট্র্যাক, নতুন টাইপের গাড়ি, স্পেশাল কনফিগারেশনযুক্ত গাড়ি ইত্যাদি। গেমে তিন ধরনের গাড়ি রাখা হয়েছে- মাসল, স্ট্রিট ও রেস। মাসল কারগুলো ড্রিফটের জন্য ভালো, স্ট্রিট কারগুলো হ্যান্ডেলিংয়ের জন্য ভালো এবং রেস কারগুলো সব দিক থেকেই ভালো। কিন্তু প্রথমত শুধু মাসল ও স্ট্রিট কারগুলো আনলক করা যাবে, রেস সিরিজের কারগুলো পরে আনলক হবে। ভিন্ন স্বাদের রেস ড্রাইভিং উপভোগ করা যাবে ভিন্নধর্মী এ গাড়িগুলো থেকে। গাড়িগুলো কোনো রিয়েল ওয়ার্ল্ড কার ম্যানুফ্যাকচারারের গাড়ি নয়। কাল্পনিক কিছু ম্যানুফ্যাকচারার বানিয়ে আসল গাড়িগুলোর আদলে বানানো মডেলে এ গেমের গাড়িগুলো বানানো হয়েছে। বেশ রঙচঙে গাড়িগুলো সবার কাছে ভালো নাও লাগতে পারে।

গেমের কোনো কাহিনী নেই, শুধু রেস আর রেস। গেমে ১০০০ স্কোর করতে পারলে তারপর থেকে আনলিমিটেড নাইট্রাস বুস্ট ব্যবহার করা যাবে। গেমে একটুর জন্য প্রতিপক্ষের পেছনে পড়ে গেলেও ক্ষতি নেই কারণ এখানে পয়েন্টের ভিত্তিতে রেস জেতার ব্যাপারে প্রভাব ফেলা যায়। দুয়েক সেকেন্ডের জন্য পেছনে পড়ে গেলে বেশি পয়েন্ট থাকলে সে পয়েন্ট টাইমে কনভার্ট করা হয় এবং তারপর ফাইনাল টাইম কাউন্ট করা হয়। গেমে প্রায় ৩৫টি রেস রয়েছে ৭টি ভিন্ন জায়গায়। গেমের কন্ট্রোলিং বেশ ফ্লেক্সিবল। অনেকটা পুরনো দিনের নিড ফর স্পিড ২-এর মতো। তাই কিছুটা সামলে খেলতে হবে। বন্ধুদের সাথে কে কত স্কোর করতে পারে তা নিয়ে লড়াই করে খেলার মতো একটি গেম এটি। ছোট-বড় সবাই গেমটি খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।

গেমটি চালানোর জন্য বেশ কম কনফিগারেশনের পিসি চাওয়া হয়েছে নতুন বের হওয়া অন্য গেমগুলোর তুলনায়। গেমটি চলাতে লাগবে ইন্টেল পেন্টিয়াম ৪ মানের ৩ গিগাহার্টজ গতির প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যােম এক্সপির জন্য ও ২ গিগাবাইট র্যািম ভিসতা বা সেভেনের জন্য, ৫১২ মেগাবাইট মেমরির পিক্সেল শেডার ৩.০ সাপোর্টেড গ্রাফিক্স কার্ড এবং ১ গিগবাইট হার্ডডিস্ক স্পেস। গেমের সাইজ ছোট, কিন্তু গেমপ্লে টাইম মোটামুটি ভালোই। রেসগুলো রেসিং ট্র্যাকে খেলতে হবে, তাই আলাদা করে বিশাল এনভায়রনমেন্টের গ্রাফিক্স করার প্রয়োজন পড়েনি বিধায় গেমের আকার ছোট হয়েছে।


কজ ওয়েব

ফিডব্যাক : shmt_21@yahoo.com
পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস