লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
রা. ওয়ান
আমেরিকান স্টার একোনের গাওয়া ছাম্মাক ছাল্লো গানটি নিয়ে যে মাতামাতি চলছে তার গতি আরেকটি বাড়ানোর জন্য রিলিজ দেয়া হয়েছে রা. ওয়ান নামের গেম। মুভির সাথে একই মাসে গেমটি রিলিজ করা হয়েছে। মুভির কাহিনী অনেকের কাছেই বেশ আজগুবি মনে হয়েছে, আবার আরেক দিকে শাহরুখ খানভক্তদের কাছে মুভি খুব ভালো লেগেছে। এ রকম নানা রকম মত পাওয়া যাচ্ছে মুভির দর্শকদের থেকে। মুভির কাহিনীতে বাস্তবতার ছোঁয়া না থাকলে তা কিছুটা বেমানান লাগে, কিন্তু গেমের দুনিয়ায় সে রকম কোনো সমস্যা নেই। হিন্দু পুরাণ রামায়ণের নেতিবাচক চরিত্র রাবণের নামের সাথে মিল রেখে মুভির ভিলেনের নাম দেয়া হয়েছে রা.ওয়ান এবং মূল চরিত্র বা নায়কের চরিত্র জি. ওয়ান নামটি নেয়া হয়েছে জীবন শব্দ থেকে। গেমের কাহিনী মূলত মুভির কাহিনীর পূর্বের কাহিনী নিয়ে বানানো। মজার ব্যাপার হচ্ছে গেমের কাহিনী বানানোর গুরুদায়িত্ব বলিউড কিং খান শাহরুখ নিজেই পালন করেছেন। গেমটি ডেভেলপ করেছে মুম্বাইয়ের ট্রাইন নামের কোম্পানি, যা পাবলিশ করেছে এসসিইই। গেমের ক্যারেক্টার ডিজাইনে সহায়তা করেছে লন্ডনের এসসিইই টিম ও রেড চিলিস টিম।
গেমটি পিসির জন্য রিলিজ করা হয়নি। গেমটি বানানো হয়েছে প্লেস্টেশন ২-এর উপযোগী করে। গেমটি প্লেস্টেশন ৩ দিয়েও খেলা যাবে প্লেস্টেশন নেটওয়ার্কের মাধ্যমে। পিসিতে খেলার জন্য প্লেস্টেশন ইম্যুলেটর ব্যবহার করতে হবে। গেমটিতে মাল্টিপ্লেয়ার অপশনে বেশ কিছু চ্যালেঞ্জ সম্পন্ন করতে হবে। গেমে মুভির চরিত্রগুলোর আদলে ক্যারেক্টার ডিজাইন করা হয়েছে। ক্যারেক্টার ডিজাইনের ক্ষেত্রে শাহরুখ খানের ক্যারেক্টার ডিজাইনের ওপরে বেশি জোর দেয়া হয়েছে, তাই একমাত্র জি. ওয়ান ক্যারেক্টারটিকেই ভালোভাবে উপস্থাপন করা হয়েছে। গেমে জি. ওয়ানের কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন শাহরুখ খান নিজেই। সায়েন্স ফিকশন ধাঁচের পটভূমিতে সুপার পাওয়ার নিয়ে যুদ্ধ করতে হবে গেমে। আগেই বলা হয়েছে গেমের কাহিনী কিছুটা অন্যরকম, তাই গেমটি আরো উপভোগ্য হয়েছে। আমির খান অভিনীত হিন্দি মুভি গজনী নিয়েও বের হয়েছিল গেম, তবে সেটা এতটা জনপ্রিয়তা পায়নি যতটা রা. ওয়ান পেয়েছে। মুভিতে দেখানো অ্যাকশন সিনগুলো গেমে খেলে দেখার ব্যবস্থা রাখা হয়েছে, যা গেমাদের বেশ মুগ্ধ করেছে। গেমে প্রায় ৬টি চরিত্র নিয়ে খেলা যাবে প্রায় ২০টির বেশি এনভায়রনমেন্টে। রা. ওয়ান নিয়ে একটি অনলাইন ফ্ল্যাশ গেমও বের হয়েছে। গেমের গ্রাফিক্সের কথা বলতে তা এখনকার গেমের তুলনায় অতটা জমকালো না হলেও মন্দ নয়। অ্যাকশন গেমভক্তদের গেমটি ভালোই লাগবে।