• ভাষা:
  • English
  • বাংলা
হোম > মামি মেজ
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১১ - এপ্রিল
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গেম
তথ্যসূত্র:
গেমের জগৎ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
মামি মেজ

মিসরের রহস্যাবৃত ইতিহাসের অতলে অনেকেই ডুব দিয়েছেন এবং উদ্ধার করেছেন তাদের সভ্যতার বেশ কিছু নিদর্শন। মিসরের ইতিহাস নিয়ে রয়েছে অনেক বই, কমিক, মুভি ও গেম। এতসব গেমের ভিড়ে মিসরের ইতিহাস নিয়ে বানানো গেমের অবস্থান কিছুটা ভিন্ন প্রকৃতির। প্রাচীন মিসরে মৃতদের মমি বানিয়ে সংরক্ষণ করা হতো বিশেষ এক প্রক্রিয়ায়। রাজা-বাদশাদের মৃতদেহের সাথে দেয়া হতো অনেক ধনসম্পদ, এমনকি তাদের চাকরবাকরদেরও মেরে তাদের সাথে মমি বানিয়ে দিয়ে দেয়া হতো। কারণ তারা মনে করতো মৃত্যুর পর অন্যপারে চলে গেলে সেখানে তাদের ধনসম্পদ ও চাকরবাকরদের দরকার হবে। পিরামিডগুলো একেকটি বিশাল সমাধি। পাথরের ওপর পাথর চাপিয়ে বানানো এ বিশাল সমাধিগুলো এখনো সবার কাছে বিস্ময়কর বস্ত্ত। সেই সমাধির ভেতর থেকে মিসরের ফারাও তুতেনখামেনের সোনালি মুকুট হাতছানি দিয়ে ডাকছে গুপ্তধনশিকারিদের।

আজকে যে গেমের কথা তুলে ধরা হবে সে গেমে আপনিও গুপ্তধনশিকারিদের একজন হয়ে উদ্ধার করতে যাবেন গুপ্তধন। পিরামিডের গোলকধাঁধা ভেঙ্গে খুনে মমিদের হাত থেকে বেঁচে তুতেনখামেনের মুকুট ছিনিয়ে আনার অভিযানে নামতে হবে গেমারকে। বুদ্ধিমত্তার সঠিক প্রয়োগ করে বাঁচতে হবে পিরামিডে বিছিয়ে রাখা ফাঁদ, বিষাক্ত বিচ্ছু ও বিভিন্ন ধরনের মমির আক্রমণ থেকে।



মামি মেজ গেমটি ডেভেলপ ও পাবলিশ করেছে বিখ্যাত মিনি গেম নির্মাতা কোম্পানি অ্যাস্টারিক্স। দাবার চালের মতো খেলার উপযোগী এ গেমটি একটি টার্ন বেইজড গেম। যাতে গেমার একটি কমান্ড দেয়ার পর কমপিউটার একটি কমান্ড দেবে। এভাবে খেলা চলতে থাকবে। মমি চাইবে প্লেয়ারকে ধরতে আর প্লেয়ারকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নিজের প্রাণ রক্ষা করতে হবে। মমির হাতে ধরা পড়ে গেলে খেল খতম। তবে গেমের একটি সুবিধা হচ্ছে আনডু অপশন যাতে কোনো ভুল চাল দিয়ে ফেললে তা আবার ফিরিয়ে নেয়া যাবে। প্রতিটি চাল বেশ ভেবেচিন্তে দিতে হবে এবং চেষ্টা করতে হবে মমিকেই ফাঁদে ফেলার, যাতে সে প্লেয়ারকে ধরতে না পারে। প্লেয়ার এক কদম এগুলে মমি এগুবে দুই কদম। তাই বেশ সাবধানে খেলতে হবে। একে একে পিরামিডের চেম্বারগুলো খোঁজ করে বের করতে হবে গুপ্তধন এবং মমির চোখে ধুলো দিয়ে তা নিয়ে চম্পট দিতে হবে।

গেমটির থ্রিডি রেন্ডারিং গ্রাফিক্স ও সাউন্ড সিস্টেম বেশ উন্নতমানের এবং চমকপ্রদ। গেমের স্ল্যাশ স্ক্রিনগুলো হাতে আকাঁ, তাই তা ভিন্নমাত্রার স্বাদ যোগ করেছে গেমটিতে। বেশ কঠিন পাজলের গেমটিতে মাস্টার লেভেলে খেলতে বেশ বেগ পেতে হবে। গেমে প্রায় ১৫টি পিরামিডে বিচরণ করতে হবে। স্টেজের সংখ্যা হাজারেরও বেশি, তাই খেলা যাবে অনেক দিন ধরে এবং বুদ্ধির কেঁচিতে শান দেয়া যাবে ভালোমতো। গেমটি খেলে যে স্কোর অর্জন করবেন তা অনলাইনে আপলোড করে বিশ্বের অন্য প্লেয়ারদের কাতারে নিজের অবস্থান যাচাই করে দেখতে পারবেন। গেমটি খেলার জন্য বিশেষ কোনো কনফিগারেশনের পিসির দরকার পড়বে না। মাদারবোর্ডের বিল্ট-ইন গ্রাফিক্স কার্ডেই গেমটি চালানো যাবে অনায়াসে। গেমটি পিসিতে রেখে দেয়ার মতো একটি গেম, যা মুছে ফেলতে ইচ্ছে করবে না অনেকেরই। অ্যাস্টারিক্সের বানানো গেমগুলো www. astatix.com থেকে ডাউনলোড করতে পারবেন বিনামূল্যে।


কজ ওয়েব

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস