• ভাষা:
  • English
  • বাংলা
হোম > সেভেন সিস
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১১ - এপ্রিল
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গেম
তথ্যসূত্র:
গেমের জগৎ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
সেভেন সিস

ঠাকুরমার ঝুলির গল্পের কথা মনে আছে কি? সেই যে সাত সাগর তেরো নদী পাড়ি দিয়ে রাজপুত্র খুঁজে বেড়ায় নিজ গন্তব্য। সেই সাত সাগরের ওপরে ভিত্তি করে বানানো হয়েছে সেভেন সিস নামের গেমটি। তবে রাজপুত্র নয়, গেমারকে খেলতে হবে এক গুপ্তধন শিকারির বেশে নিজের যুদ্ধজাহাজ নিয়ে। পথে আক্রমণ করবে পাইরেট বা জলদস্যু, ভৌতিক জাহাজ, জলদানবসহ আরও কত কি? তাদের কামানের গোলার হাত থেকে বেঁচে থাকতে হবে এবং সুযোগমতো নিজ জাহাজের কামান দাগিয়ে উড়িয়ে দিতে হবে শত্রুক্ষের জাহাজ। গেমটি টার্ন বেইজড স্ট্র্যাটেজি ধাঁচের গেম। গেমটির ডেভেলপার ও পাবলিশার হচ্ছে অ্যাস্টারিক্স।

সাদা রঙের বিশাল পালতোলা জাহাজ নিয়ে সমুদ্রে পাড়ি জমাতে হবে গেমারকে। পথে আক্রমণ করবে জলদস্যুদের জাহাজ। কামানের নিশানায় পড়লে তাদের উড়িয়ে দিতে হবে, তা না হলে তাদের তাড়িয়ে নিয়ে যেতে হবে দ্বীপ বা ধ্বংসস্তূপের কাছে যাতে তাতে ধাক্কা লেগে তা গুঁড়িয়ে যায়। আরও বুদ্ধি করে খেলতে পারলে তাদের ছোড়া কামানের গোলা দিয়েই তাদের ধরাশায়ী করা যাবে। শত্রুপক্ষের জাহাজে জাহাজে ধাক্কা লাগিয়েও তা ধ্বংস করা যাবে। মোট কথা শত্রুপক্ষকে ধ্বংস করার অনেক উপায় রয়েছে, কিন্তু তা অনেক ভেবেচিন্তে কাজে লাগাতে হবে। গেমটিতে ভুল চাল দিলে তা ফিরিয়ে নেয়ার সুযোগ রাখা হয়েছে, কিন্তু ভুল চালের পর যদি নিজের জাহাজ ধ্বংস হয়ে যায় তবে সে চাল ফিরিয়ে নেয়া যাবে না। তাই প্রতিটি চাল দেয়ার আগে নিজের জাহাজের অবস্থান ও শত্রু জাহাজের আক্রমণের এলাকা ও সে জাহাজ কতটা দূরত্বে আছে তা বিবেচনা করে খেলতে হবে। কিছু জাহাজে থাকবে যারা তারা কিছুতেই প্লেয়ারের জাহাজের কামানের নিশানায় আসতে চাইবে না, তাদের মত দেয়াটা বেশ কষ্টকর। কিছু জাহাজের কামানের নিশানা অনেক বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, তাই তাদের থেকে বেঁচে থাকতে হবে।



গেমটিতে অসাধারণ থ্রিডি গ্রাফিক্সের কারুকাজ তুলে ধরা হয়েছে। গেমের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কামান দাগানোর প্রান্তবন্ত আওয়াজ, স্পিকারের ভলিউম বাড়িয়ে রাখলে মনে হবে আপনি সত্যিকারের জলদস্যুদের সাথে জাহাজ নিয়ে যুদ্ধ করছেন। মাঝে মাঝে নিজেই চমকে উঠবেন কামান দাগানোর গমগম শব্দে। বিভিন্ন রকমের পাইরেট শিপ, যেমন-ব্লু বুক্কানারস, বিখ্যাত মুভি সিরিজ পাইরেট অব দ্য ক্যারিবিয়ানসের লিজেন্ডারি যুদ্ধজাহাজ ফ্লাইং ডাচম্যান, ঘোস্ট শিপ ইত্যাদির দেখা মিলবে গেমে। গেমে কিছু বোনাস স্টেজ রয়েছে, যাতে গুপ্তধন খুঁজে বের করতে হবে। গেমে নতুনদের জন্য রয়েছে ইন্টার-অ্যাকটিভ টিউটরিয়াল, যাতে গেমের সব বিষয়বস্ত্ত খুব সহজেই বোঝা যাবে। ভালো পারফরমেন্স দেখাতে পারলে এক্সট্রা লাইফ পাওয়া যাবে এবং পয়েন্টের ভিত্তিতে গেমারের র্যা্ঙ্ক বাড়তে থাকবে। তাই আই অ্যাম ক্যাপ্টেন বলে সালাম ঠুঁকে লেগে যান গুপ্তধন শিকারে।

বড় আকারের গেমগুলোর তুলনায় ছোট আকারের গেম বা মিনি গেমগুলো বেশ স্বাচ্ছন্দ্যে খেলা যায়। তাই সময় কাটানোর জন্য অনেকেই বেছে নেন এ মিনি গেমগুলোকে। মিনি গেমগুলো বেশি জায়গা দখল করে না এবং তা চালানোর জন্য তেমন ভালো কনফিগারেশনের পিসির দরকার পড়ে না। আশা করি গেমটি সবার ভালো লাগবে।

কজ ওয়েব

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস