• ভাষা:
  • English
  • বাংলা
হোম > দ্য সিমস মেডিয়েভাল
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১১ - এপ্রিল
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
গেম
তথ্যসূত্র:
গেমের জগৎ
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
দ্য সিমস মেডিয়েভাল

দ্য সিমস গেমের নাম জানেন না এমন গেমার খুঁজে পাওয়া বেশ কঠিন ব্যাপার। সিমস সিরিজের গেমগুলো মূলত লাইফ সিমুলেশন বা সোস্যাল সিমুলেশন ধাঁচের গেম। এই গেমে সিমস বলতে গেমের প্রতিটি ভার্চুয়াল ক্যারেক্টারকে বুঝানো হয়। গেমে এই সিমসদের নিয়ে খেলতে হয়, তাদের নিত্যদিনের কাজকর্ম, আচার-ব্যবহার, চাহিদা সবকিছুর খেয়াল রাখতে হয়। এ পর্যন্ত সিমস সিরিজের প্রচুর গেম বের হয়েছে, তবে মূল গেম মোট চারটি। দ্য সিমস ১, ২, ৩ এবং দ্য সিমস মেডিয়েভাল। বাকি গেমগুলো হচ্ছে এক্সপানশন প্যাক।

সাধারণত এই সিরিজের পূর্বের গেমগুলোতে আধুনিক যুগের শহরে বসবাসকারী চরিত্রদের নিয়ে বানানো হয়েছে। কিন্তু নতুন এই গেমে নির্মাতারা আধুনিক যুগের বদলে গেমের পটভূমি হিসেবে বেছে নিয়েছেন মধ্যযুগকে। এখানে গেমারকে সিমসদের নিয়ে রাজ্য গঠন করতে হবে, সিমসদের বিভিন্ন মিশনে পাঠাতে হবে। প্রতিটি মিশন ভালোভাবে শেষ করতে পারলে পুরস্কার হিসেবে কিংডম পয়েন্ট পাওয়া যাবে। এই কিংডম পয়েন্ট ব্যবহার করে বিভিন্ন আইটেম ও বিভিন্ন ক্যারেক্টার আনলক করা যাবে।



অন্যান্য রোল প্লেয়িং গেমে গেমারকে বিভিন্ন চরিত্র থেকে পছন্দের একটি চরিত্র নিয়ে গেম শুরু করতে হয়। কিন্তু এই গেমে গেমারকে বিভিন্ন ধরনের সিমসদের নিয়ে গেম খেলতে হবে। এদের মধ্যে অন্যতম কিছু চরিত্র হচ্ছে-রুলার বা কিং, এই সিমস নিয়ে খেললে পুরো রাজ্য চালনা করতে হবে, আশপাশের রাজ্যের সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে, দরকারে যুদ্ধ করতে হবে এবং রাজ্যের সীমানা বিস্তার করতে হবে। এছাড়া জাদুকর বা উইজার্ডের নিয়ে খেললে তাদের দিয়ে যুদ্ধ করতে হবে, তবে এদের নিয়ে হাতাহাতি লড়াই করা যাবে না, বরং এরা যুদ্ধ করবে জাদুবিদ্যার বিভিন্ন মন্ত্র প্রয়োগের মাধ্যমে। এই মন্ত্রগুলো মন্ত্রের বই বা স্পেলবুক থেকে পড়ে মনে রাখতে হবে এবং মাউসের মুভমেন্ট দিয়ে জাদুবিদ্যা প্রয়োগ করতে হবে। স্পাই বা গোয়েন্দা সিমসকে নিয়ে খেললে এরা বিপরীত পক্ষের সিমসদের বিষ দিয়ে মেরে ফেলতে পারবে, আবার অন্য রাজ্যের গোপনীয় তথ্য চুরি করতে পারবে। কামার বা ব্ল্যাক্সমিথ সিমসদের দিয়ে রাজ্যের সৈন্যদের জন্য অস্ত্র, ঢাল ও বর্ম বানাতে হবে। ডাক্তার সিমসদের দিয়ে রাজ্যের অসুস্থ ও যুদ্ধে আহত সৈন্যদের পরিচর্যা করতে হবে। বীরযোদ্ধা বা নাইটদের নিয়ে লড়াই করে বিভিন্ন রাজ্য দখল করে রাজ্যের সীমানা বাড়ানো যাবে। এ ছাড়া মার্চেন্ট বা ব্যবসায়ী শ্রেণীর সিমসদের নিয়ে নিজ রাজ্যে ও আশপাশের রাজ্যে ব্যবসায়-বাণিজ্য করতে হবে। গেমটি খেললে মধ্যযুগের লোকদের জীবনযাপন ও তাদের বিভিন্ন রীতি-রেওয়াজ, ধর্মকর্ম, যুদ্ধের কৌশল সম্পর্কে বেশ ভালো ধারণা পাওয়া যাবে। আশা করা যায় সিমসভক্তদের জন্য এই গেমটি খুবই উপভোগ্য একটি গেম হতে যাচ্ছে।

গেমটি খেলতে উইন্ডোজ এক্সপি সার্ভিস প্যাক ৩ বা উইন্ডোজ সেভেন সার্ভিস প্যাক ১-এর প্রয়োজন পড়বে। এ ছাড়া ২.০ গিগাহার্টজের প্রসেসর, ২৫৬ মেগাবাইট মেমরিসম্পন্ন এবং পিক্সেল শেডার ২.০ সাপোর্টেড গ্রাফিক্স কার্ড, ১ গিগাবাইটের চেয়ে বেশি র্যা ম এবং হার্ডডিস্কে প্রায় ৫.৩ গিগাবাইট খালি স্থানের প্রয়োজন পড়বে। তবে গেমের সেটিংস ও সেভ গেম ফাইলগুলো সংরক্ষণ করার জন্য হার্ডডিস্কে আরও ১ গিগাবাইট অতিরিক্ত জায়গা প্রয়োজন পড়বে।

কজ ওয়েব

পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
চলতি সংখ্যার হাইলাইটস