বেয়ন্ড গুড অ্যান্ড ইভিল গেমটি অসাধারণ একটি অ্যাডভেঞ্চার গেম, যাতে রয়েছে অ্যাকশন, রেসিং, শূটিং, পাজল সবধরনের গেমের মজা। গেমের কাহিনী খুবই নতুন ধাঁচের ও গেমপ্লেতেও রয়েছে দারুণ ব্যতিক্রমী ছাপ। গেমটি খেলার সময় উপলব্ধি করবেন এর নতুনত্বের ছোঁয়া ও উপভোগ করবেন মহাশূন্যে অভিযানের দারুণ এক অভিজ্ঞতা। গেমটি পাবলিশ ও ডেভেলপ করেছে বিখ্যাত গেম নির্মাতা প্রতিষ্ঠান ইউবিসফট। গেমটি পিসির জন্য ডেভেলপ করেছে ইউবিসফট মিলান ২০০৩ সালের নভেম্বরে। গেমের নির্মাণে ব্যবহার করা হয়েছে গেম ইঞ্জিন জেড। গেমটির ডিজাইনার হচ্ছেন ইউবিসফটে কর্মরত ফ্রান্সের গেম ডিজাইনার মাইকেল এনসেল। তিনি তার বানানো রেম্যান গেম সিরিজের জন্য বেশি আলোচিত হয়েছেন।
বিয়ন্ড গুড অ্যান্ড ইভিল গেমটির পটভূমি হচ্ছে হিলি নামের কাল্পনিক এক গ্রহ। গেমের প্রথম থেকেই দেখা যাবে গ্রহটিকে ডোমজ নামের খুবই শক্তিশালী ও অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন এলিয়েনরা দখল করে রেখেছে। এছাড়া ডোমজ সাধারণ গ্রহবাসীদেরকে কিডন্যাপ করে তাদের জীবনীশক্তি শুষে নিয়ে এবং তাদের জেনেটিক্যালি পরিবর্তন করে নিজেদের কাজের জন্য বিশ্বস্ত প্রতিরক্ষা বাহিনী ‘আলফা সেকশন’ তৈরি করছে। কিন্তু এই কাজটি তারা খুবই গোপনীয়তার সাথে করছে, যাতে জনসাধারণের মনে কোনো সন্দেহ না জাগে। এছাড়া তারা নিজেরাই ভয়ঙ্কর আকৃতির নানান এলিয়েন গ্রহে ছেড়ে দিয়ে নিজেরাই আলফা সেকশনের সৈন্যদের দিয়ে সেগুলোকে মেরে হিলি গ্রহবাসীর মন জয় করে নিতে থাকে। কিন্তু তাদের এ কুকর্মের ব্যাপারে সাধারণ গ্রহবাসী কোনো সন্দেহ না করলেও সাংবাদিকদের সংগঠন আইরিশ নেটওয়ার্কের কিছু সাংবাদিকের মনে ঠিকই সন্দেহের উদ্রেক হয়। তারাও গোপনে তদন্ত করার কাজ শুরু করে আলফা সেকশনের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ জোগাড় করার জন্য।
গেমে গেমারকে জেড নামের একজন মেয়ের চরিত্রে খেলতে হবে। জেডকে গেমে এতিম হিসেবে দেখানো হয়েছে এবং জেড তার বাবার বন্ধু পেইজের সাথে হিলির ছোট একটি দ্বীপের আশ্রমে বাস করে। জেড এবং পেইজ সেখানে গ্রহের অন্য আশ্রয়হীন বাচ্চাদের দেখাশোনার কাজ করে, যাদের বাবা-মাকে আলফা সেকশন কিডন্যাপ করে নিয়েছে। জেডের আঙ্কেল পেইজ হচ্ছে এনথ্রপোমরফিক (মানুষের মতো হাত-পাওয়ালা, কিন্তু শুধু মাথা জন্তুর আদলে তৈরি) প্রাণী, যে কি না একজন মেকানিক। জেড একজন শখের ফটোগ্রাফার এবং সে গ্রহের বিভিন্ন প্রজাতির ছবি সেখানকার স সায়েন্স সেন্টারে পাঠিয়ে জীবিকা অর্জন করে এবং সেই সাথে আশ্রমের সবার চাহিদা মেটায়। আইরিশ নেটওয়ার্ক জেডকে তাদের হয়ে আলফা সেকশনের বিরুদ্ধে তথ্য জোগাড় করে দেয়ার জন্য অনুরোধ করে এবং জেড তাদের হয়ে কাজ করতে আগ্রহী হয়, কারণ সে নিজেও আলফা সেকশনের কার্যকলাপ সম্পর্কে বেশ কৌতূহলী ছিল। গেমে জেডকে নিয়ে গোপনে আলফা সেকশনের বিভিন্ন ঘাঁটি ও কারখানায় গিয়ে সেখান থেকে প্রয়োজনীয় ছবি তুলতে হবে। এছাড়া যাত্রাপথে বিভিন্ন ভয়ঙ্কর প্রাণীর সাথে মোকাবেলা করতে হবে। গেমে জেডের অস্ত্র হিসেবে আছে লাঠির মতো দেখতে দাই-জো নামের একটি অস্ত্র এবং কোনো কিছু লক্ষ্যভেদ করার জন্য আছে গাইরো ডিস্ক গ্লোব। গেমে আঙ্কেল পেইজ ও ডাবল এজেন্ট নামের আরেক স্পাই জেডকে সাহায্য করবে।
গেমটি চালাতে পেন্টিয়াম ৩ মানের প্রসেসর, ৬৪ মেগাবাইট মেমরির জিফোর্স ২ মানের গ্রাফিক্স কার্ড, ২৫৬ মেগাবাইট র্যাগম লাগবে। গেমের গ্রাফিক্স ও সাউন্ড টেকনোলজি এখনকার গেমগুলোর মতো চোখ ধাঁধানো না হলেও যথেষ্ট ভালোমানের এবং প্রশংসার যোগ্য।
কজ ওয়েব
ফিডব্যাক : shmt_21@yahoo.com