লেখক পরিচিতি
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৫ - ফেব্রুয়ারী
তথ্যসূত্র:
কমপিউটার জগতের খবর
কমপিউটার সমিতির ‘মেক বাই বাংলাদেশ’ রূপকল্প ঘোষণা
কমপিউটার সমিতির ‘মেক বাই বাংলাদেশ’ রূপকল্প ঘোষণা
কমপিউটার জগৎ রিপোর্ট \ দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নের অংশীদার প্রতিটি সংগঠনের সমন্বিত অংশ নেয়ার মধ্য দিয়ে ‘মেক বাই বাংলাদেশ’ রূপকল্প ঘোষণা করেছে বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস)। রূপকল্প অনুযায়ী ২০১৮ সালের মধ্যে আইসিটি খাত থেকে জিডিপিতে ২ শতাংশ অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। এর মধ্যে ২০১৭ সালের মধ্যে আইটি হার্ডওয়্যার ইনস্টলেশন খাত থেকে ১ বিলিয়ন এবং ২০১৮ সালের মধ্যে সফটওয়্যার খাত থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ধানম--র বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত ‘বাংলাদেশের আইসিটি খাতের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় এ ঘোষণা দেন বিসিএস সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ। এ সময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৩১ মার্চ থেকে পাঁচ দিনের বিসিএস আইসিটি এক্সপো ২০১৫ অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়।
বিসিএস সভাপতির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া বিশেষ অতিথি ছিলেন আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার এবং বিসিসির নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম।
আলোচনা সভায় দেশের আইসিটি খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে নিজেদের অভিমত তুলে ধরেন মাইক্রোসফট বাংলদেশ ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবীর, ইন্টেল কন্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মনজুর, সিসকো অ্যান্ড লিঙ্কেসিস বাংলাদেশ প্রতিনিধি ফখরুদ্দীন আহমেদ, এইচপি বাংলাদেশ প্রতিনিধি মো: ইসমাইল, ওরাকল বাংলাদেশের প্রতিনিধি মো: মুনির, ডি-লিঙ্কের আঞ্চলিক ব্যবস্থাপক শাহরিয়ার হোসেন, বিজনেস ল্যান্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: ফয়েজউল্যাহ খান, গ্লোবাল ব্র্যান্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এএসএম আবদুল ফাত্তাহ, স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, ফ্লোরা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা শামছুল ইসলাম, কমপিউটার সোর্স লিমিটেডের পরিচালক আসিফ মাহমুদ প্রমুখ
৩০ হাজার তথ্যপ্রযুক্তি পেশাজীবী তৈরির কার্যক্রম শুরু
তথ্যপ্রযুক্তিতে ৩০ হাজার দক্ষ পেশাজীবী তৈরির প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। সরকারের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্পে এ প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন দেশের বিভিন্ন সরকারি-বেসকারি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এলআইসিটির এই প্রকল্পে উচ্চতর প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান আর্নেস্ট অ্যান্ড ইয়ং (ইওয়াই)। প্রকল্পটিতে মোট ৩৪ হাজার শিক্ষার্থীকে তথ্যপ্রযুক্তি পেশাজীবী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। গত ৩১ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান ইমরান আহমদ, বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এসএম আশরাফুল ইসলাম, আর্নেস্ট অ্যান্ড ইয়ংয়ের সরকারি খাত ন্যাশনাল লিডার গৌরভ তানেজা, পারফরম্যান্স ইমপ্রম্নভমেন্ট পার্টনার আনুরাগ মল্লিক ও এলআইসিটি প্রকল্প পরিচালক মো: রেজাউল করিম। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে প্রশিক্ষণে অংশ নিতে উদ্বুদ্ধ করার আহবান জানান ড. একে আজাদ চৌধুরী।
জুনাইদ আহমেদ পলক বলেন, এলআইসিটি প্রকল্প ৩০ হাজার আইটি পেশাজীবী তৈরিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহুজাতিক প্রতিষ্ঠান আর্নেস্ট অ্যান্ড ইয়ংকে নিয়োগ দিয়েছে। আমার বিশ্বাস, এসব আইটি প্রশিক্ষিত তরুণ-তরুণীরা পাঁচ বছরে তথ্যপ্রযুক্তি খাতে ১ বিলিয়ন ডলারের রফতানির লক্ষ্যমাত্রা পূরণে সহায়ক ভূমিকা পালন করবেন
দেশের তথ্যপ্রযুক্তি খাতের কর্মপরিকল্পনা ঘোষণা
দেশে তথ্যপ্রযুক্তিতে ধারাবাহিক অর্জনের অংশ হিসেবে এবার আগামী চার বছরে এ খাতের রোডম্যাপ ঘোষণা করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সম্প্রতি বিসিসি ভবনে এক সাংবাদিক সম্মেলনে চার বছরের কর্মপরিকল্পনা তুলে ধরেন। সাতটি বিষয়বস্ত্তকে সামনে রেখে এ ঘোষণা দেয়া হয়। সেখানে তথ্যপ্রযুক্তিতে রেগুলেটরি এনভায়রনমেন্ট (আইনি কাঠামো), মানবসম্পদ উন্নয়ন, অবকাঠামো, ইন্ডাস্ট্রি প্রমোশন (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্পের উন্নয়ন), আন্তর্জাতিক স্বীকৃতি, বাংলাদেশ : তথ্যপ্রযুক্তির নতুন গন্তব্য এবং আগামী দিনের পরিকল্পনা ও কর্মপন্থা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উপস্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, আমরা দায়িত্বভার নেয়ার পর দেশের প্রযুক্তি খাতের সব ব্যবসায়ী সংগঠনসহ সংশ্লিষ্ট সবাইকে আমাদের কার্যক্রমের সাথে সম্পৃক্ত করি এবং তাদের মূল্যবান মতামত গ্রহণ করি। মূলত সবাইকে সাথে নিয়ে আমরা একটি যুগোপযোগী এবং কার্যকর আইসিটি ইকোসিস্টেম গঠনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করি
আইসিটি নীতিমালা অনুমোদন
আইসিটি খাতের উন্নয়নে নতুন রূপরেখা দিয়ে ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা, ২০১৫’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সম্প্রতি সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান। তিনি বলেন, ২০০৯ সালের ‘জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নীতিমালা’ হালনাগাদ করে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন নীতিমালায় তথ্য ও যোগাযোগ খাতের পরিচালনার দিকনির্দেশনা রয়েছে। নীতিমালাটি পেশাদারিত্বের সাথে প্রণয়ন করা হয়েছে। এতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা করে কোন মন্ত্রণালয় কী কাজ, কোন সময়ে করবে তা বলা হয়েছে
ঢাকায় ডিজিটাল ওয়ার্ল্ড শুরু ৯ ফেব্রুয়ারি
আইসিটি ক্ষেত্রে বাংলাদেশের সামগ্রিক অগ্রগতিকে দেশবাসী ও বিশ্ববাসীকে জানানোর জন্য ৯ ফেব্রুয়ারি হয় ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫। চলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে চারটি এক্সপো এবং প্রায় ৩২টি সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হয়। সেমিনার ও কর্মশালায় অংশ নেন গুগল, ফেসবুকসহ বিশ্বখ্যাত আইটি প্রতিষ্ঠানের প্রায় ৩৫ জন ঊর্ধ্বতন প্রযুক্তিবিদ।
সম্প্রতি ডিজিটাল ওয়ার্ল্ডের উপদেষ্টা পরিষদের আলোচনা সভায় এসব তথ্য জানানো হয়। উপদেষ্টা পরিষদের সভাপতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী (বীরবিক্রম), বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসিসের সভাপতি শামীম আহসানসহ আইসিটি সেক্টরের ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫-এর মোবাইল অ্যাপস উদ্বোধন করা হয়
ভারতের অর্থনীতিতে ফেসবুকের অবদান ৪ বিলিয়ন ডলার
শুধু বিনোদন কিংবা যোগাযোগমাধ্যম নয়, বিশ্ব অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে ফেসবুক। সম্প্রতি কনসালট্যান্সি প্রতিষ্ঠান ডেলয়টে পরিচালিত এক জরিপে দেখা যায়, গত বছর ভারতের অর্থনীতিতে ফেসবুকের অবদান ৪ বিলিয়ন ডলার এবং যোগ করেছে ৩ লাখ ৩৫ হাজার কর্মসংস্থান। জরিপে দেখা যায়, বিপণন ও বিজ্ঞাপন প্লাটফর্ম, সংযোগ স্থাপনের মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে অবদান রেখেছে ফেসবুক। ২০১৪ সালে বিশ্ব অর্থনীতিতে ফেসবুকের অবদান ২২৭ বিলিয়ন ডলার। কর্মসংস্থান হয়েছে ৪.৫ মিলিয়ন
বঙ্গভবনের নতুন ওয়েবসাইট উদ্বোধন
বঙ্গভবনের নতুন ওয়েবসাইট উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ। সম্প্রতি বঙ্গভবনে নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন তিনি। ওয়েবসাইটের ঠিকানা নধহমধনযধনধহ.মড়া.নফ। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, বঙ্গভবন সম্পর্কিত সব তথ্য এই ওয়েবসাইট থেকে জানা যাবে। নতুন ওয়েবসাইট উদ্বোধনের সময় বঙ্গভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন
রেডহ্যাট এন্টারপ্রাইজ ক্লাস্টারিং ট্রেনিং
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট এন্টারপ্রাইজ ক্লাস্টারিং অ্যান্ড স্টোরেজ ম্যানেজমেন্ট ট্রেনিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতের অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। ফেব্রুয়ারিতে চারটি ব্যাচ অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
দেশের বাজারে টাইজেনভিত্তিক স্মার্টফোন স্যামসাং জেড১
স্যামসাং মোবাইল বাংলাদেশ দেশে প্রথম টাইজেনভিত্তিক স্মার্টফোন স্যামসাং জেড১ উদ্বোধন করেছে। দেশের কয়েক লাখ সম্ভাব্য ব্যবহারকারীর সুবিধার জন্য জেড১ স্মার্টফোনে রয়েছে স্থানীয় ওয়েবসাইটগুলোর সহজ ব্যবহার এবং ব্যবহারবান্ধব ইন্টারফেস। জেড১-এ আছে ১.২ গিগাহার্টজ ডুয়াল কোর প্রসেসর, ৭৬৮ মেগাবাইট র্যাবম, ৪ জিবি ইন্টারনাল মেমরি। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনটির মেমরি সর্বোচ্চ ৬৪ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব। আর ডুয়াল সিমের সাহায্যে খুব সহজেই একসাথে দুটি থ্রিজি সংযোগ ব্যবহার করা যাবে। আরও রয়েছে অত্যাধুনিক স্যামসাং প্রযুক্তিতে তৈরি ৪ ইঞ্চি ডবিস্নউভিজিএ পিএলএস স্ক্রিন। তীব্র রোদেও পিএলএস প্রযুক্তির কারণে স্ক্রিন দেখতে কোনো সমস্যা হবে না। রয়েছে দীর্ঘ সময় ধরে ব্যবহারের জন্য উন্নত ব্যাটারি ক্ষমতা। ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার আগে শতকরা ১০ ভাগ চার্জ থাকার সময় ‘আল্ট্রা পাওয়ার সেভিং মোড’ চালু করলে প্রায় ১৮ ঘণ্টা সেট চালু থাকে। স্যামসাং জেড১-এ রয়েছে বিডিজবস ডটকম, বিডিনিউজ২৪ ডটকম, বিক্রয় ডটকম, এখানেই ডটকম ও প্রথমআলো ডটকমের মতো জনপ্রিয় দেশী সাইটগুলোর এক টাচে সহজ ব্যবহার। দাম ৬ হাজার ৯০০ টাকা
নীলফামারীতে হচ্ছে হাইটেক পার্ক ও আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
প্রযুক্তির বিকাশ ঘটাতে নীলফামারীতে হচ্ছে হাইটেক পার্ক ও আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চলতি অর্থবছরে এ দুটি প্রতিষ্ঠানের নির্মাণকাজ শুরু হবে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গত ৩০ জানুয়ারি নীলফামারী-ঢাকা সড়কের দারোয়ানি এলাকায় ১৫ একর জমিতে হাইটেক পার্ক ও ৩২ দশমিক ৯০ একর জমিতে আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জায়গা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর সাথে সমানতালে এগিয়ে যেতে উন্নত প্রযুক্তির প্রয়োজন। তাই বর্তমান সরকার তথ্যপ্রযুক্তির ওপর গুরুত্ব দিয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় হাইটেক পার্ক বাস্তবায়নে একমত হয়েছেন। এটি বাস্তবায়িত হলে কমপিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, কমিউনিকেশন হার্ডওয়্যার, কমিউনিকেশন সফটওয়্যার, আইটিভিত্তিক সেবা, ডিজাইন অ্যান্ড কনসালট্যান্সি, পণ্যের উৎপাদন ও সমাবেশ ঘটানো এবং ইলেকট্রনিক সামগ্রীর নকশা তৈরিতে সহায়ক হবে। এছাড়া হাইটেক পার্কের পাশেই আর্মি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। এ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা নিয়ে দেশের প্রযুক্তি প্রকৌশলী হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারবেন
ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে ভারতীয় কোম্পানির সাথে চুক্তি
ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে প্রযুক্তি ও সেবা পেতে ভারতীয় কোম্পানি আইএল অ্যান্ড এফএস লিমিটেডের সাথে সম্প্রতি সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তি করেছে সরকার। ১৫৫ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে এ প্রকল্পের মাধ্যমে প্রাথমিকভাবে দেশের সাতটি জেলার ৪৫টি উপজেলাকে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত করা হচ্ছে। প্রকল্পের অধীনে একটি সেন্ট্রাল ডাটাবেজ তৈরি করবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর। ২০১৬ সাল নাগাদ এ প্রকল্প বাস্তবায়ন করা গেলে পরে সারাদেশে ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের। অনুষ্ঠানে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, ভূমি সচিব সফিউল আলম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক এম জলিল ও বাংলাদেশে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী এবং ভারতীয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে ডিজিটাল ভূমি জরিপ ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক জিলস্নুর রহমান এবং ভারতীয় কোম্পানির পক্ষে আসিফ কুমার চুক্তিতে সই করেন
অপেরা মিনিতে রবি গ্রাহকদের ইন্টারনেট ফ্রি
অপেরা মিনি ব্রাউজারে ফ্রি ইন্টারনেট দিচ্ছে টেলিকম অপারেটর রবি। ব্রাউজারটি দিয়ে এখন থেকে প্রতিদিন ৫ মেগাবাইট ইন্টারনেট বিনামূল্যে ব্যবহার করতে পারবেন অপারেটরটির গ্রাহকেরা। প্রতিদিন আগে এলে আগে পাবেন ভিত্তিতে ৩০ হাজার গ্রাহক এই সুবিধা পাবেন। সম্প্রতি রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রবি ও অপেরা মিনির যৌথ সংবাদ সম্মেলনে এই অফারের ঘোষণা দেয়া হয়। অফারটি পেতে অপেরা মিনি ব্রাউজারে ফ্রি ইন্টারনেট কুপন ক্লিক করে অ্যাক্টিভেশন পেজ থেকে তা চালু করতে পারবেন। কুপনের স্পন্সরে রয়েছে অনলাইন মার্কেটপ্লেস বিক্রয় ডটকম। কোনো গ্রাহকের ফোনে ব্রাউজারটি না থাকলে বিনামূল্যে তা ডাউনলোড করার সুযোগও দিচ্ছে রবি
রেডহ্যাট এন্টারপ্রাইজ পারফরম্যান্স টিউনিং কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট এন্টারপ্রাইজ পারফরম্যান্স টিউনিং কোর্সে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্সটির প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন রেডহ্যাট ইন্ডিয়া কর্তৃক অভিজ্ঞ প্রশিক্ষক। কোর্স শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
রাজধানীতে সাইবার নিরাপত্তা কর্মশালা অনুষ্ঠিত
সময়ের প্রয়োজনে দেশে দিন দিন অনলাইন কার্যক্রম বাড়ছে। ফলে অভ্যন্তরীণ সীমা পেরিয়ে ভার্চুয়াল দুনিয়ায় ঝুঁকিতে রয়েছে ক্রমেই প্রযুক্তিতে এগিয়ে যাওয়া বাংলাদেশ। অনলাইন হুমকির মুখে রয়েছে দেশের অনেক প্রতিষ্ঠান। আগামীতে সাইবার হামলা থেকে দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিরাপদ রাখতে বাংলাদেশ কমপিউটার কাউন্সিলের সম্মেলন কক্ষ ও হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হলো দুই দিনের বিশেষ কর্মশালা। কর্মশালার শেষ পর্বে ছিল ‘সাইবার নিরাপত্তা হুমকির পরিবর্তিত দৃশ্যপট’। এতে অংশ নেন দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর প্রধান প্রযুক্তি কর্মকর্তারা (সিটিও)। যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে আগামী প্রজন্মের অনলাইন নিরাপত্তার প্লাটফর্ম ‘পালো আলতো’ ও দেশের অন্যতম আইটি প্রতিষ্ঠান ‘কমপিউটার সোর্স’
রেডহ্যাট ওপেনস্ট্যাক অ্যাডমিনিস্ট্রেশন কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট লিনআক্সের ওপেনস্ট্যাক অ্যাডমিনিস্ট্রেশন কোর্সে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্সে অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
অ্যাপলের অনুমোদিত রিসেলার স্মার্ট টেকনোলজিস
অ্যাপলের অনুমোদিত রিসেলার হয়েছে স্মার্ট টেকনোলজিস। এখন থেকে স্মার্ট টেকনোলজিসের চ্যানেল ও কর্পোরেট গ্রাহকেরা অ্যাপলের ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো এবং আই ম্যাক সিরিজের পণ্য ক্রয় করতে পারবেন। অ্যাপলের এই রিসেলারশিপ প্রাপ্তি প্রতিষ্ঠানটির প্রোডাক্ট লাইনআপকে আরও বেশি শক্তিশালী করেছে বলে স্মার্টের পক্ষ থেকে জানানো হয়েছে
রেডহ্যাট সার্ভার ট্রেনিং কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট সার্ভার হার্ডেনিং ট্রেনিংয়ে তৃতীয় ব্যাচে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্সটির প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন সার্টিফায়েড অভিজ্ঞ প্রশিক্ষক। কোর্সটি শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
হুয়াওয়ে মিডিয়া প্যাড বাজারে
দেশে হুয়াওয়ে ব্রান্ডের তিনটি মডেলের মিডিয়া প্যাড বাজারে ছেড়েছে ইউসিসি। মডেল তিনটি হচ্ছে মিডিয়া প্যাড ইয়ুথ২, মিডিয়া প্যাড এম১ ও মিডিয়া প্যাড এক্স১। মিডিয়া প্যাড ইয়ুথ২ সিস্নম, ওজনে হালকা এবং মেটালিক বডিতে তৈরি। এছাড়া এর কোয়াড কোর দেবে উচ্চক্ষমতাসম্পন্ন পারফরম্যান্স। এর মাধ্যমে টুজি/থ্রিজি কল করার পাশাপাশি ব্যাটারির চার্জ থাকবে দীর্ঘক্ষণ। মিডিয়া প্যাড এম১ দেবে সামনের দিকে ডুয়াল স্পিকার, যা গ্রাহকদের মুভি দেখা ও গান শোনার অভিজ্ঞতাকে করবে প্রাণবন্ত। ৮ ইঞ্চির ডিসপ্লে দেবে এইচডি কোয়ালিটি ডিসপ্লে। এ ছাড়া অ্যালুমিনিয়াম বডির পাশাপাশি হালকা সিস্নম ডিজাইন। মিডিয়াপ্যাড এক্স১-এ আছে ৭ ইঞ্চি ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এ ছাড়া থাকছে ২ জিবি র্যারম ও ১৬ জিবি রম। প্রতিটি পণ্যের সাথে পাওয়া যাবে ফ্রি ফ্লিপ কভার। এছাড়া এম১ ও এক্স১-এর সাথে রয়েছে ফ্রি মেমরি কার্ড। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
মাইক্রোসফট এসকিউএল ও উইন্ডোজ সার্ভার ২০১২ কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে মাইক্রোসফট এসকিউএল ও উইন্ডোজ সার্ভার ২০১২ কোর্সে ভর্তি চলছে। সার্টিফায়েড প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। ফেব্রুয়ারি মাসে শুক্র ও শনিবারের ব্যাচে এসকিউএল ও উইন্ডোজ সার্ভার কোর্সের ক্লাস শুরু হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
মাইক্রোসফট ওপেন লাইসেন্সের পরিবেশক স্মার্ট টেকনোলজিস
দেশের অন্যতম বৃহৎ আইটি পণ্য পরিবেশক স্মার্ট টেকনোলজিসকে মাইক্রোসফটের ওপেন লাইসেন্সিং প্রোগ্রামের অনুমোদিত পরিবেশকের স্বীকৃতি দিয়েছে মাইক্রোসফট। গত ১৯ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে আয়োজিত মাইক্রোসফট স্মার্ট মিট দ্য প্রেস অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসকে লিখিত অনুমোদন দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইক্রোসফটের পার্টনার সেলস এক্সিকিউটিভ রুমেসা হোসাইন, স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মুজাহিদ আল বেরুনী প্রমুখ। অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ২০১২ সাল থেকে আমরা বাংলাদেশ, নেপাল ও ভুটানের মার্কেটে মাইক্রোসফটের ওইএম এবং এফপিপি পণ্যের সরবরাহকারী হিসেবে কাজ করে আসছি এবং ২০১৩ ও ২০১৪ সালে বেস্ট ডিস্ট্রিবিউটর অ্যাওয়ার্ড অর্জন করি। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে মাইক্রোসফট আমাদেরকে ওএলপি (ওপেন লাইসেন্সিং প্রোগ্রাম) পণ্য পরিবেশকের স্বীকৃতি দেয়। মাইক্রোসফটের ওপেন লাইসেন্সিংয়ের পরিবেশনা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্মার্ট টেকনোলজিসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো: মিরসাদ হোসাইন। তিনি বলেন, এই লাইসেন্সিং প্রোগ্রামের মাধ্যমে দেশের এনজিও, দাতব্য প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাসপাতালের মতো সেবামূলক প্রতিষ্ঠানগুলো উপকৃত করা সম্ভব
গঠিত হচ্ছে বেসিস স্টুডেন্টস ফোরাম
বাংলাদেশে এই প্রথম ইন্ডাস্ট্রি ও একাডেমির যৌথ উদ্যোগে দক্ষ জনশক্তি তৈরির কার্যক্রম নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। দেশের সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে গঠিত হচ্ছে ‘বেসিস স্টুডেন্টস ফোরাম’। এর মাধ্যমে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের সাথে বিশ্ববিদ্যালয়গুলোর মেলবন্ধন ঘটানো হবে।
সম্প্রতি বেসিস অডিটোরিয়ামে সাংবাদিকদের নিয়ে ‘মিট দ্য প্রেস’ শীর্ষক অনুষ্ঠানে ‘বেসিস স্টুডেন্টস ফোরাম’ গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন বেসিস সভাপতি শামীম আহসান। অনুষ্ঠানে তিনি বলেন, তথ্যপ্রযুক্তি সেক্টরের জন্য দক্ষ ও পর্যাপ্ত জনশক্তি তৈরিই এই ফোরামের দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। এছাড়া তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ তথ্যপ্রযুক্তি বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্ত্তত করা অন্যতম লক্ষ্য রয়েছে। বেসিস স্টুডেন্টস ফোরাম তথ্যপ্রযুক্তি সেক্টরের বাস্তব পরিস্থিতির সাথে সরাসরি পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি শিক্ষার্থীদেরকে দক্ষ করে তোলার নানা উদ্যোগ নেবে। শিক্ষার্থীরা প্রযুক্তি জ্ঞান ও প্রযুক্তি অর্থনীতির মূল স্রোতে থেকে দীর্ঘমেয়াদী অভিজ্ঞতার রসদও পাবেন এখানে।
বেসিস পরিচালক ও বেসিস স্টুডেন্টস ফোরামের আহবায়ক আরিফুল হাসান অপু বলেন, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ফোরামের কাঠামো হবে একজন মেন্টর, একজন অর্গানাইজার ও দুইজন ছাত্রীসহ সাতজন নির্বাহী সদস্য। এ ছাড়া তথ্যপ্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, তথ্যপ্রযুক্তির বিভিন্ন কার্যক্রমে সংযুক্ত শিক্ষার্থীসহ তথ্যপ্রযুক্তিতে উৎসাহ আছে এমন শিক্ষার্থীরাও এই ফোরামের সাথে যুক্ত হতে পারবেন। আগ্রহীরা studentsforum.basis.org.bd ওয়েবসাইট ভিজিট করে কিংবা বেসিস স্টুডেন্টস ফোরামের ফেসবুক পেজ (fb.com/BASISStudentsForum) থেকে বিস্তারিত জানতে ও নিবন্ধন করতে পারবেন
প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে সার্টিফায়েড পিএমপি এক্সপার্ট ইন্ডিয়ার প্রশিক্ষকের অধীনে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) ট্রেনিং অনুষ্ঠিত হতে যাচ্ছে। চার দিনের কোর্সটির দায়িত্বে থাকবেন ভারতের অজয় ভট্টাচার্য। ফেব্রুয়ারি মাসে পিএমপি ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
দেশের ই-কমার্সে দারাজ ডটকম ডটবিডির যাত্রা
বিশ্বের শীর্ষস্থানীয় ই-রিটেইল ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম ‘দারাজ’। দারাজ (daraz.com.bd) বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম চালু করছে। পৃথিবীর অন্যতম বৃহত্তম ইন্টারনেট ও মোবাইল প্লাটফর্ম রকেট ইন্টারনেট দারাজের ভেঞ্চার হিসেবে কাজ করছে। সম্প্রতি ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে দারাজ ডটকম ডটবিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুমিত সিং, এশিয়া প্যাসিফিক ইন্টারনেট গ্রুপের (এপিএসিআইজি) ব্যবস্থাপনা পরিচালক কিরেন তান্না উপস্থিত সাংবাদিক ও অতিথিদের নিয়ে ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ১০০ শীর্ষস্থানীয় ব্র্যান্ড, ৫ হাজার দ্রব্যের বৃহৎ ক্যাটাগরির সমন্বয়ে একটি স্বয়ংসম্পূর্ণ পোর্টফলিও দারাজ ডটকম ডটবিডি অনলাইন শপিং সাইট। দারাজ ডটকম ডটবিডির সাথে যেসব দেশী ও বিদেশী ব্র্যান্ড ই-স্টোর নিয়ে কাজ করছে, সেগুলোর মধ্যে ইওলো, সিম্ফোনি, হুয়াওয়ে, স্যামসাং, ওয়ালটন, অরণ্য, সাদা কালো, অ্যাপল, এলজি, ফাস্ট ট্র্যাক, ম্যাক, প্যানাসনিক, ডোরস পর্যালোচনার দিক থেকে বিশেষ ভূমিকা পালন করে আসছে
ফ্লোরা লিমিটেডে ইপসন ব্র্যান্ডের নতুন প্রিন্টার
ফ্লোরা লিমিটেড বাজারে নিয়ে এসেছে ইপসন ব্র্যান্ডের এম১০০ ও এম২০০ প্রিন্টার মডেলের সাদা-কালো ইঙ্ক ট্যাঙ্ক সিস্টেম প্রিন্টার। দ্রুতগতিসম্পন্ন এই মেশিনে রয়েছে নেটওয়ার্ক ইন্টারফেস ওয়াটার প্রম্নফ প্রিন্টিং সুবিধা। বিদ্যুৎ খরচ মাত্র ১০ থেকে ১২ ওয়াট। ইউপিএস দিয়ে চলে। প্রতি পৃষ্ঠা প্রিন্ট খরচ ২৫ পয়সা মাত্র। প্রতিটি ইঙ্ক বোতল দিয়ে ৬ হাজার পৃষ্ঠা পর্যন্ত প্রিন্ট হয়, যার দাম ১ হাজার ৫০০ টাকা। ১ বছরের ওয়ারেন্টিসহ প্রিন্টার দুটির দাম যথাক্রমে এম১০০ ১৩ হাজার ৮০০ এবং এম২০০ মাল্টিফাংশন (প্রিন্ট কপি স্ক্যান) ২০ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭২৭৫২৫৪৫৩
সিসা সার্টিফায়েড হলেন আইবিসিএসের ৫ প্রশিক্ষণার্থী
সম্প্রতি আইবিসিএস-প্রাইমেক্সের ৫ প্রশিক্ষণার্থী সৈয়দ মো: ইমতিয়াজ মোরসেদ, মো: রিফাত হাসান, সাবাব এম. জামান, মোহাম্মদ খাইয়ুল আলম ও মো: মইনুল কাদির জামান পরীক্ষায় অংশ নেন এবং প্রত্যেকে সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেমস অডিটর (সিসা) সার্টিফায়েড টাইটেল অর্জন করেন। এরই ধারাবাহিকতায় আগামী ২০ ফেব্রুয়ারি সিসা কোর্সের ১২তম ব্যাচে ভর্তি চলবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
ডিজিমলের একুশে অফার
শুরু হয়েছে ডিজিমলের একুশে অফার। চলতি মাসের ১ থেকে ২১ তারিখ পর্যন্ত ডিজিমলের অনলাইন শপিং সাইট থেকে যেকোনো পণ্য কিনলেই ক্রেতাকে একটি লটারি নাম্বার দেয়া হবে। নাম্বারগুলোর মধ্য থেকে লটারির মাধ্যমে পাঁচজন বিজয়ী ঘোষণা করা হবে। ভাগ্যবানদের মধ্যে প্রথম বিজয়ী পাবেন একটি টুইনমস ট্যাবলেট পিসি, দ্বিতীয় বিজয়ী পাবেন একটি ৩২ জিবি টুইনমস পেনড্রাইভ এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বিজয়ী পাবেন একটি করে আকর্ষণীয় পোলো টি-শার্ট। সাইটের ঠিকানা : www.digimall.com.bd
আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন ট্রেনিং ও পরীক্ষায় শতভাগ সাফল্য
আইবিসিএস-প্রাইমেক্সে সার্টিফায়েড আইটিআইএল এক্সপার্ট ইন্ডিয়া প্রশিক্ষক মহেশ পান্ডের অধীনে আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন ট্রেনিং ও এক্সাম অনুষ্ঠিত হয়েছে। ৭ জন প্রফেশনাল প্রশিক্ষণার্থীর সমন্বয়ে ব্যাচটি সফলভাবে শেষ করে অনলাইন পরীক্ষায় অংশ নিয়ে প্রত্যেকে আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন সার্টিফিকেট অর্জন করেন। চলতি মাসে আইটিআইএল ১০ম ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
এখনই ডটকমে কমপিউটার সোর্সের ভার্চুয়াল শপ
ঘরে বসেই বিশ্বসেরা ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য ও আন্তর্জাতিক মানের সেবা দিতে ভার্চুয়াল শপ চালু করছে প্রযুক্তিপণ্য ও সেবা পরিবেশক কমপিউটার সোর্স। দেশের অন্যতম ই-কমার্স সাইট এখনই ডটকমের সাথে সম্মিলিতভাবে ভাষার মাস ১ ফেব্রুয়ারি থেকে চালু হবে এই সেবা। বাংলাদেশ কমপিউটার সমিতি ইনোভেশন সেন্টারে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় কমপিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম মাহফুজুল আরিফ এবং এখনই ডটকমের প্রধান নির্বাহী শামীম আহসান একটি দ্বিপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে কমপিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুল আরিফ বলেন, কৌশলগত চুক্তির ফলে এখনই ডটকম থেকেই খুচরা মূল্যে কমপিউটার সোর্স পরিবেশিত ব্র্যান্ডের অরিজিনাল ল্যাপটপ থেকে শুরু করে অ্যান্টিভাইরাস প্রতিটি পণ্যই কিনতে পারবেন ক্রেতারা। কমপিউটার সোর্সের ওয়েব থেকেও এখনই ডটকমের মাধ্যমে অর্ডার দেয়া যাবে। একই সাথে দেশজুড়ে ৩৬টি কমপিউটার সোর্স সার্ভিস টাচ পয়েন্টের মাধ্যমে সেবা নিতে পারবেন। অনুষ্ঠানে এখনই ডটকমের প্রধান নির্বাহী শামীম আহসান বলেন, এই অংশীদারিত্ব দেশজুড়ে ক্রেতাদের দোরগোড়ায় ইলেকট্রনিক পণ্য সহজে ও সুবিধাজনক সময়ে পৌঁছে দিতে সহায়তা করবে।
ঢাবির গ্রাফিক্স ডিজাইন বিভাগের পুনর্মিলনীতে স্মার্ট টেকনোলজিস
ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রাফিক্স ডিজাইন বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান হলো ৩০ জানুয়ারি। এর মধ্য দিয়ে ১৯৪৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত গ্রাফিক্স ডিজাইন বিভাগের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নিয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের প্রক্রিয়া শুরু হয়। এ উপলক্ষে গত ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রাফিক্স ডিজাইন বিভাগের চেয়ারম্যান ও পুনর্মিলনী উৎসবের আহবায়ক মাকসুদুর রহমান, প্রোগ্রাম সহযোগী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিসের হেড অব ব্র্যান্ড মার্কেটিং মুজাহিদ আল বেরুনী সুজন, এইচপি বাংলাদেশের ডিজাইনজেট বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ কাজী শামীম হাসান উপস্থিত ছিলেন। মুজাহিদ আল বেরুনী জানান, গ্রাফিক্স ডিজাইন প্রফেশনালদের জন্য স্মার্ট টেকনোলজিস বাজারে নিয়ে এসেছে বিশেষ ডিজাইনজেট প্রিন্টার। এই প্রিন্টার দিয়ে গ্রাফিক্স প্রফেশনালরা খুব সহজেই তাদের কাজগুলোর আউটপুট চাহিদা মতো প্রিন্ট করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স আর্ট বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠানে এইচপি ডিজাইনজেট প্রিন্টারের বিশেষ প্রদর্শনী রাখা হবে, যার ফলে দেশের বিশিষ্ট বিজ্ঞাপন প্রফেশনালরা লাইভ ডেমো এক্সপেরিয়েন্স অর্জন করতে পারবেন
সাফায়ার ব্র্যান্ডের আর৯ ২৮০ গ্রাফিক্স কার্ড
ইউসিসি বাজারে এনেছে সাফায়ার ব্র্যান্ডের আর৯ ২৮০ গ্রাফিক্স কার্ড। ৩ জিবি ডিডিআর৫ সমর্থনে সক্ষম গ্রাফিক্সকার্ডটির কোর ক্লকস্পিড ৮৭০ মেগাহার্টজ বা বুস্ট করে ১০২০ মেগাহার্টজ পর্যন্ত ব্যবহার করা যায়। ২৮ ন্যানোমিটারের তৈরি কার্ডটির স্টিম প্রসেসর ২০৪৮। কার্ডটির মাধ্যমে সর্বোচ্চ চারটি মনিটর কানেক্ট করা যায়। আউটপুটের জন্য রয়েছে এইচডিএমআই, ডিভিআই-ডি ও ডিভিআই-আই। এটি উইন্ডোজ ৮.১ ভার্সন সাপোর্ট করে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
চট্টগ্রামে ওরাকল ১০জি ডিবিএ ও সিসিএনএ কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সের তত্ত্বাবধানে চট্টগ্রামে দি কমপিউটার্সে ওরাকল ১০জি ডিবিএ অ্যান্ড ডেভেলাপার ও সিসিএনএ কোর্সে ভর্তি চলছে। এ ছাড়া রেডহ্যাট লিনআক্স, জেন্ড সার্টিফিকেশন ও সিসিএনএ কোর্সের ট্রেনিং অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭৬০৪৮৬৭৯৫ (চট্টগ্রাম), ০১৭১৩৩৯৭৫৬৭-৮ (ঢাকা)
ফ্লোরা লিমিটেডে ক্যাননের নতুন ফটোকপিয়ার
ক্যানন ব্র্যান্ডের ফটোকপি মেশিনের আমদানিকারক ফ্লোরা লিমিটেড বাজারে নিয়ে এসেছে আইআর ২০০২/২০০২-এন মডেলের নতুন মেশিন। এতে রয়েছে ২০ কপি স্পিডের নেটওয়ার্ক প্রিন্ট, কপি, কালার স্ক্যান করার সুবিধাসহ ১২৮ এমবি র্যা ম, ২৫০ শিট পেপার ট্রে এবং শতকরা ২ থেকে ৪০০ ভাগ জুমিং সুবিধা। সাশ্রয়ী কপি ও প্রিন্টের জন্য এই মেশিনের তুলনা নেই। এ ছাড়া রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। যোগাযোগ : ০১৭৯১৭২৮৫০৭
বাজারে এসার অ্যাস্পায়ার গেমিং নোটবুক
দেশে এসার ব্র্যান্ডের পরিবেশক এক্সিকিউটিভ টেকনোলজিস বাজারে এনেছে এসার অ্যাস্পায়ার ভি নাইট্রো সিরিজের গেমিং নোটবুক। ইন্টেল চতুর্থ প্রজন্মের কোরআই৫ এবং কোরআই৭ প্রসেসরসমৃদ্ধ এসার অ্যাস্পায়ার ভিএন৭ নোটবুকে রয়েছে ৪ জিবি র্যাাম, ১ টিবি হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, কার্ড রিডার, বস্নুটুথ, ওয়াইফাই এবং জেনুইন উইন্ডোজ ৮.১। ১৫.৬ ইঞ্চি পর্দার এই নোটবুকে রয়েছে সর্বাধুনিক এনভিডিয়া জিফোর জিটিএক্স ৮৫০এম ৪ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড, চারটি স্পিকারসহ চতুর্থ প্রজন্মের ডলবি হোম থিয়েটার অডিও, রিয়েল-সেন্স থ্রিডি ক্যামেরা, ব্যাকলিট কিবোর্ড। এর ব্যাটারি ব্যাকআপ ৭ ঘণ্টা। ইন্টেল কোরআই৫ প্রসেসরসমৃদ্ধ নোটবুকের দাম ৬১ হাজার ৮০০ টাকা, ৪ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডসহ এর সর্বোচ্চ দাম ৬৬ হাজার ৮০০ টাকা এবং ইন্টেল কোরআই৭ প্রসেসর ও ৪ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ডসমৃদ্ধ নোটবুকের দাম ৭৫ হাজার ৮০০ টাকা। যোগাযোগ : ০১৯১৯২২২২২২
যশোরে আইসিটি মেলার সেরা ব্র্যান্ড হিসেবে আসুস পুরস্কৃত
সদ্য সমাপ্ত যশোরের কমপিউটার সিটির জেস টাওয়ারে আয়োজিত ‘সিটি আইসিটি ফেয়ার-২০১৫’ মেলায় সর্বোচ্চ বিক্রীত ব্র্যান্ড হিসেবে আসুসকে সেরা ব্র্যান্ড পদকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি গ্লোবাল ব্র্যান্ডের বাজারজাত করা লেনোভো ব্র্যান্ড দ্বিতীয় সেরা মনোনীত হয়। এ ছাড়া সমাপনী দিন মেলার প্রবেশ টিকেটের ওপর লটারির মাধ্যমে মেলার দর্শনার্থী মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে গ্লোবাল ব্র্যান্ডের সৌজন্যে আসুসের ট্যাবলেট পিসি পুরস্কার দেয়া হয়
দেশে হান্টকি পণ্যের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড
সম্প্রতি চীনের প্রথম সারির পাওয়ার সাপ্লাই যন্ত্রাংশ পণ্য প্রস্ত্ততকারী প্রতিষ্ঠান হান্টকি এন্টারপ্রাইজের বাংলাদেশের পরিবেশক হিসেবে আত্মপ্রকাশ করেছে গ্লোবাল ব্র্যান্ড। গত ১৮ জানুয়ারি ঢাকার একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেয়া হয়। হান্টকি বিশ্বব্যাপী বিভিন্ন অঞ্চলের এবং মার্কেটের গ্রাহকদের চাহিদা পূরণে পাওয়ার সাপ্লাই ইউনিট, পাওয়ার স্ট্রিপ এবং ভোক্তাদের প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্ত্ততিতে অব্যাহতভাবে বিনিয়োগ করে যাচ্ছে। অনুষ্ঠানে হান্টকি কোম্পানির পরিচিতি, নতুন বাজারজাত করা পাওয়ার সাপ্লাই ইউনিট, ল্যাপটপ অ্যাডাপ্টার, পাওয়ার স্ট্রিপ পণ্যসামগ্রীর পরিচিতি, পণ্য বাজারজাত করার উপায় নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। এতে আলোচনা করেন হান্টকির গ্লোবালের সহযোগী পরিচালক জ্যাক মা, কান্ট্রি ম্যানেজার ইয়ান শোন, মার্কেটিং ম্যানেজার মেগান উই। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের চেয়ারম্যান আবদুল ফাত্তাহ, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার, পরিচালক জসিম উদ্দিন খন্দকার। তারা হান্টকি ব্র্যান্ডের পণ্য বাজারজাত, প্রচার ও প্রসারে সবার সহযোগিতা কামনা করেন। পরে হান্টকি পণ্যের ওপর ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ২০ জনকে পুরস্কৃত করা হয়
বিজয় প্রাথমিক শিক্ষা-২ সফটওয়্যার প্রকাশ
মোস্তাফা জববারের সফটওয়্যার প্রতিষ্ঠান বিজয় ডিজিটাল বিজয় প্রাথমিক শিক্ষা-২ সিরিজে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০১৫ সালের বই ও শিক্ষাক্রম অনুসরণ করে দ্বিতীয় শ্রেণীর বাংলা, ইংরেজি ও অঙ্ক বিষয়ের তিনটি সফটওয়্যার প্রকাশ করেছে। শিশুরা এই সফটওয়্যারগুলো দিয়ে পাঠ্যবইয়ের বিষয়বস্ত্তগুলোকে ডিজিটাল যন্ত্রে অধ্যয়ন করতে পারবে। উল্লেখ্য, বিজয় ডিজিটাল ইতোপূর্বে বিজয় শিশু শিক্ষা-১ নামে শিশুদের জন্য বাংলা, ইংরেজি ও অঙ্ক, বিজয় শিশু শিক্ষা-২ নামে বাংলা, ইংরেজি ও অঙ্ক এবং বিজয় প্রাথমিক শিক্ষা-১ নামে বাংলা, ইংরেজি ও অঙ্ক বিষয়ক ৯টি সফটওয়্যার প্রকাশ করেছে। এই ৯টি সফটওয়্যার তিনটি সিডিতে পাওয়া যায়। প্রতিটি সিডির দাম ২০০ টাকা। বিজয় প্রাথমিক শিক্ষা-২ বাংলা, ইংরেজি ও অঙ্ক এই তিনটি সফটওয়্যারের প্রতিটির দাম ২০০ টাকা। দেশের সফটওয়্যার/সিডি বিক্রেতাদের কাছে এই সফটওয়্যারগুলো পাওয়া যাবে
ফুজিৎসু লাইফবুকে ব্যাকপ্যাক ফ্রি
ফুজিৎসু ব্র্যান্ডের এএইচ-৫৪৪ মডেলের লাইফবুকে ভ্রমণবান্ধব ব্যাকপ্যাক ফ্রি দিচ্ছে কমপিউটার সোর্স। জাপানি অরিজিন এই লাইফবুকটিতে আছে চতুর্থ প্রজন্মের ২.৪ গিগাহার্টজ গতির কোরআই৩ প্রসেসর। নান্দনিক গঠনে মজবুত বহনযোগ্য পিসিটির আকার ১৫.৬ ইঞ্চি। ল্যাপটপটিতে আছে ৭৫০ জিবি হার্ডডিস্ক, ৪ জিবি ডিডিআর৩ র্যা ম। এর কিবোর্ডে রয়েছে পানি প্রতিরোধক সুবিধা। স্পষ্ট ও জোরালো শব্দের জন্য ব্যবহার করা হয়েছে ডিটিএস প্রযুক্তি। এক বছর বিক্রয়োত্তর সেবাসহ দাম ৪৮ হাজার ৫০০ টাকা
সার্টিফায়েড লিড অডিটর কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে সার্টিফায়েড আইএসও আইএসএমএস-২৭০০১ লিড অডিটর সার্টিফিকেশন কোর্সে ভর্তি চলছে। ৪০ ঘণ্টার কোর্সটির প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন সার্টিফায়েডধারী অভিজ্ঞ প্রশিক্ষক। কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। ফেব্রুয়ারি মাসে ব্যাচটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেমস অডিটর কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে ডিসেম্বরে সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেমস অডিটর (সিসা) কোর্সটি অনুষ্ঠিত হবে। সিসা রিভিউ ম্যানুয়াল ২০১৪ সালের নতুন সিলেবাস অনুযায়ী সিসা পরীক্ষার প্রস্ত্ততিসহ কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণ ও সার্টিফায়েড অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বই
প্রকাশ কুমার দাস রচিত উচ্চ মাধ্যমিক শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পাঠ্যবই লেকচার পাবলিকেশন্স লি. থেকে প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে বইটি উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের কাছে ব্যাপক সাড়া পেয়েছে। তিনি কমপিউটার বিষয়সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক বহু গ্রন্থের প্রণেতা। যোগাযোগ : ০১৭৪৩২৫০৩০৫, ০১৯৩৯৯১৯১৪৮
শার্প মাল্টিফাংশন ডিজিটাল ফটোকপিয়ার বাজারে
শার্প ব্র্যান্ডের এআর-৫৬২৩ মডেলের মাল্টিফাংশন ডিজিটাল ফটোকপিয়ার নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড। এতে একই সাথে ডিজিটাল ফটো কপিয়ার, প্রিন্টার এবং স্ক্যানার সুবিধা পাওয়া যায়। কপিয়ারটিতে সর্বনিমণ এ৬আর থেকে সর্বোচ্চ এ-থ্রি আকারের কাগজ কপি করা যায়। সর্বোচ্চ গতি প্রতিমিনিটে ২৩ কপি (সাদা-কালো)। এতে দুটি ২৫০ শিটের ড্রয়ার এবং ১০০ শিটের বাইপাস ট্রেসহ সর্বমোট ৬০০ শিট পেপার ধারণক্ষমতা রয়েছে। এ ছাড়া রয়েছে ৬৪ মেগাবাইট মেমরি, ইউএসবি ২.০ ইন্টারফেস, স্ট্যান্ডার্ড কালার স্ক্যানারের সুবিধা। সহজে ব্যবহারযোগ্য, দেখতে মনোরম এবং দীর্ঘদিন ব্যবহারের উপযোগী এই মাল্টিফাংশন কপিয়ারের দাম ১ লাখ টাকা। যোগাযোগ : ০১৯৭৫৪৫৪৫৪২
গিগাবাইট জি১ সণাইপার বি৬ মাদারবোর্ড বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে গিগাবাইট জি১ সণাইপার বি৬ মডেলের মাদারবোর্ড। ইন্টেল চতুর্থ প্রজন্মের কোর প্রসেসর সমর্থিত এই মাদারবোর্ডে রয়েছে গিগাবাইট আল্ট্রা ডিউরেবল ফোর প্লাস টেকনোলজি, হাইব্রিড ডিজিটাল পাওয়ার ইঞ্জিন, গিগাবাইট ইউইএফআই ডুয়াল বায়োস, নিশিকন হাই ডেফিনিশন অডিও ক্যাপাসিটর, মাল্টি জিপিইউ সাপোর্টসহ অন্যান্য সুবিধা। দাম ৯ হাজার ৮০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৬৮
অ্যান্ড্রয়িড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে অ্যান্ড্রয়িড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি চলছে। ৮০ ঘণ্টার এই কোর্সটির সার্বিক পরিচালনায় থাকবেন অভিজ্ঞতাসম্পন্ন একজন প্রশিক্ষক। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
গিগাবাইট জিএ-জেড৯৭ এক্স-এসওসি ফোর্স মাদারবোর্ড
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে গিগাবাইট জিএ-জেড৯৭এক্স-এসওসি ফোর্স মডেলের মাদারবোর্ড। ইন্টেলের চতুর্থ ও পঞ্চম প্রজন্মের প্রসেসর সমর্থিত এই মাদারবোর্ডটিতে রয়েছে ফোরওয়ে প্রিমিয়াম ক্রসফায়ার সাপোর্ট, ডিজিটাল সিপিইউ পাওয়ার ডিজাইন, সাটা এক্সপ্রেস সাপোর্ট, কিলার ই২২০০ গেমিং নেটওয়ার্কিং, ২এক্স কপার পিসিবি ডিজাইন, রিয়েলটেক এএলসি১১৫০ অডিও, বিল্টইন অডিও এমপ্লিফায়ার, নিউ হিটসিঙ্ক ডিজাইন, লং লাইফস্প্যান ডিউরেবল ব্ল্যাক সলিড ক্যাপস ও ডুয়াল বায়োস সুবিধা। দাম ২৩ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৬৮
পিএইচপি-মাইএসকিউএল কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে প্রফেশনাল পিএইচপি কোর্সে ফেব্রুয়ারি সেশনে ভর্তি চলছে। কোর্সের সময়সীমা ৯০ ঘণ্টা, যার মধ্যে দুটি রিয়েল লাইফ প্রজেক্ট অন্তর্ভুক্ত। পিএইচপির নিজস্ব সিলেবাসের পাশাপাশি রয়েছে অ্যাজাক্স, জেকুয়েরি, জুমলা ও অ্যাডভান্স অবজেক্ট অরিয়েন্টেড টেকনিক। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
টিম ব্র্যান্ডের নতুন ডিডিআর৪ র্যা ম
ইউসিসি বাজারে নিয়ে এসেছে টিম ব্র্যান্ডের নতুন ডিডিআর৪ ২৪০০ মেগাহার্টজ র্যানম। ডেস্কটপ কমপিউটার আনুষ্ঠানিকভাবে ডিডিআর৪ উচ্চগতির যুগে প্রবেশ করেছে, যেখানে সর্বশেষ প্ল্যাটফর্ম হিসেবে বাজারে এসেছে এক্স৯৯ সিরিজ মাদারবোর্ড। র্যািমটির ডাটা ট্রান্সফার ব্যান্ডউইথ ১৯২০০ এমবি/সে. এবং ডিআরএএম ক্ষমতা ৫১২এক্স৮। টিম গ্রুপ দিয়ে পরীক্ষেত ডিডিআর৪ র্যা ম দেবে দীর্ঘ সময়ের ব্যবহারের নিশ্চয়তা। এটি কম ভোল্টেজে ব্যবহার করা যায়। এদিকে ডিডিআর৪ মেমরি আরও সহজে ডিডিআর৩ থেকে ক্ষমতা প্রসারিত করা যায়। টিম গ্রুপ ডিডিআর৪ ২৪০০ ১৬-১৬-১৬-৩৯ র্যা ম বাজারে ছেড়েছে, যা ৪ গিগাবাইট/৮ গিগাবাইট আকারে পাওয়া যাচ্ছে। যোগাযোগ : ১৮৩৩৩৩১৬০১
ওরাকল ১১জি ডিবিএ অ্যান্ড ডেভেলপার কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে ফেব্রুয়ারি মাসে ওরাকল ১১জি ডিবিএ অ্যান্ড ডেভেলপার ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে শুক্র ও শনিবারের ব্যাচে ভর্তি চলছে। অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে কোর্স সমাপ্তির পর ছাত্রছাত্রীরা বিভিন্ন ব্যাংক, বীমা ও বহুজাতিক কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
আসুসের ২ জিবি ভিডিও মেমরির নোটবুক
আসুসের কে-সিরিজের কে৫৫৫এলএন মডেলের নতুন নোটবুক দেশে নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড। ১৫.৬ ইঞ্চি প্রশস্ত পর্দার এই নোটবুকটি ১.৭ গিগাহার্টজ গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসরে চালিত। নোটবুকটিতে রয়েছে সনিক মাস্টার অডিও ফিচার, এসপ্লেন্ডিড প্রযুক্তির ডিসপ্লে এবং সিস্নম ডিভিডি রাইটার, ৮ জিবি র্যােম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ২ জিবি ভিডিও মেমরির এনভিডিয়া চিপসেটের বিল্টইন গ্রাফিক্স, ওয়্যারলেস ল্যান, বস্নুটুথ ৪.০, ওয়েবক্যাম, গিগাবিট ল্যান, এইচডিএমআই পোর্ট, ইউএসবি ৩.০ পোর্ট, কার্ড রিডার প্রভৃতি। দাম ৫৭ হাজার টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩৩
তোশিবার বিজনেস সিরিজের নতুন ল্যাপটপ
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে তোশিবার এল৪০ সিরিজের নতুন দুটি মডেলের ল্যাপটপ। ইন্টেল চতুর্থ প্রজন্মের কোরআই৫ ও কোরআই৩ প্রসেসরসম্পন্ন এই ল্যাপটপ দুটিতে রয়েছে ৫০০ জিবি হার্ডড্রাইভ, ৪ জিবি ডিডিআর৩ র্যা ম, ১৪ ইঞ্চি ডিসপ্লে, ডিভিডি রাইটার, বস্নুটুথ, স্কাল ক্যান্ডি স্পিকার, ওয়াইফাই ও ওয়েবক্যাম সুবিধা। ল্যাপটপগুলোতে সর্বোচ্চ ৬ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম কোরআই৫ ৫৫ হাজার ৩০০ টাকা ও কোরআই৩ ৪৪ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৫৫৬০৬৩১৯
এএমডি এফএক্স ৮৩৭০ প্রসেসর
দেশে এএমডির বাজারজাতকারী প্রতিষ্ঠান ইউসিসি নিয়ে এসেছে এএমডির এফএক্স ৮৩৭০ প্রসেসর। পাইল ড্রাইভার প্রযুক্তিতে তৈরি ৮ কোর সিরিজের ১৬ এমবি ক্যাশ ও ১২৫ ওয়াটের প্রসেসরটি এএম৩+ সকেটের মাদারবোর্ড ব্যবহারোপযোগী। এফএক্স ৮৩৫০-এর আপডেট ভার্সন হিসেবে আসা প্রসেসর এফএক্স ৮৩৭০-কে ইন্টেল আই৭-এর সমতুল্য বলা হয়ে থাকে। সিপিইউটির গতি ৪.০ গিগাহার্টজ (টার্বো মোডে যার গতি বাড়ানো যায় ৪.৩ গিগাহার্টজ পর্যন্ত)। এতে এল২ ও এল৩ দুই ধরনের ক্যাশ মেমরি রয়েছে, যার একটি ৮এমবি এল২ ক্যাশ ও অন্যটি ৮এমবি এল৩ ক্যাশ। প্রসেসরটি চালাতে বিদ্যুৎ খরচ হবে ১২৫ ওয়াট । যোগাযোগ : ১৮৩৩৩৩১৬০১
আসুসের বিল্টইন টিভি কার্ডের অল ইন ওয়ান পিসি
দেশে আসুসের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এসেছে ইটি২২৩০আইইউটি মডেলের মাল্টিটাচ স্ক্রিন ফাংশনের অল ইন ওয়ান পিসি। সাড়ে ২১ ইঞ্চির এইচডি মাল্টিটাচ ডিসপ্লের এই পিসিটিতে রয়েছে ৩.০ গিগাহার্টজ ইন্টেল কোরআই৩ প্রসেসর, রিমোট কন্ট্রোলারসহ বিল্টইন টিভি কার্ড, ৪ জিবি র্যালম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, বিল্টইন ইন্টেল এইচডি গ্রাফিক্স, এইচডি অডিও, ওয়েবক্যাম, বিল্টইন স্পিকার, ওয়্যারলেস ল্যান, গিগাবিট ল্যান, ইউএসবি ৩.০ পোর্ট, এইচডিএমআই পোর্ট, মেমরি কার্ড রিডার, কীবোর্ড ও মাউস। দাম ৬১ হাজার টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫৩৫
রেডহ্যাট লিনআক্স-৭ কোর্সে ভর্তি
রেডহ্যাট লিনআক্সের বেস্ট ট্রেনিং ও এক্সাম পার্টনার আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট লিনআক্স-৭ কোর্সে ভর্তি চলছে। ১০৪ ঘণ্টার এই কোর্সে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, নেটওয়ার্ক ও সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং সার্ভার কনফিগারেশন প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে রেডহ্যাট কর্তৃক সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
তোশিবা স্যাটেলাইট সি৫০-বি মডেলের ল্যাপটপ বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে তোশিবা স্যাটেলাইট সি৫০-বি মডেলের নতুন ল্যাপটপ। ইন্টেল সেলেরন ডুয়াল কোর প্রসেসরসম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআর৩ র্যা ম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, ডিভিডি রাইটার, বস্নুটুথ, ওয়াইফাইসহ অন্যান্য বেসিক ফিচার। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ২৯ হাজার ১০০ টাকা। যোগাযোগ : ০১৭৫৫৬০৬৩১৯
ভিউসনিক ২২ ইঞ্চি এলইডি মনিটর বাজারে
ইউসিসি বাজারে এনেছে ভিউসনিক ব্র্যান্ডের ভিএ২২৪৬এম এলইডি মনিটর। মনিটরটি দেবে টু কালার পারফরম্যান্স এবং সামঞ্জস্যপূর্ণ দৃশ্যের নিশ্চয়তা। ২১.৫ ইঞ্চির সুবিশাল ডিসপ্লের পাশাপাশি রয়েছে পূর্ণ ১৯২০ বাই ১০৮০ পিক্সেল রেজ্যুলেশন, মেগা ডায়নামিক কন্ট্রাস্ট রেশিও এবং মাত্র ৫ মিলি সেকেন্ড রেসপন্স টাইম। মনিটরটি ভিডিও, ছবি দেখা, ওয়েব সার্ফিং, গেমিং এবং অন্যান্য কাজকে করে তুলবে প্রাণবন্ত। মনিটরটিতে রয়েছে ইকো মোড, যা বিদ্যুৎ সাশ্রয়ে সহায়তা করবে। যোগাযোগ : ১৮৩৩৩৩১৬০১
ডি লিঙ্কের নতুন রাউটার বাজারে
নতুন একটি রাউটার দেশের বাজারে নিয়ে এসেছে কমপিউটার সোর্স। এতে রয়েছে একটি ১০/১০০ ইথারনেট ওয়ান পোর্ট, চারটি ল্যান পোর্ট ও একটি ইউএসবি পোর্ট। এই পোর্টগুলোর মাধ্যমে ব্রডব্যান্ড লাইনের পাশাপাশি ওয়াইম্যাক্স (পাসওয়ার্ড প্রটেকশন ছাড়া) এবং জিএসএম ও সিডিএমএ উভয় দঙ্গলের মাধ্যমে ইন্টারনেট সংযোগকে ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে ১৫ থেকে ২০ জন ব্যবহার করতে পারবেন। অফিস, বাসা বা ল্যাবে ২০ থেকে ৩০ মিটার জায়গার মধ্যে ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব কিংবা স্মার্টফোনে ৩০০ এমবিপিএস পর্যন্ত গতিতে ব্যবহার করা যাবে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ। ডি লিঙ্ক ডিডবিস্নউআর-১১৬ রাউটারের দাম ২ হাজার ৬৫০ টাকা। রয়েছে এক বছরের বিক্রয়োত্তর সেবা। যোগাযোগ : ০১৯৩৯৯১৯৫৮৯
এএমডি এপিইউ সিরিজ ‘কাভেরি’ বাজারে
ইউসিসি বাজারজাত করছে এএমডির এপিইউ সিরিজ। ‘কাভেরি’ মাল্টিকোর সিপিইউ এবং এএমডি রেডিয়ন গ্রাফিক্সের সমন্বয়ে তৈরি হয়েছে কাভেরি এপিইউ। কাভেরি সিরিজে গতানুগতিক ৩২ ন্যানোমিটারের পরিবর্তে ২৮ ন্যানোমিটার প্রযুক্তির ব্যবহার করার পাশাপাশি ৮৫ ভাগ বেশি ট্রানজিস্টর সংযোজন করা হয়েছে। যার ফলে আগের সিরিজগুলো থেকে কাভেরি সিরিজ ২৬ ভাগ বেশি পারফরম্যান্স দিতে সক্ষম। ইতোমধ্যে ইউসিসি কাভেরি সিরিজের এ১০-৭৮৫০কে, এ১০-৭৭০০কে নামের দুটি মডেল বাজারে ছেড়েছে। এপিইউ সিরিজের সবচেয়ে সুবিধা হলো, এর সাথে যুক্ত ডিসক্রিট গ্রাফিক্স। যোগাযোগ : ১৮৩৩৩৩১৬০১
কমপিউটার সোর্সে ইন্টেল ক্ষুদে পিসি
দেশের বাজারে এবার বহনযোগ্য ‘ডেস্কটপ পিসি’ নিয়ে এলো কমপিউটার সোর্স। মাত্র ৪ বর্গইঞ্চি আকারের এই ‘মিনি ডেস্কটপ’ পিসি মনিটর ছাড়াও টিভির সাথে সংযুক্ত করে চালাতে পারবেন ব্যবহারকারীরা। নেক্সট ইউনিট অব কমপিউটিং চতুর্থ প্রজন্মের কোরআই৩ প্রসেসরসম্পন্ন এই পিসিতে আছে ইন্টেল কোরআই৩ ১.৭ গিগাহার্টজ প্রসেসর। এতে ৮ জিবি ল্যাপটপ র্যাসম ও ৪ টিবি ল্যাপটপ হার্ডডিস্ক ব্যবহার করা যাবে। রয়েছে ওয়াইফাই স্লট, ইন্টেল ওয়াইডাই, দুটি করে ইউএসবি ২ ও ৩ পোর্ট, এইচডি অডিও এবং লক সুবিধা। এছাড়া রয়েছে অ্যান্টিভাইরাস সফটওয়্যার। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ২৬ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৩৫৯২৬৩
স্মার্ট টেকনোলজিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন ক্রিকেটার মমিনুল হক
দেশের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি পণ্য পরিবেশক স্মার্ট টেকনোলজিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মমিনুল হক। উক্ত চুক্তির আলোকে আগামী এক বছর স্মার্ট টেকনোলজিস পরিবেশিত বিশ্বখ্যাত জার্মান অ্যান্টিভাইরাস ব্র্যান্ড ‘অ্যাভিরা’র সব ধরনের বিজ্ঞাপনে দেখা যাবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চস রান গড়ের অধিকারী এই ব্যাটসম্যানকে। সম্প্রতি রাজধানীর একটি রেসেত্মারাঁয় আয়োজিত চুক্তি স্বাক্ষরে ক্রিকেটার মমিনুল হক ছাড়াও উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের অ্যাভিরা প্রোডাক্ট ম্যানেজার জিয়াউল হুদা হিমেল, সিনিয়র মিডিয়া মার্কেটিং এক্সিকিউটিভ মাহফুজুর রহমান মুকুল ও মমিনুল হকের এজেন্ট মো: পলাশ হোসেন
এইচপির নতুন অল ইন ওয়ান পিসি বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে এইচপি ব্র্যান্ডের প্রো ওয়ান ৬০০ জি১ মডেলের অল ইন ওয়ান পিসি। ইন্টেল চতুর্থ প্রজন্মের কোরআই৫ প্রসেসরসম্পন্ন এই অল ইন ওয়ান পিসিতে রয়েছে ৮ জিবি ডিডিআর৩ র্যা ম, ১ টিবি হার্ডড্রাইভ, ২১.৫ ইঞ্চি ডিসপ্লে, ইন্টেল কিউ৮৫ চিপসেট, ইন্টেল এইচডি গ্রাফিক্স, ডিভিডি রাইটার, ওয়েবক্যাম, ওয়্যারলেস কিবোর্ড ও ওয়্যারলেস মাউস। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৭৪ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৩৩
আসুসের ফোনপ্যাড সিরিজের নতুন ট্যাবলেট পিসি
গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এসেছে আসুসের ফোনপ্যাড সিরিজের এফই১৭০সিজি মডেলের নতুন ট্যাবলেট পিসি। এতে রয়েছে ডুয়াল সিম ব্যবহারের সুবিধা। বাজেটসাশ্রয়ী ৭ ইঞ্চির মাল্টিটাচ আইপিএস প্যানেলের এই ট্যাবলেট পিসিটি অ্যান্ড্রয়িড ৪.৩ জেলি বিন অপারেটিং সিস্টেম এবং ১.২ গিগাহার্টজ গতির ইন্টেল ডুয়াল কোর প্রসেসরে চালিত। রয়েছে ডুয়াল সিম সুবিধা, ১ জিবি র্যা ম, ৮ জিবি ডাটা স্টোরেজ, ডুয়াল ওয়েবক্যাম, ওয়্যারলেস ল্যান, বস্নুটুথ ৪.০, সনিকমাস্টার অডিও ফিচার প্রভৃতি। এতে সর্বোচ্চ ১০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। দাম ১৪ হাজার টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪২২
এিডেটার ডুয়াল ইউএসবি পোর্টের পাওয়ার ব্যাংক
দেশে এডেটা ব্র্যান্ডের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড নিয়ে এসেছে পিভি১১০ মডেলের পাওয়ার ব্যাংক ডিভাইস। এই ডিভাইসটির মাধ্যমে মাইক্রো-ইউএসবি চালিত মোবাইল ডিভাইস যেমন- স্মার্টফোন, ট্যাবলেট পিসি, পিডিএ, পিএসপি, এমপিফোর প্লেয়ার প্রভৃতি ডিভাইস দ্রুত চার্জ দেয়া যায়। এতে ৩.১এ আউটপুটের ডুয়াল ইউএসবি পোর্ট থাকায় একই সাথে ট্যাবলেট পিসি ও স্মার্টফোনে চার্জ দেয়া যায়। ডিভাইসটিতে ১০৪০০এমএএইচ ধারণক্ষমতার লিথিয়াম ব্যাটারি থাকায় স্মার্টফোনে পাঁচবার ও ট্যাবলেট পিসিতে ১.৫ বার চার্জ দেয়া যায়। এতে রয়েছে ওভার টেম্পারেচার সুরক্ষা, শর্টসার্কিট সুরক্ষা, ওভার-ভোল্টেজ সুরক্ষা, ওভার-চার্জ সুরক্ষা প্রভৃতি ফিচার। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ২ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯০৪
ওরাকল ১১জি ডিবিএ পারফরম্যান্স টিউনিং প্রশিক্ষণ
ওরাকল ইউনিভার্সিটির অনুমোদিত পার্টনার আইবিসিএস-প্রাইমেক্সে ওরাকল ১১জি ডিবিএ পারফরম্যান্স টিউনিং কোর্সটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে প্রশিক্ষক থাকবেন ওরাকল ইউনিভার্সিটির অনুমোদিত শিক্ষক। ফেব্রুয়ারি মাসে ওরাকল ১১জি ডিবিএ, আরএসি ট্রেনিং অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
ট্রান্সসেন্ড ৮৮০ ইউএসবি ৩.০ ফ্ল্যাশড্রাইভ বাজারে
ইউসিসি সম্প্রতি বাজারে এনেছে ৮৮০ ইউএসবি ৩.০ ওটিজি ফ্ল্যাশড্রাইভ। এটি শতভাগ মরিচা প্রতিরোধক। মোবাইল, ল্যাপটপ, ডেক্সটপ ও ট্যাবে এটি ব্যবহার করা যাবে। জেটফ্ল্যাশ ৮৮০ ইউএসবি ৩.০-তে দুটি পোর্ট রয়েছে। একটি সাধারণ ইউএসবি পোর্ট ও অন্যটি মাইক্রো ইউএসবি পোর্ট। ফলে এটি মোবাইল ও পিসিতে সমানভাবে ব্যবহার করা যায়। মোবাইল মেমরি ও মাইক্রোএসডি কার্ড পূর্ণ হওয়ার পরও নতুন করে ছবি তুলতে আপনাকে সাহায্য করবে এটি। পণ্যটি ১৬ জিবি, ৩২ জিবি ও ৬৪ জিবি আকারে ইউসিসিসহ দেশের অন্য ডিলারদের কাছে পাওয়া যাচ্ছে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
জেন্ড পিএইচপি-৫.৫ কোর্সে ভর্তি
পিএইচপি-৫.৫ জেন্ড সার্টিফিকেশন কোর্সের প্রশিক্ষণ দিচ্ছে আইবিসিএস-প্রাইমেক্স। ফেব্রুয়ারি মাসে জেন্ড কোর্সে ভর্তি চলছে। এই কোর্স সমাপ্তির পর জেন্ড সার্টিফায়েড ইঞ্জিনিয়ার সনদের জন্য অনলাইন পরীক্ষায় অংশ নিতে হয়। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭
তোশিবার নতুন ল্যাপটপ বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে তোশিবা স্যাটেলাইট সি৫০-বি২০২ই মডেলের ল্যাপটপ। ইন্টেল কোরআই৩ প্রসেসরসম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআর৩ র্যা ম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ১৫.৬ ইঞ্চি ডিসপ্লে, ডিভিডি রাইটার, ওয়েবক্যাম এবং বস্নুটুথ সুবিধা। ল্যাপটপটিতে আছে সর্বোচ্চ ৫ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ ক্ষমতা। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৩৭ হাজার ৭০০ টাকা। যোগাযোগ : ০১৭৫৫৬০৬৩১৯
গ্লোবাল ব্র্যান্ডে লেনোভোর ই৭৩ ডেস্কটপ পিসি
লেনোভো ব্র্যান্ডের থিঙ্কসেন্টার ই৭৩ মডেলের ডেস্কটপ পিসি দেশে নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড। পিসিটিতে রয়েছে ২.৯ গিগাহার্টজ গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসর, যার ক্যাশ মেমরি ৬ মেগাবাইট। গ্রাফিক্সের পাশাপাশি মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশনগুলো স্বাচ্ছন্দ্যে চালানোর জন্য এই পিসিতে রয়েছে ৪ জিবি ডিডিআর৩ র্যা ম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ইন্টেল চিপসেটের গ্রাফিক্স, ডিভিডি রাইটার, গিগাবিট ল্যান, এইচডি অডিও, বিল্টইন স্পিকার, কিবোর্ড, মাউস প্রভৃতি। সাড়ে ১৮ ইঞ্চির এলইডি মনিটরসহ পিসিটির দাম ৪৬ হাজার টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫০২
বাজারে অ্যাপাসার পাওয়ার ব্যাংক
নতুন দুটি বহনযোগ্য পাওয়ার ব্যাংক দেশের বাজারে এনেছে কমপিউটার সোর্স। অ্যাপাসার বি-৫১০ পাওয়ার ব্যাংক দিয়ে একটি স্মার্টফোনকে তিনবার ফুল চার্জ দেয়া যায়। এর ধারণক্ষমতা ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার। আর বি-৫২০ মডেলের পাওয়ার ব্যাংকের ধারণক্ষমতা দ্বিগুণ, ১০ হাজার মিলি অ্যাম্পিয়ার। এটি দিয়ে ট্যাবও চার্জ দেয়া যায়। উভয় পাওয়ার ব্যাংকে ইউএসবি পোর্ট দিয়ে চার্জ দেয়া ও স্থানান্তর করা হয়। অ্যাপাসার বি-৫১০ মডেলের দাম ১ হাজার ৮৫০ ও বি-৫২০ মডেলের দাম ২ হাজার ৯০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩০৪৪৭০৩
সাফায়ার আর৫ ২৩০ গ্রাফিক্স কার্ড বাজারে
ইউসিসি বাজারে এনেছে সাফায়ার ব্র্যান্ডের ২ জিবির গ্রাফিক্স কার্ড আর৫ ২৩০। এন্ট্রি লেভেলের এই গ্রাফিক্সকার্ডটির মাধ্যমে গ্রাহকেরা পিসির গ্রাফিক্স সিস্টেম আপডেট করার পাশাপাশি একাধিক মনিটর ব্যবহার করতে পারবেন। ১৬০ স্ট্রিম প্রসেসরের গ্রাফিক্সকার্ডটির কোর ক্লকস্পিড ৬২৫ মেগাহার্টজ এবং ২ জিবির ডিডিআর৩ মেমরি বাজেটের মধ্যে দেবে প্রাণবন্ত পারফরম্যান্স। আউটপুটের জন্য রয়েছে ডুয়াল-লিঙ্ক ডিভি১, ভিজিএ এবং এইচডিএমআই সাপোর্ট। ৪০ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি গ্রাফিক্স কার্ডটিতে এএমডি স্ট্রিম প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ক্রসফায়ার প্রযুক্তি থাকায় চারটি গ্রাফিক্স কার্ড একসাথে ব্যবহার করা সম্ভব। যোগাযোগ : ১৮৩৩৩৩১৬০১
ট্রান্সসেন্ডের কার ভিডিও রেকর্ডার
ইউসিসি বাজারে নিয়ে এসেছে ট্রান্সসেন্ডের নতুন কার ভিডিও রেকর্ডার ড্রাইভ প্রো ১০০। এটি ব্যাটারি শেষ হয়ে গেলেও ডিপি১০০-এর বিল্টইন ব্যাটারি দিয়ে ৩০ সেকেন্ড পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। কম আলোয় ব্যবহারের জন্য ডিভাইসটিতে ব্যবহার হয়েছে ১.৮ অ্যাপাচার প্রযুক্তি, যা দিনে ও রাতে সমানভাবে কার্যকর। এর উঁচুমানের ওয়াইড অ্যাঙ্গেল ৬ কাচের লেন্স স্ফটিক স্বচ্ছ সম্পূর্ণ এইচডি ফুটেজ এবং সণ্যাপশট ক্যাপচার করতে পারে। এর ফলে ট্রাফিক দুর্ঘটনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করা যাবে, যার ফলে দুর্ঘটনার সঠিক কারণ নির্ণয় করা যায়। প্লেব্যাকের জন্য রয়েছে একটি উজ্জ্বল ২.৪ ইঞ্চি এলসিডি স্ক্রিন। এছাড়া রয়েছে জরুরি রেকর্ডিং ট্রিগার, এইচডি ১০৮০ রেকর্ডিং, ১৩০ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স কাচ এবং ১৬ গিগাবাইট মেমরি কার্ড। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১
পান্ডা সিকিউরিটি পণ্যে অফার
গ্লোবাল ব্র্যান্ড তাদের আমদানি করা পান্ডা সিকিউরিটি পণ্যে বিশেষ অফার ঘোষণা দিয়েছে। এর আওতায় প্রতিটি পান্ডা ইন্টারনেট সিকিউরিটি অ্যান্টিভাইরাস ক্রয়ে উপহার হিসেবে থাকছে ১৬ জিবি ইউএসবি ৩.০ পেনড্রাইভ। অফারটি গ্লোবাল ব্র্যান্ডের যেকোনো শাখাসহ সব ডিলার ও রিসেলার প্রতিষ্ঠানে স্টক থাকা সাপেক্ষে কার্যকর থাকবে। পান্ডা ইন্টারনেট সিকিউরিটি একজন ব্যবহারকারী ও তিনজন ব্যবহারকারী পণ্যের দাম যথাক্রমে ১ হাজার ১০০ ও ২ হাজার ২০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪০৫
সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকার কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে ইসি কাউন্সিল সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকার (সিইএইচ) সার্টিফিকেশন কোর্সে শুক্রবারের ব্যাচে ভর্তি চলছে। ৪০ ঘণ্টার কোর্সে অভিজ্ঞ ও সার্টিফায়েড প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে ইসি কাউন্সিল কর্তৃক কোর্স সমাপ্তি সার্টিফিকেট দেয়া হবে। এ ছাড়া সার্টিফিকেশন পরীক্ষার জন্য ১০০ ভাগ ফ্রি ভাউচার দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭