২০০৮ সালের ১২ ডিসেম্বর ডিজিটাল
বাংলাদেশ বিনির্মাণের কর্মসূচি ঘোষণা
করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কর্মসূচি
ছিল রূপকল্প ২০২১-এর মূল উপজীব্য। গত
১২ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত
হয় ডিজিটাল বাংলাদেশ দিবসের।
‘যদিও মানছি দূরত্ব, তবুও আছি সংযুক্ত’
প্রতিপাদ্যে দেশব্যাপী জেলা-উপজেলা
এবং বিদেশের বাংলাদেশ দূতাবাসগুলোতে
উদযাপিত হয়েছে ডিজিটাল বাংলাদেশ
দিবস-২০২০। সরকারি-বেসরকারি যৌথ
উদ্যোগে র্যালি, আলোচনা সভা, সাইবার
ড্রিলসহ নানা আয়োজনে পালিত হয়
দিবসটি।
উদ্বোধন
আইসিটি বিভাগের উদ্যোগে ধানমÐি
৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের
মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।
পরেআগারগাঁওয়ে বাংলাদেশ কমপিউটার
কাউন্সিল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এই
‘ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০’ পুরস্কার পেলেন যারা
এ বছর সরকারি-বেসরকারি দুই পর্যায়ে
সাধারণ ও কারিগরি ক্যাটাগরিতেপুরস্কার
দেয়া হয়। সরকারিপর্যায়েদাপ্তরিক
কাজে পিএমএস-আরএমসি উদ্যোগ
বাস্তবায়নে ঢাকার বিভাগীয় কমিশনার মো:
মোস্তাফিজুর রহমান এবং ভ‚মি অধিগ্রহণ
সফটওয়্যার ব্যবহার করে ক্ষতিপূরণে
অবদান রাখায় নরসিংদীর জেলা প্রশাসক
সৈয়দা ফারহানা কাউনাইন ডিজিটাল
বাংলাদেশ পুরস্কার অর্জন করেন।
এছাড়া অনলাইন খতিয়ান ও ডিজিটাল
রেকর্ড রুম উনড়বয়নে অবদান রাখায় পুরস্কার
পেয়েছে ভ‚মি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব
মাকসুদুর রহমান পাটোয়ারির নেতৃত্বাধীন
দল ও সেন্ট্রাল এইড ম্যানেজমেন্ট সিস্টেম
বাস্তবায়নে ঢাকা জেলা প্রশাসক শহীদুল
ইসলামের নেতৃত্বাধীন দল। অনুষ্ঠানে
ফাইন্যান্সিয়াল গ্র্যান্ট ম্যানেজমেন্ট সিস্টেম
বাস্তবায়নে পুরস্কার পেয়েছে জনপ্রশাসন
মন্ত্রণালয় ও অর্থ বিভাগ। ই-মনিটরিং অ্যান্ড
পারফর্মিং সিস্টেম বাস্তবায়নে ময়মনসিংহ
জেলা প্রশাসকের কার্যালয়।এছাড়া করোনা
হেল্পলাইন ১৬২৬৩ বাস্তবায়নে সরকারি
ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে সিনেসিস
আইটি লিমিটেড।
এরপর বেসরকারি পর্যায়ে পোড়া
ভোজ্য তেল থেকে বায়ো ডিজেল তৈরির
স্বীকৃতি হিসেবে ডিজিটাল বাংলাদেশ
দিবসের পুরস্কার জিতেছেন এটুআই
ল্যাবের গবেষক আব্দুল্লাহ আল হামিদ।
কারিগরি ক্যাটাগরিেেত সাইবার টিনস
নামের মোবাইল অ্যাপ তৈরির জন্য
আন্তর্জাতিক শিশু নোবেল জয়ী সাদাত
রহমানও এই পুরস্কার জিতেছেন।
করোনাকালে সেবা দিয়ে বেসরকারি
পর্যায়ে সাধারণ ক্যাটাগরিতে দলীয়
উদ্যোগের জন্য সম্মাননা লাভ করে
ই-ক্যাব। সংগঠনের পক্ষে ই-ক্যাব
সভাপতি শমী কায়সার ও সাধারণ
স¤পাদক আব্দুল ওয়াহেদ তমাল এই
সম্মাননা গ্রহণ করেন।