• ভাষা:
  • English
  • বাংলা
হোম > কমপিউটার জগতের খবর
লেখক পরিচিতি
লেখকের নাম: কজ
মোট লেখা:১০৪১
লেখা সম্পর্কিত
পাবলিশ:
২০১৪ - নভেম্বর
তথ্যসূত্র:
কমপিউটার জগৎ
লেখার ধরণ:
নিউজ
তথ্যসূত্র:
কমপিউটার জগতের খবর
ভাষা:
বাংলা
স্বত্ত্ব:
কমপিউটার জগৎ
কমপিউটার জগতের খবর
যাত্রা শুরু করল ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
কমপিউটার জগৎ রিপোর্ট \ বাংলাদেশে ই-কমার্স সেক্টরের অগ্রগতির লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। এ উপলক্ষে গত ৮ নভেম্বর বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ই-ক্যাবের কার্যনির্বাহী কমিটি, উপদেষ্টা কমিটি ও স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং ই-কমার্স ব্যবসায় প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় ই-ক্যাবের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মসূচি এবং বাংলাদেশে ই-কমার্সের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও বিরাজমান সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয়। সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, এন আই খান, উপস্থিত থেকে ই-কমার্স সেক্টরের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন।
এন আই খান বলেন, ‘বর্তমান বিশ্বে ই-কমার্সের গুরুত্ব সম্পর্কে নতুন করে কিছু বলার প্রয়োজন নেই। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনে আন্তরিক এবং ই-কমার্স ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে ই-কমার্সকে ঢাকার বাইরে ৬৪টি জেলায় এবং ৬৮,০০০ গ্রামে ছড়িয়ে না দেয়া পর্যন্ত আমাদের সবাইকে একত্রে চেষ্টা করতে হবে।’
ই-ক্যাবের সভাপতি রাজিব আহমেদ সভায় মূল প্রবন্ধ পাঠ করেন। তিনি ই-ক্যাবের লক্ষ্য, উদ্দেশ্য, ভবিষ্যৎ কর্মসূচি এবং অন্যান্য দিক বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি বলেন, আমরা ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) গঠন করার সিদ্ধান্ত নিয়েছি একটা সুন্দর স্বপ্ন থেকে। আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই, যেখানে প্রতিটি গ্রামের মানুষ অনলাইনে তাদের পণ্য কেনাবেচা করবে। ট্যুরিজম সেক্টরে ই-কমার্সের ছোঁয়া লাগবে এবং দেশের ৬৪টি জেলাতেই ই-কমার্স ছড়িয়ে পড়বে। কয়েক কোটি লোক প্রতিদিন অনলাইনে ও মোবাইল ফোনের মাধ্যমে কেনাকাটা করবে। কয়েক বিলিয়ন ডলারের বাজার হবে ই-কমার্স বাংলাদেশে। দেশের ৬৪টি জেলার বিখ্যাত পণ্যগুলো অনলাইন শপিং সাইটের মাধ্যমে চলে যাবে সারা বিশ্বে। এভাবেই ই-কমার্স আগামী ১০ বছরে হবে আমাদের অর্থনীতিতে এক বিপস্নব বয়ে আনবে।
ই-ক্যাবের সহ-সভাপতি সৈয়দা গুলশান ফেরদৌস স্বাগত বক্তব্যে বাংলাদেশে ই-কমার্স সেক্টরের বর্তমান অবস্থা এবং এর উন্নয়নে ই-ক্যাবের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমান দশক হচ্ছে এশিয়ান ই-কমার্সের দশক। ই-ক্যাব তৈরি করার মূল উদ্দেশ্যই হচ্ছে দেশীয় ই-কমার্স সেক্টরের উন্নতি এবং সমৃদ্ধি নিশ্চিত করা। ইতোমধ্যেই ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ৫০টি ই-কমার্স প্রতিষ্ঠান ই-ক্যাবের সদস্য হয়েছে।
ই-ক্যাবের সাধারণ সম্পাদক মো: আবদুল ওয়াহেদ তমাল সংবাদ সম্মেলনে এসে ই-ক্যাবকে সমর্থন জানানোর জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ই-ক্যাবকে নিয়ে আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেসব ই-কমার্স কোম্পানি রয়েছে সেগুলোর প্রতিনিধিত্ব করবে ই-ক্যাব। ই-ক্যাবের মাধ্যমে আমরা ই-কমার্স ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছি তারা একত্রে এ সেক্টরের সব সমস্যা সমাধানে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখব।
সভায় ই-ক্যাবের যুগ্ম সম্পাদক মীর শাহেদ আলী, অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল হক, ডিরেক্টর (গভর্নমেন্ট অ্যাফেয়ার্স) রেজওয়ানুল হক জামী, ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স) সেজান সামস, ডিরেক্টর (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) মো: সুমন হাওলাদার ও ডিরেক্টর (কমিউনিকেশনস) আসিফ আহনাফ উপস্থিত ছিলেন।
প্রথম থেকেই ই-ক্যাব সাতটি বিষয়ের ওপর গুরুত্ব দেবে। সেগুলো হলো- অনলাইন শপ, ই-পেমেন্ট ও ট্রানজেকশন, ই-সিকিউরিটি, ই-কমার্স সচেতনতা ও প্রশিক্ষণ, ই-কমার্স পলিসি ও গাইডলাইন, ডেলিভারি সার্ভিস এবং ই-সেবা। ই-ক্যাবের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য ২০টি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিগুলো ই-কমার্সের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করবে। কমিটিগুলো হলো- ই-কমার্স পলিসি অ্যান্ড গাইডলাইন, ই-পেমেন্ট অ্যান্ড ট্রানজেকশন, কমপ্লায়েন্স অ্যান্ড ফ্রড ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল ট্রেড, গ্রামীণ ই-কমার্স, উদ্যোক্তা উন্নয়ন, গভর্নমেন্ট অ্যাফেয়ার্স, ই-কমার্স সচেতনতা, ই-সিকিউরিটি, ই-ব্যাংকিং অ্যান্ড মোবাইল কমার্স, ফেসবুক কমার্স (এফ-কমার্স), ডিজিটাল কনটেন্ট, ডেলিভারি সার্ভিস, ডিজিটাল মার্কেটিং, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট, নারী উদ্যোক্তা ও ই-কমার্স, অ্যাফিলিয়েট মার্কেটিং, ই-ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল, টেলিমেডিসিন এবং ই-হেলথ

আইইউতে বাংলাদেশ জয়ী
টানা দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) কাউন্সিলর নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে শক্তিধর প্রতিপক্ষ দেশগুলোর সাথে লড়াই করে এ জয় পেয়েছে বাংলাদেশ। নির্বাচনে ১১৫ ভোট পেয়ে সপ্তম হয়েছে বাংলাদেশ। নির্বাচনটি অনুষ্ঠিত হয় কোরিয়ার বাণিজ্যিক শহর বুসানে। মোট ১৬৭টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধি ভোট দেন। এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ১৩টি পদের জন্য বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ১৮টি দেশ। ২০১০ সালে মেক্সিকো নির্বাচনে ষষ্ঠ হয়ে নির্বাচিত হয়েছিল বাংলাদেশ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় ছিল বাংলাদেশের নিকটতম চার প্রতিবেশী ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। এছাড়া চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, মালয়েশিয়ার মতো পরাশক্তি। মুসলিম দেশ বাহরাইন, ইন্দোনেশিয়া, ইরান, কুয়েত, লেবানন, সৌদি আরব, আরব আমিরাত ও ফিলিপাইন এবার এই নির্বাচনী লড়াইয়ে ছিল। তবে প্রতিদ্বন্দ্বী এই ১৮ দেশের মধ্যে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইরান, লেবানন ও বাহরাইন হেরে গেছে। এর আগে ২০১০ সালের নভেম্বরে প্রথমবারের মতো আইটিইউর কাউন্সিল মেম্বার নির্বাচিত হয় বাংলাদেশ। এরও আগে ১৯৭৩ সালে পায় সাধারণ সদস্যপদ। আগের বারের নির্বাচনে বাংলাদেশ এশিয়ার এ অঞ্চলে ১৩টি পদের বিপরীতে ১৭ দেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ১২৩ ভোট পেয়ে ষষ্ঠ হয়েছিল

স্যাটেলাইট উৎক্ষেপণে নিজ কক্ষপথ চায় বাংলাদেশ
কমপিউটার জগৎ রিপোর্ট : বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু-১’ উৎক্ষেপণে এখনও বাংলাদেশ নিরক্ষরেখায় নিজস্ব কক্ষপথ (৮৮-৯১ ডিগ্রি) পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) দ্বিতীয় মেয়াদে কাউন্সিল সদস্য নির্বাচিত হওয়া উপলক্ষে সম্প্রতি সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জানা গেছে, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) কাছে দেরিতে আবেদন করায় ওই কক্ষপথ বাংলাদেশের হাতছাড়া হয়ে যায়। ওই কক্ষপথে রাশিয়া, মালয়েশিয়াসহ অন্য দেশের চারটি স্যাটেলাইট রয়েছে। ৮৯ ডিগ্রিতে একটি স্যাটেলাইট বসানোর মতো জায়গা থাকলেও বাংলাদেশকে ওই জায়গা বরাদ্দ দিচ্ছে না আইটিইউ।
মহাকাশে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কথা ছিল ২০১৪ সালে। কক্ষপথ না পাওয়াসহ বিভিন্ন ধরনের জটিলতায় নির্ধারিত সময়ে উৎক্ষেপণ করা যায়নি। এদিকে গত ১৭ সেপ্টেম্বর প্রকল্পটির অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, এ বিজয় আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। এশিয়া ও অস্ট্রেলেশিয়া অঞ্চলে আইটিইউর নির্বাচনে ১১৫ ভোট পেয়ে নির্বাচিত হয় বাংলাদেশ। আগামী চার বছরের জন্য বাংলাদেশ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে। তিনি জানান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের দ্রুত উন্নয়নে শিগগিরই আইটিইউর সেল গঠন করা হবে। এর ফলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শওকত হাসানুর রহমান রিমন, ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী, অতিরিক্ত সচিব ফিরোজ সালাহউদ্দিন

অ্যপ নির্মাণে ১০ লাখ টাকা পুরস্কার
মোবাইল অ্যাপ্লিকেশনের প্রসার বাড়াতে দেশের সেরা অ্যাপ নির্মাতাদের ১০ লাখ টাকা পুরস্কার দেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। চলতি বছরের ডিসেম্বরে এই পুরস্কার দেয়া হবে। পুরস্কারটি পেতে যেকোনো কোম্পানি, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি তাদের তৈরি অ্যাপ্লিকেশন জমা দিতে পারবে। অ্যাপ্লিকেশনগুলো অবশ্যই স্মার্টফোন, ট্যাবলেট, আইপ্যাড, অ্যান্ড্রয়িড, আইওএস, উইন্ডোজ ও ব্ল্যাকবেরি প্লাটফর্মে কার্যকর হতে হবে। তবে অংশগ্রহণকারীরা পরীক্ষামূলক কিংবা বেটা অ্যাপস জমা দিতে পারবেন না। সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটিই জমা দিতে হবে। জমাকৃত মোবাইল অ্যাপগুলো মূল্যায়ন করে বিশেষজ্ঞেরা আটজন বিজয়ী নির্বাচন করবেন। নির্বাচিত অ্যাপগুলো ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫-তে প্রদর্শিত হবে। সেই সাথে ওয়ার্ল্ড সামিট অ্যাওয়ার্ড ২০১৫ মোবাইল কনটেন্ট গ্লোবাল কংগ্রেসে সরাসরি অংশ নেয়ার সুযোগ পাবেন। ২০১৫ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

সিলিকন ভ্যালির টিআইই৫০-এ অংশ নেবে বাংলাদেশ
দি ইন্দাস এন্টারপ্রেনারসের (টিআইই) বার্ষিক অ্যাওয়ার্ড প্রোগ্রাম টিআইই৫০-এ অংশ নেবে বাংলাদেশ। আর বিজয়ী হলে সিলিকন ভ্যালির বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো থেকে বাংলাদেশ বিনিয়োগ পাওয়ার জন্য বিবেচিত হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি শামীম আহসান টিআইই সিলিকন ভ্যালির সভাপতি ভেনক শুক্লার সাথে এক সাক্ষাৎকারে এসব কথা জানানো হয়েছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে টিআইই গ্লোবাল সদর দফতরে এই সাক্ষাৎ হয়। এ সময় উপস্থিত ছিলেন টিআইই সিলিকন ভ্যালির নির্বাহী পরিচালক রাজ দেশাই ও বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক রামেশ ক্রিশান। অনুষ্ঠানে জানানো হয়, টিআইইয়ের বার্ষিক অ্যাওয়ার্ড প্রোগ্রাম টিআইই৫০-এ বেসিসের মাধ্যমে বাংলাদেশী কোম্পানিগুলো অংশ নিতে পারবে। প্রতিবছর বিশ্বের কয়েক হাজার তথ্যপ্রযুক্তিনির্ভর স্টার্ট-আপ প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশ নেয়। উদ্যোক্তাদের নিয়ে বিশ্বের সবচেয়ে বৃহত্তম সম্মেলন টাইকনে (টিআইই কনফারেন্স) বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। বেসিস সদস্য কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম পরিচালনার জন্য টিআইই সিলিকন ভ্যালি ইনকিউবেটরে একটি অফিস নিতে পারবে। এর মাধ্যমে তারা সিলিকন ভ্যালির সফল উদ্যোক্তা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পরামর্শ নিতে পারবে

ডব্লিউটিও পাবলিক ফোরামে বাংলাদেশকে তুলে ধরল বেসিস
সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (ডব্লিউটিও) পাবলিক ফোরামে অংশ নেয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। ডব্লিউটিও সদর দফতরে অনুষ্ঠিত এই ফোরামে অতিথি বক্তা হিসেবে বেসিসের সহ-সভাপতি এম রাশিদুল হাসান বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সম্ভাবনা ও বেসিসের ‘ওয়ান বাংলাদেশ’ ভিশন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এবার এলডিসির জন্য ১০০ শতাংশ শুল্কমুক্ত ও কোটামুক্ত বাজার প্রবেশাধিকার, সেবা খাত উন্মুক্তকরণ, বাণিজ্য সহজীকরণ চুক্তি, কৃষি ভর্তুকি ইত্যাদি ইস্যু আলোচনায় আসে

আইটিইউ সেল গঠন হচ্ছে
আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) সেল গঠনের উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। সম্প্রতি আইটিইউ কাউন্সিলর সদস্য পদে বিজয়ী হওয়ার পর এ সেল গঠনের প্রক্রিয়া শুরু করেছে বিভাগটি। এ সেল দেশের টেলিকম ও প্রযুক্তি খাতের সম্প্রসারণে আইটিইউর সাথে সমন্বয়ে কাজ করবে। গত ২ নভেম্বর সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে আইটিইউ সদস্য পদে বিজয় নিয়ে এক সংবাদ সম্মেলনে এ সেল গঠনের কথা জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি জানান, আইটিইউ সেল গঠনে ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে লোকবল খোঁজা হচ্ছে। এই সেলের মাধ্যমে টেলিকম ও তথ্যপ্রযুক্তির উন্নয়নে আইটিইউর কৌশল কাজে লাগানো হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড সম্প্রসারণ, স্যাটেলাইট উৎক্ষপণ ও ডিজিটাল ডিভাইড কমিয়ে আনার বিষয়ে আইটিইউর অভিজ্ঞতা নেয়া হবে। সম্মেলনে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাংসদ শওকত হাসানুর রহমান রিমন, ডাক ও টেলিযোগাযোগ সচিব ফাইজুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যামসুন্দর শিকদার, অতিরিক্তি সচিব কামাল উদ্দিন আহমেদ, আইসিটি অধিদফতরের মহাপরিচালক জসিম উদ্দিন আহমেদ এবং হাইটেক পার্কের এমডি হোসনে আরা বেগম উপস্থিত ছিলেন

ম্যিানিলায় আইটি-বিপিএম সামিটে বেসিস নির্বাহী পরিচালক
গত ১২ অক্টোবর থেকে ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল আইটি-বিপিএম সামিট’। তথ্যপ্রযুক্তির পরবর্তী গন্তব্যস্থল হিসেবে বাংলাদেশকে তুলে ধরতে সামিটে অংশ নেয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ ও বাংলাদেশ কমপিউটার কাউন্সিল (বিসিসি)। আইসিটি বিভাগের সচিব শ্যামসুন্দর শিকদারের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে ছিলেন বেসিসের নির্বাহী পরিচালক সামি আহমেদ। সামিট চলাকালীন বাংলাদেশ প্রতিনিধি দল ফিলিপাইনের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করেন এবং দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্ভাবনাকে তুলে ধরেন

রেডহ্যাট লিনআক্সে বেস্ট পার্টনার আইবিসিএস-প্রাইমেক্স
আইবিসিএস প্রাইমেক্স সম্প্রতি রেডহ্যাটের ট্রেনিং ও সার্টিফিকেশন পার্টনার হিসেবে বেস্ট ওভারসিজ পুরস্কার পেয়েছে। গত ৯ থেকে ১১ অক্টোবর অনুষ্ঠিত বার্ষিক পার্টনার সম্মেলনে এই পুরস্কার দেয়া হয়। রেডহ্যাটের গ্লোবাল মার্কেটিং প্রধান হলি নীলের কাছ থেকে আইবিসিএস-প্রাইমেক্সের এডুকেশন ডিরেক্টর কাজী আশিকুর রহমান পুরস্কার গ্রহণ করেন

স্মার্ট টেকনোলজিসের নতুন রিটেইল শোরুম উদ্বোধন
গত ২৫ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কমপিউটার সিটির চতুর্থ তলায় যাত্রা শুরু করেছে স্মার্ট টেকনোলজিসের নতুন রিটেইল শোরুম। এখানে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ, কমপিউটার, প্রিন্টার, সফটওয়্যারসহ যাবতীয় আইটি পণ্য ও স্মার্টফোন পাওয়া যাবে

তথ্যপ্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য
এমসিসিআই অ্যাওয়ার্ড পেয়েছে বেসিস
সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে দেশের তথ্যপ্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য এমসিসিআই অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। ব্যবসায়ীদের নিয়ে দেশের সবচেয়ে পুরনো সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ১১০ বছর পূর্তি উপলক্ষে গত ১৮ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা দেয়া হয়

বাংলাদেশে বাজার সম্প্রসারণ করছে ইপসন
বাংলাদেশের বাজারে নিজেদের ব্যবসায় সম্প্রসারণ করছে ডিজিটাল ইমেজ তৈরির প্রযুক্তি প্রতিষ্ঠান ইপসন। বাংলাদেশের গার্মেন্টস সেক্টর, ফ্যাশন ও টেক্সটাইল প্রিন্টিংসহ প্রথমবারের মতো গার্মেন্টস প্রিন্টারও নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি প্রতিষ্ঠানটির বাংলাদেশী পরিবেশক ফ্লোরার মতিঝিলের কর্পোরেট অফিসে এক সংবাদ সম্মেলনে দেশে এসব পণ্য বাজারজাত করার বিষয়ে জানানো হয়। নতুন সিওরকালার-এফ সিরিজ প্রিন্টার ইপসনের প্রথম ডাই সাবলিমেশনই নয়, বরং এর ইঙ্ক, প্রিন্ট হেডসহ প্রতিটি উপকরণই বাজারে প্রথম, যা শুধু ইপসনই তৈরি করে।
সংবাদ সম্মেলনে ইপসন ইন্ডিয়া সাব-কন্টিনেন্ট প্রেসিডেন্ট ও সিইও তশিয়কি কাসাই বলেন, গার্মেন্টস প্রিন্টিংয়ের ক্ষেত্রে এসসি-এফ২০০০ একটি নতুন বেঞ্চমার্ক হিসেবে কাজ করবে। এসসি-এফ২০০০ ত্বকে ও চামড়ায় রোগ প্রতিরোধক হওয়ার কারণে টি-শার্ট প্রিন্টার এবং অনলাইনভিত্তিক টি-শার্ট শপ সংশ্লিষ্টরা উপকৃত হবেন।
তিনি বলেন, আমাদের জন্য বাংলাদেশের বাজার খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি টেক্সটাইল থেকে শুরু করে বাণিজ্যিক, অফিস, ব্যক্তিগত পর্যায়ে আমাদের উদ্ভাবিত ইঙ্কজেট ইঙ্কট্যাঙ্ক প্রিন্টারের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, প্রতি ইঙ্ক বোতল ইপসনে ৬ হাজার প্রিন্ট সম্ভব। এর সাদা-কালো প্রিন্টে খরচ পড়বে ১৫ পয়সা ও কালার প্রিন্টে ২৫ পয়সা।
জাপানভিত্তিক সিয়েকো ইপসন কর্পোরেশন নেতৃত্বাধীন ইপসন গ্রুপ ৯৭টি দেশে ৭৫ হাজার কর্মকর্তা নিয়ে কাজ করে। বাংলাদেশে ফ্লোরা লিমিটেড ইপসনের সাথে কাজ করছে ৩১ বছর ধরে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইপসনের সিনিয়র জেনারেল ম্যানেজার সত্যনারায়ণ পি, ইপসন পণ্যের পরিবেশক ফ্লোরার ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা শামসুল ইসলাম, পরিচালক সোফিয়া ইসলাম, হোসেন শাহেদ ফিরোজ, ইপসন পণ্যের ব্যবস্থাপক আবদুল আলিম তুহিন প্রমুখ


সিলেট হচ্ছে দেশের প্রথম ওয়াইফাই শহর
দেশের প্রথম ওয়াইফাই শহর হচ্ছে সিলেট। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে শহরের ১০টি পয়েন্টে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ দেয়া হচ্ছে। ওয়াইফাই সংযোগের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। শহরবাসী নির্দিষ্ট এলাকায় ফ্রি ওয়াইফাই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।
সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) সূত্র জানায়, তরুণ প্রজন্মের কথা চিমত্মা করে সিলেট শহরকে ওয়াইফাই করার উদ্যোগ হাতে নেয়া হয়।
শুরুতেই শহরের চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজারসহ ১০টি পয়েন্টে ওয়াইফাই ইন্টারনেট সংযোগ দেয়ার উদ্যোগ নেয়া হয়। ওয়াইফাই সংযোগের কাজ করছে নিটল নিলয় গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান এনরিচ নেট প্রাইভেট লিমিটেড। এ কাজ শেষ হতে কয়েক মাস লাগবে।
ফ্রি ওয়াইফাই ছাড়াও সিলেট সিটি কর্পোরেশন ডিজিটাল তথ্য সেবাকেন্দ্র চালুর উদ্যোগ নিয়েছে। এই সেবাকেন্দ্রের মাধ্যমে সিলেটবাসীদের মধ্যে যারা দেশের বাইরে থাকেন তারাও অনলাইনে সিটি কর্পোরেশনের বিভিন্ন সেবা দ্রুততম সময়ে নিতে পারবেন।
এ প্রসঙ্গে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। আর তরুণ সমাজের কথা মাথায় রেখেই সিলেটকে ওয়াইফাই শহর করার উদ্যোগ নেয়া হয়েছে। যুগের সাথে তাল মিলিয়ে সিলেটে সাইবার ভিলেজ স্থাপনের পরিকল্পনাও আমাদের রয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ কমপিউটার সমিতির সাথেও আলোচনা চলছে। উপযুক্ত জায়গা পেলেই সাইবার ভিলেজ স্থাপনের কাজ শুরু হবে

জেনে নিন- ফেসবুকের ছবি ট্যাগ থেকে বাঁচার নিয়ম
ফটো ট্যাগিং রোধ করতে চাইলে Account Settings®Timeline & Tagging® Review posts firends tag you before they appear on your Timeline? অপশনটি অন করে দিন। এখন কেউ ট্যাগ করলে একটি নোটিফিকেশন পাবে, আর সেটি ওপেন করলে Add to Timeline ও Hide অপশন পাবে


আইবিসিএস-প্রাইমেক্স ছাত্রের আরএইচসিএ অর্জন
আইবিসিএস-প্রাইমেক্সের দুইজন শিক্ষার্থী মো: কায়সার আহমেদ খান ও একেএম রাকিবুল হাসান রেডহ্যাটের সর্বোচ্চ সার্টিফিকেট রেডহ্যাট সার্টিফায়েড আর্কিটেক্ট (আরএইচসিএ) টাইটেল অর্জন করেছে। এটি লিনআক্স অপারেটিং সিস্টেমের অন্যতম কমার্শিয়াল ডিস্ট্রিবিউটর রেডহ্যাট ইনকর্পোরেটেড কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সার্টিফিকেট

বাজারে এডেটার নতুন পেনড্রাইভ
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে এডেটা ব্র্যান্ডের ইউভি১৩০ মডেলের সোনালী রংয়ের সুদৃশ্য নতুন ইউএসবি পেনড্রাইভ। রেসিং গাড়ির মতো দেখতে এই পেনড্রাইভটি ক্যাপলেস ডিজাইনের এবং চাবির রিং বা ব্যাগের সাথে ঝুলিয়ে ব্যবহার করা যায়। ১৬ জিবি মেমরির এই পেনড্রাইভের দাম ৬৫০ টাকা

ওরাকল ১১জি ডিবিএ পারফরম্যান্স টিউনিং প্রশিক্ষণ
আইবিসিএস-প্রাইমেক্সে ওরাকল ১১জি ডিবিএ পারফরম্যান্স টিউনিং কোর্সটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ওরাকল ইউনিভার্সিটি অনুমোদিত প্রশিক্ষক দায়িত্বে থাকবেন। এ মাসে ওরাকল ১১জি ডিবিএ, আরএসি প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭

ইন্টারনেট থেকে জিপির আয় ৫ শতাংশ
মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের ইন্টারনেট ব্যবহার বাড়ছে। চলতি বছরের প্রথম ৯ মাসে এ খাতে গ্রাহক বেড়েছে আগের বছরের একই সময়ের চেয়ে ৭২ শতাংশ। এরপরও অপারেটরটির মোট আয়ের সামান্য অংশ আসছে ইন্টারনেট ডাটা বিক্রি থেকে। শতকরা হিসাবে মাত্র ৫ শতাংশ। সম্প্রতি তৃতীয় প্রামিত্মকের (জুলাই-সেপ্টেম্বর) প্রতিবেদন প্রকাশ করতে গিয়ে এসব তথ্য জানান গ্রামীণফোনের শীর্ষ কর্মকর্তারা। অপারেটরটির হিসাব অনুসারে, তৃতীয় প্রামিত্মকে তাদের মোট রাজস্ব এসেছে ২ হাজার ৫৬০ কোটি টাকা। এর ৫ শতাংশ হিসেবে ইন্টারনেট থেকে আয় দাঁড়িয়েছে ১২৫ কোটি টাকার কিছু বেশি। মাত্র এক বছর আগেও গ্রামীণফোনের মোট আয়ের মাত্র ২ শতাংশ আসত ইন্টারনেট থেকে। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, প্রতি ইন্টারনেট গ্রাহকের কাছ থেকে মাসে অপারেটরটি গড়ে ৫০ টাকা করে আয় করছে

বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে থ্রিডি প্রিন্টার ল্যাব
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটিতে থ্রিডি প্রিন্টার ল্যাব চালু করা হয়েছে। এখন থেকে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ল্যাব থেকে থ্রিডি প্রিন্ট সুবিধা পাবেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গত ১ নভেম্বর ল্যাবটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গাজীপুরে সরকারের নির্মাণাধীন হাইটেক পার্কের কাজ শেষ হলে সেখানে ৭০ হাজার প্রকৌশলীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ জন্য উপযুক্ত কর্মী তৈরি করতে বিশ্ববিদ্যালয়গুলোকে কার্যক্রম হাতে নেয়ার আহবান জানান তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই বিভাগের অধ্যাপক মো: কায়কোবাদ বলেন, থ্রিডি প্রিন্টার ল্যাব সরকারের ডিজিটাল কার্যক্রম এবং দেশের বিজ্ঞানের অগ্রযাত্রায় মাইলফলক হিসেবে কাজ করবে

খুলনায় স্মার্ট টেকনোলজিসের সম্মেলন অনুষ্ঠিত
স্মার্ট টেকনোলজিস পরিবেশিত এইচপি পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে গত ২২ অক্টোবর খুলনার সিটি ইন হোটেলে অনুষ্ঠিত হয় এইচপি পার্টনার সামিট ২০১৪। সামিটে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের উপ-মহাব্যবস্থাপক মুজাহিদ আলবেরুনী সুজন, সহকারী মহাব্যবস্থাপক তানজিন শেখ জুঁই ও খুলনার শাখা ব্যবস্থাপক সরদার মুরাদ হোসেনসহ খুলনার কমপিউটার ব্যবসায়ীরা

লেনোভো ডিলারদের নিয়ে নেপালে গ্লোবাল ব্র্যান্ডের সম্মেলন
বাংলাদেশে লেনোভো পণ্যের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড গত ১৫ থেকে ১৮ অক্টোবর আয়োজন করে লেনোভো ডিলারদের নিয়ে চার দিনের এক আনন্দায়জন নেপাল ভ্রমণ। নেপালে সম্মেলনের পাশাপাশি কাঠমান্ডুর ডুলিখেল, শোয়াম্ভুনাথ, দরবার স্কোয়ার, কিং প্যালেস, ফোখরার ডেভিস’স জলপ্রপাত, গুপ্তেশ্বর গুহাসহ বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন লেনোভো ডিলাররা

সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকার কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে সার্টিফায়েড ইথিক্যাল হ্যাকার (সিইএইচ) সার্টিফিকেশন প্রশিক্ষণে শুক্রবারের ব্যাচে ভর্তি চলছে। ৪০ ঘণ্টার এই প্রশিক্ষণে নেটওয়ার্ক, সিস্টেম, ওয়েব, ভাইরাস, ফায়ারওয়াল, ওয়্যারলেস ওয়েব সার্ভার সিকিউরিটি ও পেনিট্রেশন টেস্টিং প্রশিক্ষণ দেয়া হবে। পরীক্ষায় অংশ নেয়ার জন্য ১০০ শতাংশ ডিসকাউন্ট ভাউচার ও প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

বাজারে আসুসের কোরআই৭ ডেস্কটপ পিসি
আসুসের এম১১এডি মডেলের নতুন ডেস্কটপ পিসি বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। হাই-এন্ড মাল্টিমিডিয়ার এই ডেস্কটপ পিসিটি ইন্টেল এইচ ৮১ চিপসেটের, যা ৩.৪ গিগাহার্টজ গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই৭ প্রসেসরে চালিত। রয়েছে ৪ জিবি র‌্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ইন্টেল চিপসেটের গ্রাফিক্স ইত্যাদি। তিন বছরের বিক্রয়োত্তর সেবা ও ১৮.৫ ইঞ্চির এলইডি মনিটরসহ পিসিটির দাম ৬২ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩৩

পিএইচপি ও মাইএসকিউএল কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে প্রফেশনাল পিএইচপি কোর্সে ভর্তি চলছে। ৯০ ঘণ্টার এই কোর্সে দুটি রিয়েল লাইফ প্রজেক্ট থাকবে। এতে অ্যাজাক্স, জেকুয়েরি, জুমলা, ওয়ার্ডপ্রেস ও অ্যাডভান্স অবজেক্ট অরিয়েন্টেড টেকনিক শেখানো হবে। যোগাযোগ : ০১৭১৩৩-৯৭৫৬৭-৮

বাজারে হুয়াওয়ে মিডিয়াপ্যাড ইয়ুথ-২
ইউসিসি বাজারে এনেছে হুয়াওয়ে ব্র্যান্ডের নতুন মিডিয়াপ্যাড ৭ ইয়ুথ-২। এর রেজ্যুলেশন ৬০০ বাই ১০২০ পিক্সেল। রয়েছে অ্যান্ড্রয়িড ৪.৩ (জেলিবিন) অপারেটিং সিস্টেম, ১.২ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ৩.১৫ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও সামনে ভিজিএ ক্যামেরা, ১ জিবি র‌্যাম, ৮ জিবি রম, থ্রিজি, ওয়াইফাই ইত্যাদি সুবিধা। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১-১৭

এএসপিডটনেট ইউজিং সি কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্স সফটওয়্যার (বাংলাদেশ) লিমিটেডে এএসপি ডটনেট ইউজিং সি, এসকিউএল সার্ভার প্রশিক্ষণে ভর্তি চলছে। এতে অ্যাজাক্স, জেকুয়েরি, এনটিটি ফ্রেমওয়ার্ক, ক্রিস্টাল রিপোর্ট শেখানো হবে। অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭

ট্রান্সসেন্ডের জেটফ্ল্যাশ ৫৯০ বাজারে
ইউসিসি বাজারে এনেছে ট্রান্সসেন্ডের জেটফ্ল্যাশ ৫৯০ ফ্ল্যাশড্রইভ। এতে তথ্যের নিরাপত্তার জন্য রয়েছে রিট্রাকটেবল ইউএসবি কানেক্টর। চাবির রিং লাগানোর ব্যবস্থাসহ পণ্যটি ৪ জিবি থেকে ৬৪ জিবি পর্যন্ত বিভিন্ন আকারে পাওয়া যাচ্ছে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১

আবারও মাইক্রোসফটের সেরা ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে ‘মাইক্রোসফট পার্টনার অ্যাওয়ার্ড নাইট ২০১৪’। অনুষ্ঠানে বাংলাদেশের বাজারে মাইক্রোসফটের ওইএম ও এফপিপি পণ্যের সেরা পরিবেশক হিসেবে পুরস্কৃত হয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লি:। প্রতিষ্ঠানটির পক্ষে বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ মিরসাদ হোসেন পুরস্কার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সোনিয়া বশির কবির ও পার্টনার সেলস এক্সিকিউটিভ রুমেসা হোসেন

রেডহ্যাট এন্টারপ্রাইজ পারফরম্যান্স টিউনিং কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট এন্টারপ্রাইজ পারফরম্যান্স টিউনিং কোর্সে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্সটির প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন রেডহ্যাট ইন্ডিয়ার প্রশিক্ষক। কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

ব্রাদার ব্র্যান্ডের কালিসাশ্রয়ী প্রিন্টার বাজারে
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে ব্রাদার ব্র্যান্ডের ডিসিপি-জে১০০ মডেলের মাল্টিফাংশনাল কালার ইঙ্কজেট প্রিন্টার। এটি ডকুমেন্ট প্রিন্ট, কপি, স্ক্যান এবং সরাসরি ফটো প্রিন্ট করতে পারে। প্রিন্টারটির সাদা-কালো প্রিন্টের গতি ২৭ পিপিএম, রঙিন প্রিন্টের গতি ১০ পিপিএম, প্রিন্ট রেজ্যুলেশন ১২০০ বাই ৬০০০ ডিপিআই, কপি রেজ্যুলেশন ১২০০ বাই ২৪০০ ডিপিআই। প্রিন্টারটির দাম ১১ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৩০

বাজারে নতুন এফঅ্যান্ডডি টাওয়ার স্পিকার
৩ ইঞ্চি ফুল স্যাটেলাইট ও ৮ ইঞ্চি ফুল বেজ ড্রাইভার, প্লাগ অ্যান্ড প্লে ইউএসবি/এসডি, এফএম, হাই ইফিশিয়েন্ট এনাজি সেভিংস, স্মাট ও বোল্ড লুকের নতুন এফঅ্যান্ডডি টাওয়ার স্পিকার বাজারে এনেছে নিউরাল ব্র্যান্ড। এটি টেলিভিশনের সাথেও মানানসই। যোগাযোগ : ০১৮৪১২৯৯০৬৫

বাজারে সাফায়ার ব্র্যান্ডের ডুয়াল-এক্স গ্রাফিক্স কার্ড
ইউসিসি বাজারে এনেছে আর৯ ২৮৫ মডেলের গ্রাফিক্স কার্ড। ২ জিবি ডিডিআর৫ মেমরিতে সমৃদ্ধ এই কার্ডে রয়েছে ১৯৭২ স্ট্রিম প্রসেসর, যার মেমরি ক্লক ৫৬০০ মেগাহার্টজ। এছাড়া রয়েছে এএমডি স্ট্রিম টেকনোলজি, আইইনফিনিটি ২.০ ইত্যাদি ফিচার। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১-১৭

অ্যান্ড্রয়িড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে অ্যান্ড্রয়িড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি চলছে। ৮০ ঘণ্টা মেয়াদী এই কোর্সটি বাস্তবভিত্তিক অভিজ্ঞতাসম্পন্ন একজন সফল প্রশিক্ষক পরিচালনা করবেন। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

বাজারে এএম১ প্লাটফর্ম মাদারবোর্ড
ইউসিসি বাজারে এনেছে এমএসআই ব্র্যান্ডের নতুন এএম১ প্লাটফর্মের মাদারবোর্ড। মাদারবোর্ডগুলো বাজারে এএমডি ব্র্যান্ডের নতুনরূপে আসা অ্যাথলন ও স্যামপ্রন প্রসেসর উপযোগী করে ছাড়া হয়েছে। রয়েছে মিলিটারি ক্লাস ৪, ফোরকে প্রযুক্তি, এইচডিএমআই, ডিভিআই, ডি-সাব পোর্ট সুবিধা। এটি ডিডিআর৩ র‌্যাম সমর্থন করে। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১-২৪

বাজারে এএমডির নতুন অ্যাথলন প্রসেসর
ইউসিসি বাজারে এনেছে এএমডির বাজেটসাশ্রয়ী এপিইউ প্রসেসর অ্যাথলন ৫১৫০। এতে রয়েছে ১.৬ গিগাহার্টজ ক্লকস্পিড ও ২ এমবি ক্যাশ। এর সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো প্রসেসরের সাথে যুক্ত রেডিয়ন আর৩ গ্রাফিক্স, যার ক্লকস্পিড ৬০০ মেগাহার্টজ। প্রসেসরটি জিডিআর৩ ১৬০০ পর্যন্ত র‌্যাম সাপোর্ট করে এবং বিদ্যুৎ খরচ মাত্র ২৫ ওয়াট। রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১-১৭

বাজারে আসুসের মিমো প্রযুক্তির রাউটার
গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশে এনেছে আসুস ব্র্যান্ডের আরটি-এন১২ডি১ মডেলের ওয়্যারলেস রাউটার। একই সাথে ডাটা ট্রান্সমিশন ও ডাটা রিসিভের জন্য এতে রয়েছে মাল্টিপল ইনপুট ও মাল্টিপল আউটপুট (মিমো) প্রযুক্তির দুটি শক্তিশালী অ্যান্টেনা। রয়েছে ফায়ারওয়াল, লগিং, ফিল্টারিং, অ্যানক্রিপশন সুবিধা। দাম ৩ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৯১৫৪৭৬৩৫৩

এসইও প্রশিক্ষণে ভর্তি চলছে
ফ্রিল্যান্সিং কাজের চাহিদার ভিত্তিতে আইবিসিএস-প্রাইমেক্স সফটওয়্যার (বাংলাদেশ) লিমিটেডে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রশিক্ষণে ভর্তি চলছে। কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

নিউরাল সার্ভিস ডেস্কে ২৫ শতাংশ ছাড়
নিউরাল সার্ভিস ডেস্ক পিসি/ল্যাপটপ ফ্রি হেলথ চেকআপ ও যেকোনো সেবায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। সার্ভিস ক্যাম্পেইনে মূলত পিসি, ল্যাপটপ, স্পিকার, মনিটর, ইউপিএস ইত্যাসি সার্ভিস, রিপেয়ার ও এক্সেসরিজ সেবা পাওয়া যাবে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ছাড় পাওয়া যাবে। যোগাযোগ : ০১৮৪১২৯৯০৬৫

ভিএমওয়্যার অথরাইজড ট্রেনিংয়ে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্স ও ইন্ডিয়ার জিটি এন্টারপ্রাইজ যৌথ উদ্যোগে ভিএমওয়্যার অথরাইজড ট্রেনিংটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৪০ ঘণ্টার এই কোর্সটি পরিচালনা করবেন ভিএমওয়্যার কর্তৃক সার্টিফায়েডধারী অভিজ্ঞ প্রশিক্ষক। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮
আিসুসের কোরআই৭ প্রসেসরের নোটবুক
আসুসের কে৫৫১এলএন মডেলের নতুন নোটবুক বাংলাদেশে নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড। ১৫.৬ ইঞ্চি প্রশস্ত পর্দা, ২.০ গিগাহার্টজ গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই৭ প্রসেসরের এই নোটবুকে রয়েছে সনিক মাস্টার অডিও ফিচার, এসপ্লেন্ডিড প্রযুক্তির ডিসপ্লে এবং সিলম ডিভিডি রাইটার। রয়েছে ৮ জিবি র‌্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ২ জিবি বিল্টইন গ্রাফিক্স, ওয়্যারলেস ল্যান ইত্যাদি। দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৬৮ হাজার ৫০০ টাকা

প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল (পিএমপি) কোর্সে ভর্তি চলছে। সার্টিফায়েড প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এ মাসেই ক্লাস শুরু। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

চট্টগ্রামেওরাকল ও সিসিএনএ কোর্সে ভর্তি
বন্দরনগরী চট্টগ্রামে দি কমপিউটারস লিমিটেডে আইবিসিএস-প্রাইমেক্সের তত্ত্বাবধানে ওরাকল ১০জিডিবিএ অ্যান্ড ডেভেলপার কোর্সে ভর্তি চলছে। এছাড়া রেডহ্যাট লিনআক্স, জেন্ড সার্টিফিকেশন ও সিসিএনএ প্রশিক্ষণ দেয়া হবে। যোগাযোগ : ০১৭৬০৪৮৬৭৯৫ (চট্টগ্রাম), ০১৭১৩৩৯৭৫৬৭-৮ (ঢাকা)

বাজারে ২২ ইঞ্চির ভিউসনিক মনিটর
ইউসিসি বাজারে এনেছে ভিউসনিক ব্র্যান্ডের ভিএক্স২২৭০এস মডেলের ২২ ইঞ্চির এলইডি মনিটর। মনিটরটির রেজ্যুলেশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল, কন্ট্রাস্ট রেশিও ৩০০০০০০০:১, ভিউয়িং অ্যাঙ্গেল ১৭৮ ডিগ্রি ও রেসপন্স টাইম ৪ মিলি সেকেন্ড। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১-১৭

মাইক্রোসফট এসকিউএল ও উইন্ডোজ সার্ভার ২০১২ প্রশিক্ষণে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে মাইক্রোসফট এসকিউএল ও উইন্ডোজ সার্ভার ২০১২ কোর্সে ভর্তি চলছে। সার্টিফায়েড প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

বাজারে নতুন এফঅ্যান্ডডি টিভি স্পিকার
১০০ ওয়াট, ৩ ইঞ্চি ফুল স্যাটেলাইট, টুইটার স্মার্ট ও বোল্ড লুকের এফঅ্যান্ডডি ব্র্যান্ডের টি১৮০ মডেলের টিভি স্পিকার বাজারে এনেছে নিউরাল ব্র্যান্ড। এতে রয়েছে ক্রিস্টাল সাউন্ড, থ্রিডি সারাউন্ড ওয়াল মাউন্ট সুবিধাসহ ক্লাস ডি অ্যাপ্লিফায়ার ফুল ফাংশন রিমোট কন্ট্রোল সুবিধা। যোগাযোগ : ০১৮৪১২৯৯০৬৫

রেডহ্যাট এন্টারপ্রাইজ ক্লাস্টেরিং অ্যান্ড স্টোরেজ ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট এন্টারপ্রাইজ ক্লাস্টেরিং অ্যান্ড স্টোরেজ ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে। এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন ভারতীয় অভিজ্ঞ প্রশিক্ষক। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

বাজারে এএমডির নতুন স্যামপ্রন এপিইউ
ইউসিসি বাজারে এনেছে এএমডির এপিইউ প্রসেসর স্যামপ্রন ২৬৫০। ডুয়ালকোর সুবিধার ও সাশ্রয়ী এ প্রসেসরে যুক্ত হয়েছে রাডেয়ন আর৩ গ্রাফিক্স। এর ক্লকস্পিড ১.৪ গিগাহার্টজ ও ক্যাশ ১ এমবি। ব্যবহৃত গ্রাফিক্সটির কোর ক্লকস্পিড ৪০০ মেগাহার্টজ। রয়েছে তিন বছরের বিক্রয়োত্তর সেবা। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১-১৭

বাজারে এলজির ১৮.৫ ইঞ্চির এলইডি মনিটর
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে এলজির ১৯ইন৪৩টি মডেলের এলইডি মনিটর। ১৮.৫ ইঞ্চির এই মনিটরে রয়েছে এলইডি ব্যাকলাইট প্যানেল, এইচডি ১০৮০ পিক্সেল সাপোর্ট, সুপার এনার্জি সেভিং এবং ডুয়াল ওয়েব। মনিটরটির রেজ্যুলেশন ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেল, ডায়নামিক কন্ট্রাস্ট রেশিও ৫০০০০০০:১, রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড, ভিউয়িং অ্যাঙ্গেল ১৭০ ডিগ্রি/১৬০ ডিগ্রি ইত্যাদি। দাম ৮ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯২২

জেন্ড পিএইচপি-৫.৫ কোর্সে ভর্তি
পিএইচপি-৫.৫ জেন্ড সার্টিফিকেশন কোর্সের প্রশিক্ষণ দিচ্ছে আইবিসিএস-প্রাইমেক্স। কোর্স সমাপ্তির পর জেন্ড সার্টিফায়েড ইঞ্জিনিয়ার সনদের জন্য অনলাইন পরীক্ষায় অংশ নিতে হয়। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

সাফায়ার ব্র্যান্ডের আর৯ ২৮০ গ্রাফিক্স কার্ড
ইউসিসি বাজারে এনেছে সাফায়ার ব্র্যান্ডের আর৯ ২৮০এক্স গ্রাফিক্স কার্ড। ৩ জিবি ডিডিআর৫ সমর্থিত গ্রাফিক্সকার্ডটির কোর ক্লকস্পিড ৪৭০ মেগাহার্টজ বা বুস্ট করে ১০২০ মেগাহার্টজ পর্যন্ত ব্যবহার করা যায়। ২৮ ন্যানোমিটারের তৈরি কার্ডটির স্টিম প্রসেসর ২০৪৮। কার্ডটির মাধ্যমে সর্বোচ্চ চারটি মনিটর কানেক্ট করা যায়। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১-১৭

বাজারে লজিটেকের ব্লুটুথ অ্যাডাপ্টার
যেকোনো স্পিকারকে ব্লুটুথ স্পিকারে রূপান্তরের জন্য লজিটেক ব্র্যান্ডের নতুন অ্যাডাপ্টার এনেছে কমপিউটার সোর্স। এটি ৫০ ফুট দূরত্বের মধ্যে তারের সংযুক্তি ছাড়াই ব্লুটুথ বা ওয়াইফাই সুবিধা না থাকা স্পিকার বা হোম থিয়েটারে স্মার্টফোন বা ট্যাবলেট পিসি থেকে মিউজিক প্লে করার সুবিধা দেয়। এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধাসহ দাম ৩ হাজার টাকা

রেডহ্যাট সার্ভার হার্ডেনিং প্রশিক্ষণে ভর্তি
দেশে প্রথমবারের মতো আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট সার্ভার হার্ডেনিং প্রশিক্ষণে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্সটির প্রশিক্ষণের দায়িত্বে থাকবেন অভিজ্ঞ প্রশিক্ষক। কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

বাজারে লেনোভোর জি৪০৭০ মডেলের ল্যাপটপ
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে লেনোভো ব্র্যান্ডের আইডিয়াপ্যাড জি৪০৭০ মডেলের ল্যাপটপ। ১৪ ইঞ্চি ডিসপ্লের ও ১.৬ গিগাহার্টজ গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসরে চালিত। এতে রয়েছে ২ জিবি ভিডিও মেমরির এএমডি চিপসেটের গ্রাফিক্স, ৪ জিবি র‌্যাম, ডিভিডি রাইটার, এইচডি ওয়েবক্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক ইত্যাদি। দাম ৫৩ হাজার টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫০১

রেডহ্যাট ভার্চুয়ালাইজেশন কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট লিনআক্সের ভার্চুয়ালাইজেশন কোর্সে শুক্র ও শনিবারের ব্যাচে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার এই প্রশিক্ষণে অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ দেয়া হবে। কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

গিগাবাইটের নতুন গেমিং মাদারবোর্ড বাজারে
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে গিগাবাইটের জিওয়ান-এইচ৯৭এম-গেমিং ৩ মডেলের অত্যাধুনিক মাদারবোর্ড। গেমিংয়ের জন্য বিশেষায়িত এই মাদারবোর্ডটি ইন্টেল কোরআই৭, কোরআই৫, কোরআই৩, পেন্টিয়াম ও সেলেরন প্রসেসর সমর্থন করে। মাদারবোর্ডটিতে ইন্টেলের ৯৭ চিপসেট ব্যবহার হয়েছে। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ১৩ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৬৮

রেডহ্যাট ওপেন স্ট্যাক অ্যাডমিনিস্ট্রেশন কোর্সে ভর্তি
দেশে প্রথমবারের মতো আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট ওপেন স্ট্যাক অ্যাডমিনিস্ট্রেশন কোর্সে ভর্তি চলছে। ৩২ ঘণ্টার কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

বাজারে আসুসের জেড৯৭ চিপসেটের মাদারবোর্ড
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের জেড৯৭-প্রো মডেলের নতুন মাদারবোর্ড। ইন্টেল জেড৯৭ চিপসেটের এই মাদারবোর্ডটি ইন্টেল এলজিএ ১১৫০ সকেটের চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর প্রসেসরসমূহ, পেন্টিয়াম, সেলেরন প্রসেসর সমর্থন করে। রয়েছে পিসিআই এক্সপ্রেস ৩.০ সস্নট, এনভিডিয়া এবং এএমডি মাল্টি-জিপিইউ সমর্থন, ৬টি ইউএসবি ৩.০ পোর্ট প্রভৃতি। দাম ২১ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭১৩২৫৭৯৩৮

সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেম অডিটর (সিসা) কোর্সে ভর্তি
সার্টিফায়েড ইনফরমেশন সিস্টেম অডিটরের (সিসা) কাজের চাহিদা প্রতিনিয়তই বাড়ছে। আইবিসিএস-প্রাইমেক্স সফটওয়্যার (বাংলাদেশ) লিমিটেডে নতুন সিলেবাস অনুযায়ী সিসা কোর্সে ভর্তি চলছে। কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

বাজারে ট্রান্সসেন্ড ব্র্যান্ডের নতুন এমপিথ্রি প্লেয়ার
ইউসিসি বাজারে এনেছে ট্রান্সসেন্ডের নতুন ডিজিটাল মিউজিক প্লেয়ার এমপি৭১০। এফএম রেডিও রেকর্ডার, ভয়েস রেকর্ডার ও দীর্ঘ ব্যাটারি লাইফ ছাড়াও রয়েছে ৮ জিবির সুবিশাল স্টোরেজ। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১

বাজারে ডেল ভোস্ট্র সিরিজের কোরআই৫ ল্যাপটপ
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে ডেল ব্র্যান্ডের ভোস্ট্র ৫৪৭০ মডেলের নতুন ল্যাপটপ। এতে রয়েছে টার্বোবুস্ট প্রযুক্তির ১.৭ গিগাহার্টজ গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসর, ১৪ ইঞ্চির ডিসপ্লে, ৪ জিবি র‌্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ২ গিগাবাইট ভিডিও মেমরির এনভিডিয়া চিপসেটের গ্রাফিক্স কার্ড ইত্যাদি। দাম ৫৬ হাজার টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪৪৬

বাজারে এমএসআইয়ের জে১৮০০আই মাদারবোর্ড
ইউসিসি বাজারে এনেছে এমএসআই ব্র্যান্ডের জে১৮০০আই মডেলের নতুন মাদারবোর্ড। ইন্টেল সেলেরন প্রসেসরের এই মাদারবোর্ড ডিডিআর৩ র‌্যাম সমর্থন করে। রয়েছে ইউএসবি ৩.০ ও সাটা ৩ জিবি/সেকেন্ড সাপোর্ট, ফাস্ট বুট, লাইড আপডেটসহ নানা সুবিধা। যোগাযোগ : ০১৮৩৩৩৩১৬০১-১৭

আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে আইটিআইএল ২০১১ ফাউন্ডেশন প্রশিক্ষণ ও পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই দিনব্যাপী কোর্সটির দায়িত্বে থাকবেন ভারতীয় প্রশিক্ষক মহেশ পান্ডে। কোর্স শেষে অনলাইন পরীক্ষায় অংশ নেয়ার জন্য প্রস্ত্ততিমূলক পরীক্ষার ব্যবস্থা রয়েছে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭

বাজারে এইচপির নতুন ব্র্যান্ড পিসি
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে এইচপি প্রো ডেস্ক ৪০০ জি১ এমটি মডেলের ব্র্যান্ড পিসি। এতে রয়েছে ইন্টেল কোরআই৩ ৪১৩০ মডেলের প্রসেসর, এইচ৮১ চিপসেট, ৪ জিবি র‌্যাম, ৫০০ জিবি হার্ডড্রাইভ, ডিভিডি রাইটার, ৪৪০০ মডেলের এইচডি গ্রাফিক্স কার্ড, ১৮.৫ ইঞ্চি এইচপি এলইডি মনিটর ইত্যাদি। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৪২ হাজার ৫০০ টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৩৩

সিসিএনএ ও সিসিএনপি কোর্সে ভর্তি চলছে
আইবিসিএস-প্রাইমেক্সে নতুন সিলেবাসে সিসিএনএ ও সিসিএনপি কোর্সে ভর্তি চলছে। অভিজ্ঞ প্রশিক্ষক দিয়ে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ দেয়া হয়। কোর্স শেষে অনলাইন সার্টিফিকেশন পরীক্ষার ব্যবস্থা আছে। এ মাসে নতুন ব্যাচ শুরু হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

বাজারে স্যামসাংয়ের নেটওয়ার্ক ডুপ্লেক্স প্রিন্টার
নেটওয়ার্ক ডুপ্লেক্স প্রিন্টিং সুবিধার খরচসাশ্রয়ী স্যামসাং এম-২৮২০ এনডি মডেলের প্রিন্টার বাজারে এনেছে কমপিউটার সোর্স। এর মাধ্যমে প্রতি মিনিটে ২৮টি পৃষ্ঠা প্রিন্ট করা যায়। রয়েছে ১২৪ মেগাবাইট র‌্যাম, ৬০০ মেগাহার্টজ ডুয়ালকোর প্রসেসর, প্রিন্ট রেজ্যুলেশন ৪৮০০ বাই ৬০০ ডিপিআই। একই নেটওয়ার্কে থাকা একাধিক কমপিউটার থেকে একইসাথে প্রিন্ট দেয়া যায়। ডুপ্লেক্স প্রিন্টিংয়ের সুবিধার এই প্রিন্টারটির দাম ১৪ হাজার টাকা। যোগাযোগ : ০১৯৩৯৯১৯৫৫৫

বাজারে তোশিবার নতুন দুই ল্যাপটপ
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে তোশিবার স্যাটেলাইট এল৪০-বি মডেলের কোরআই৩ ও কোরআই৫ ল্যাপটপ। ল্যাপটপগুলোতে রয়েছে ৫০০ জিবি হার্ডড্রাইভ, সিস্নম ডিভিডি রাইটার, ১৪.১ ইঞ্চি ডিসপ্লে, স্পিল রেসিস্ট্যান্স কিবোর্ড, ব্লুটুথ, ওয়াইফাইসহ প্রয়োজনীয় সব ফিচার। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম যথাক্রমে ৪৪ হাজার ৫০০ ও ৫৫ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৫৫৬০৬৩১৯

ডাটাবেজ সফটওয়্যার ওরাকল প্রশিক্ষণ
আইবিসিএস-প্রাইমেক্সে ওরাকল ১০জি ডিবিএ অ্যান্ড ডেভেলপার ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে শুক্র ও শনিবারের ব্যাচে ভর্তি চলছে। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানের এই কোর্স শেষ করে প্রশিক্ষণার্থীরা বিভিন্ন ব্যাংক, বীমা এবং বহুজাতিক কোম্পানিতে চাকরির সুযোগ পাবেন। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

ফুজিৎসু কর্পোরেট লাইফবুক
সেফ গার্ড ফিচারের ফুজিৎসু লাইফবুক ই৫৪৪ বাজারে এনেছে কমপিউটার সোর্স। এতে রয়েছে অ্যান্টিগ্লেয়ার প্রযুক্তির ১৪ ইঞ্চি ডিসপ্লে, তথ্য সুরক্ষায় টিপিএম প্রযুক্তি, কিংস্টোন লক পোর্ট, ইরেজ ডিস্ক প্রযুক্তি। কোরআই৩ প্রসেসর, ৫০০ জিবি স্টোরেজ ও ৪ জিবি র‌্যামের মডেলের দাম ৬৪ হাজার টাকা এবং ১ টেরাবাইট স্টোরেজ মডেলের দাম ৬৭ হাজার ৫০০ টাকা। আর কোরআই৫ মডেলের দাম ৭৫ হাজার ৫০০ টাকা। রয়েছে ফুজিৎসু ক্যারিকেস ও এক বছরের বিক্রয়োত্তর সেবা

বাজারে এইচপির নতুন মাল্টিফাংশনাল প্রিন্টার
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে এইচপি লেজারজেট প্রো এম১৫৩৬ডিএনএফ মডেলের মাল্টিফাংশনাল প্রিন্টার। এতে রয়েছে ২৬ পিপিএম প্রিন্টিং স্পিড, ৬০০ বাই ৬০০ ডিপিআই প্রিন্ট রেজ্যুলেশন, ১২০০ বাই ১২০০ স্ক্যান ও কপি রেজ্যুলেশন, ২০৩ বাই ১৯৬ ফ্যাক্স রেজ্যুলেশন, হাই স্পিড ইউএসবি ২.০ পোর্ট ও ইথারনেট নেটওয়ার্ক পোর্ট। এই মেশিনে ডুপ্লেক্স ও নেটওয়ার্ক প্রিন্ট, কপি, স্ক্যান এবং ফ্যাক্স করা যায়। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ৩৮ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭০৯

হান্টকি ব্র্যান্ডের পাওয়ার স্ট্রিপ এনেছে গ্লোবাল ব্র্যান্ড
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে হান্টকি ব্র্যান্ডের পিজেডবি৪০৪ মডেলের পাওয়ার স্ট্রিপ। এতে রয়েছে ৪২০ জুল ওভার-লোড প্রটেকশন ফিচার, তিনটি সার্জ প্রটেকটেড সকেট, দুটি ৫ ভোল্টের স্মার্ট ইউএসবি পোর্ট ও চারটি পৃথক বৈদ্যুতিক সুইচ। এর মাধ্যমে ইউএসবি সমর্থিত মোবাইল ফোন, ট্যাবলেট পিসি, এমপিথ্রি প্লেয়ার, পিডিএম ডিজিটাল ক্যামেরা প্রভৃতি পণ্য চার্জ দেয়া যায়। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ পাওয়ার স্ট্রিপটির দাম ১ হাজার ২০০ টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৪৯১

জাভা ভেন্ডর সার্টিফিকেশন কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণে ভর্তি চলছে। প্রশিক্ষণে কোর্সের অরিজিনাল স্টাডি মেটেরিয়াল, অনলাইন পরীক্ষার জন্য ডিসকাউন্ট ভাউচার ও কোর্স শেষে ওরাকল থেকে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭-৮

বাজারে স্যামসাংয়ের ওয়াইফাই কালার লেজার প্রিন্টার
স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে স্যামসাং ব্র্যান্ডের সিএলপি-৩৬৫ মডেলের ওয়াইফাই কালার লেজার প্রিন্টার। প্রিন্টারটির সাদা-কালো প্রিন্টিং স্পিড ১৮ পিপিএম ও রঙিন ৪ পিপিএম, মেমরি ৩২ মেগাবাইট, রেজ্যুলেশন ২৪০০ বাই ৬০০ ডিপিআই, প্রসেসর ৩০০ মেগাহার্টজ, ডিউটি সাইকেল মাসিক ২০ হাজার পেজ। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ দাম ২১ হাজার টাকা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৬৬

বাজারে লেনোভোর নতুন ডেস্কটপ পিসি
লেনোভো ব্র্যান্ডের থিঙ্কসেন্টার এম৯৩পি মডেলের ডেস্কটপ পিসি বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। এতে রয়েছে ৩.২০ গিগাহার্টজ গতির চতুর্থ প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসর, ৪ জিবি ডিডিআর৩ র‌্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ইন্টেল চিপসেটের গ্রাফিক্স, ১৮.৫ ইঞ্চির এলইডি মনিটর ইত্যাদি। তিন বছরের বিক্রয়োত্তর সেবা ও উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমসহ পিসিটির দাম ৬৬ হাজার টাকা। যোগাযোগ : ০১৯৭৭৪৭৬৫০২

রেডহ্যাট লিনআক্স-৬ কোর্সে ভর্তি
আইবিসিএস-প্রাইমেক্সে রেডহ্যাট লিনআক্স-৬ কোর্সে ভর্তি চলছে। ৯০ ঘণ্টার এই কোর্সে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, নেটওয়ার্ক ও সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন এবং সার্ভার কনফিগারেশন প্রশিক্ষণ ও কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে। যোগাযোগ : ০১৭১৩৩৯৭৫৬৭

আসুসের নতুন গেমিং গ্রাফিক্স কার্ড বাজারে
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে আসুসের জিটিএক্স৭৮০ টিআই ওসি মডেলের নতুন গেমিং গ্রাফিক্স কার্ড। এনভিডিয়া জিফোর্স জিটিএক্স ৭৮০টিআই গ্রাফিক্স ইঞ্জিনের গ্রাফিক্স কার্ডটি পিসিআই এক্সপ্রেস ৩.০ বাস স্ট্যান্ডার্ডের। ডুয়াল ফ্যান কুলিং ফিচারের গ্রাফিক্স কার্ডটিতে রয়েছে ২ জিবি ভিডিও মেমরি, ৫৪০০ মেগাহার্টজ মেমরি ক্লক, ১২৮ বিট মেমরি ইন্টারফেস, ডিভিআই আউটপুট, এইচডিএমআই আউটপুট, ভিজিএ পোর্ট প্রভৃতি। দাম ১৫ হাজার ৫০০ টাকা

কমপিউটার সোর্সে আইফোন
দেশে আইফোন বাজারজাত শুরু করেছে কমপিউটার সোর্স। সম্প্রতি আইফোন ৫এস বাজারজাত করেছে প্রতিষ্ঠানটি। রাজধানীর ধানম--তে কমপিউটার সোর্সের ‘অ্যাপল শপ’ থেকে হালনাগাদ আইফোন পেতে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। এ বিষয়ে কমপিউটার সোর্সের পরিচালক আসিফ মাহমুদ জানান, আইফোন বিক্রি ছাড়াও বাংলাদেশে অনুমোদিত সব আইফোনের এক বছরের বিক্রয়োত্তর সেবা দেবে কমপিউটার সোর্স। প্রতিষ্ঠানের অ্যাপল অনুমোদিত সার্ভিস সেন্টার থেকে এ সেবা দেয়া হবে। অ্যাপল সার্টিফায়েড প্রকৌশলীরা বিনামূল্যে এ সেবা দেবেন


পত্রিকায় লেখাটির পাতাগুলো
লেখাটি পিডিএফ ফর্মেটে ডাউনলোড করুন
লেখাটির সহায়ক ভিডিও
২০১৪ - নভেম্বর সংখ্যার হাইলাইটস
চলতি সংখ্যার হাইলাইটস
অনুরূপ লেখা